দেখুন অন্য সব লকিং সফ্টওয়ারকে অবশ্যই হার মানাবে

ব্যক্তিগত ফাইলতো সবার ই থাকে সেগুলোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লক করে। আমার লক করার জন্য হাজারো সফ্টওয়ার ব্যবহার করে থাকি এগুলোর সবগুলো প্রায় এক ধরনের। কোন টায় ফাইল মুভ করে এনে লকিং সফটওয়ারের মধ্যে পেষ্ট করতে হয়। এর ফলে ফাইলগুলো ড্রাইভ পরিবর্তন করে। লকিং সফ্টওয়ার ইনেস্টল করা ড্রাইভে নিতে হয়। আর যদি সেটা সি ড্রাইভ হয় তাহলে তো যেকোন সময় হারাতে পারেন। আবার কিছু সফ্টওয়ার আছে যে গুলো ফাইল হাইড করে এক্সটেনশন তৈরী করে। যা অনেক সময় সঠিক পাসওয়ার্ড দিলেও ওপেন হয় না। এর মানে এখানেও যেকোন সময় আপনি আপনার গুরুত্বপূর্ন ফাইল হারাতে পারেন। তাহলে প্রশ্ন আমরা কি আমাদের ব্যক্তিগত ফাইলগুলো নিরাপদে লক করতে পারব না?

পড়ুন কিভাবে উন্ডোজের পাসওয়ার্ড হারিয়ে গেলে রিকভার করতে হবে। RECOVER PASSWORD

উত্তর হল কেন পারব না। লক করার অনেক সফ্টওয়ার আছে তার মধ্যে কিছু সফ্টওয়ার আছে যেগুলো আপনার ফাইল নিরাপদ রাখতে পারবে। ঠিক সেই রকম একটি ফাইল হল Easy File Locker. এই ফস্টওয়ার ব্যবহার করলে আপনাকে ফাইল কাট করে সফ্টওয়ারের মধ্যে পেষ্ট করতে হবে না। ফাইল যেখানে আছে সেখানেই থাকবে আবার কোন এক্সটেনশন ও তৈরী করবে না। একবার ব্যবহার করে দেখুন মজা পাবেন।

easy file lockereasy file locker

আমার ব্লগ দুইটি ভিজিট করতে ভুলবেন না

১। আমার ব্লগ

২। আমার ব্লগ

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনার তাও অই হাজারও ঘলা সফটওয়্যার গুলর মধেই পরে।।
আমি আশা করি খুব সিগ্রই একটা এই বিষয় নিয়ে টিউন করে বিভ্রান্ত থেকে পাঠক দের মুক্তি দিব। বলা বাহুল্য সফটওয়্যার তা আমার এক বন্ধু বানিয়েসে। 🙂
সফটওয়্যার তা আমি ব্যবহার করে জাসসি। ওইটার ফাইল লক করে রাখার সিস্টেম তা অন্ন রকম।। আসলেই মজা পাবেন। আকদম ফ্রী। যাই হক দেখা হবে সফটওয়্যার তার সাথে কিছু দিনের মধেই।।

dhonnobad vai ( অসীম কষ্ট ) post ti kaje lagbe .
[ MRN Hacker ] vai amar akta help korben , Akta valo Ip hide er software deya jay with activation ….Anek ip hiide er post dekhsi but moner moto software pailam na . Majhe modhdhe dekhi Ip hide korle net speed kome jay ……….Shudhu [ MRN Hacker ] vai na sob vaikei bolchhi parle amake ei bisoye aktu help koiren

    Level 0

    @Md Arif Hossain: হা ভাই একটা সফটওয়্যার আসে সম্পুরন ফ্রী কন activator নাই এর সব সময় usa এর আইপি নেয়। স্পীড ।। আমি আমি সফটওয়্যার নিয়ে টিউন করব।।

ok , wait korlam tunes er jonno

আপনার সফটওয়্যার টা দিয়ে লক করা ফাইল গুলো (মনে হয়) লাইভ সিডি দিয়ে ওপেন করা যায়।
আমার কাছে lockdir.exe sofware টা ভালো মনে হয়। কারন সেটা অনেক সেইফ। যদিও লক শো করে।