আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। রেডিও আমার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি রেডিও স্টেশন। আমার অনেকেই এই রেডিও স্টেশনটির ভক্ত। লাভ গুরু, সানডে নাইট, মিন্টোস মানডে ইত্যাদি ছাড়াও বুধবারের আর.জে রাজু’র নাটকটি আমাদের খুব প্রিয়। এছাড়া সারা দিন এই রেডিও স্টেশনে প্রচারিত হয় বিভিন্ন গান, লাইভ আড্ডা, বিনোদন বার্তা, প্রত্যক দিনের খবর আমরা শুনতে পাই। আপনি চাইলে আপনার ব্লগস্পট ব্লগে বা ওয়ার্ডপ্রেস ব্লগে এই রেডিও টি Widget আকারে যুক্ত করতে পারেন। এতে আপনার ব্লগের ভিসিটর রা যেমন রেডিও শুন্তে পেরে আনন্দিত হবে তেমনি আপনিও রেডিও শুনতে শুনতে ব্লগিং করতে পারবেন। তাই দেরি না করে আসুন শিখি কিভাবে আমরা এই রেডিও স্টেশনটি আমাদের ব্লগে Add করব।
১. প্রথমে আপনার Blogger বা Wrodpress সাইটের এডমিন প্যানেলে লগ ইন করুন।
২.এরপর যে ব্লগটিতে এই Widget টি Add করতে চান তা Select করুন।
৩. এরপর Layout অপশন Select করুন।
৪. এবার Add A Gadget অপশন টি Select করুন।
৫. এবার Html/ Java Script সিলেক্ট করুন।
৬। Name লিখুন “Radio Aamar Live” এবং Content এর স্থানে নিচে দেয়া কোড টুকু কপি করে পেস্ট করুন।
৭. নিচে দেওয়া কোডটুকু কপি করে পেস্ট করুন।
<embed autostart="true" controller="true" enablecontextmenu="false" loop="0" name="mediaplayer1" pluginspage="http://www.microsoft.com/Windows/MediaPlayer/" showstatusbar="1" src="http://216.172.163.195:8804" transparentstart="1" type="application/x-mplayer2" width="300"></embed></div><a href="http://fmguys.com">Listen Online Radios>></a></small>
**এবার Save বাটন চেপে Widget টি Save করুন।**
আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।
ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে দিব।😀