প্রিয় সূধী
আগামী ২৪শে নভেম্বর ২০১২ইং শনিবার ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর আয়োজনে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ভবনে আয়োজিত হতে যাচ্ছে "তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মুক্তপ্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার শিল্পের কার্যকারীতা এবং বর্তমান বৈশ্বিক অবস্থা প্রেক্ষিত: জিএনইউ ।। সফটওয়্যার মুক্তি ।। জিএনইউ/লিনাক্স" শিরোনামে "মুক্ত সফটওয়্যার ও জিএনইউ-লিনাক্স" বিষয়ক এক কর্মশালা।
আয়োজন সূচীঃ
# জিএনইউ, মুক্ত সফটওয়্যার, জিএনইউ/লিনাক্স কি এবং কেন?
# ডেবিয়ান, উবুন্টু, লিনাক্স মিন্ট কী এবং কেন?
# বর্তমান বিশ্বে মুক্তপ্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার শিল্পের অবস্থা
# বাংলাদেশে মুক্তপ্রযুক্তি ভিত্তিক সফটওয়্যারের বর্তমান অবস্থান ও আগামীর সম্ভাবনা
# লিনাক্স মিন্ট ১৩ 'মায়া' ইন্সটলেশন ও ব্যবহারিক সহযোগীতা সেবা
স্থান:
উপজেলা পরিষদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
সময়:
সকাল ১০টা
আগ্রহীদেরকে http://goo.gl/bPxs0 লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে অংশগ্রহন নিশ্চিত করতে অনুরোধ করছি।
--
যোগাযোগে:
রিং
01671411437
শরীফ
01674855049
আশা করি উত্তর বঙ্গে আগ্রহীগন যোগ দিবেন।
আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই ভাল একটি উদ্যোগ।
সবারই এই কর্মশালায় অংশগ্রহণ করা দরকার। বাংলাদেশে এখনো লিনাক্স নিয়ে অনেকের ভীতি রয়েছে। আশা করছি এই কর্মশালা এবং ভবিষ্যতে আরও এইরূপ কর্মশালার দ্বারা মানুষের এই ভীতি দূর হবে।
টিউনার শরীফ ভাইকেও অনেক ধন্যবাদ এইরকম একটি কর্মশালার খবর সকলকে জানানোর জন্যে।