আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের কম্পিউটারের ডেটাকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে। আমরা আমাদের ডেটাকে সুরক্ষিত করার জন্য কত কিছুই না করি কত সফটওয়্যারই না ব্যবহার করি। আজকে আমি আপনাদের একটি অসাধারণ হার্ড ড্রাইভ এনক্রিপ্ট ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি আপনার ডেটাকে সুরক্ষিত করতে পারবেন।
TrueCrypt একটি ফ্রি ওপেন সোর্স ডিস্ক এনক্রিপ্ট ইউটিলিটি যা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সে কাজ করে। আপনি সম্পূর্ণ ড্রাইভ, পার্টিশন অথবা ফ্ল্যাশ ড্রাইভ এনক্রিপ্ট করতে পারবেন এবং এটি নিশ্চিত যে কেউ সঠিক পাসওয়ার্ড প্রদান ব্যতীত ডেটায় প্রবেশ করতে পারবে না। ড্রাইভ এনক্রিপ্ট করার পর আপনি সব কিছুই স্বাভাবিক নিয়মেই করতে পারবেন। এটি খুব সহজেই ইন্সটল করা যায় এবং এটি ইন্সটলের পূর্বে সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরির রিকমেন্ট করে থাকে।
ক্রিয়েট ভলিউম বাটনে ক্লিক করে ডিস্ক আপ সেটিং করুন এনক্রিপশনের জন্য।
যারা খুব একটি দক্ষ না এবং নতুন তাদের জন্য সম্পূর্ণ প্রসেস খুব সহজ ভাবে উইজাডে দেওয়া হয়েছে। আপনি একটি ভার্চ্যুয়াল ডিস্ক, রিমুভাল ডিস্ক অথবা সম্পূর্ণ সিস্টেম ড্রাইভ এনক্রিপ্ট করতে পারবেন। এখানে আমি যা বলব তার থেকেও অনেক স্টেপ রয়েছে কিন্তু উইজাড এটিকে খুব সহজ করে দেবে।
আপনি এনক্রিপশনের বিভিন্ন লেভেল পছন্দ করতে পারবেন। এখানে পছন্দের বিভিন্ন টাইপ রয়েছে এবং প্রত্যেকটিতে রয়েচে অনন্য বৈশিষ্ট্য। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারী AES ব্যবহার করে খুশি থাকেন।
প্রসেস সম্পূর্ণ ভাবে সমাপ্তের জন্য আপনাকে পিসি রিসার্ট দিতে হবে।
একটি হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করার জন্য যে সময় ব্যয় হবে তা নির্ভর করবে সাইজ এবং সিস্টেমের স্পীডের উপর। একটি ৩২০জিবি ড্রাইব সম্পূর্ণভাবে এনক্রিপ্ট করতে ৪ ঘন্টা র মত সময় নেয়।
সম্পূর্ণভাবে প্রসেস সম্পূর্ণ জন্য রিসার্ট প্রয়োজন।
এখন যে কোন সময় আপনার পিসি চালুর সময় লগ ইন করতে হবে ঐ পাসওয়ার্ড দিয়ে যা আপনি TrueCrypt দিয়ে তৈরি করেছেন।
যদি আপনি প্রাইভেট এবং সেনসেটিভ ডেটা কমপ্রমাইজের জন্য চিন্তিত হন তবে TrueCrypt সহজ এবং নিরাপদ ফ্রি অপশন। TrueCrypt একটি অসাধারণ ইউটিলিটি যা পার্টিশন, ফ্ল্যাশ ড্রাইভ অথবা সম্পূর্ণ হার্ড ড্রাইভও এনক্রিপ্ট করতে পারে যা আমি বললাম।
আমার মনে হয় এটি আপনাদের অনেক কাজে আসবে। সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য এখানে থেকে ডাউনলোড করুন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
খুব ভালো লিখেছ ।চালিয়ে যাও