লিনাক্স মিন্ট!
ডিস্ট্রো হিসেবে বেশ নাম করে ফেলেছে এই ডিস্ট্রোটি!
যারা লিনাক্স মিন্ট সম্পর্কে আরো কিছু জানতে চান তারা এখান থেকে ঘুরে আসতে পারেন...
আজকে মিন্ট এর সাইটে দেখলাম নতুন একটা ওয়েব সাইট বানিয়েছে ওরা...
নাম লিনাক্স মিন্ট কমিউনিটি
http://community.linuxmint.com/
রেজিস্টার করে দেখলাম কোন দেশের কতজন তার সিস্টেম আছে...
দেখি যে USA এর লোক সবচেয়ে বেশী...
বাংলাদেশ এর শুধু একজন ... অফ কোর্স অয়ন খান!
পরে আমিও যোগ দিলাম...
সবাইকে আহ্বান জানাচ্ছি মিন্ট কমিউনিটিতে যোগ দিতে।
যোগ দেওয়ার পর প্রোফাইল থেকে নিজের দেশ বাংলাদেশ, এভাটার, মিন্ট কোন ভার্সন ইউজ করেন এইসব সিলেক্ট করে দেন...
যত লোক হবে ততই ভাল...
USA এর 44 জন...
এদের হারাতে হবে...
যারা মিন্ট ইউজ করেন না (উইন্ডোজ, ম্যাক, উবুন্টু ইউজার ) তারাও রেজিস্টার কইরা দেশের নাম উজ্জ্বল করেন! 😀
বিশেষ দ্রষ্টব্য: এই লেখাটি ইতিপূর্বে আমিই রংমহল ফোরামের এই পোস্টে, প্রজন্ম ফোরামের এই পোস্টে এবং আমাদের প্রযুক্তি ফোরামের এই পোস্টে লিখেছি।
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
কিছুই বুঝলাম না৷ কই যোগ দিমু৷ আর কিভাবে দেশের নাম উজ্জল করমু৷
আর যখনই দেশের নাম উজ্জল করার কথা আসে.. নিজের জান দিয়া হইলে ও নিজের দেশের নাম উজ্জল করার চেষ্টা করমূ৷