অনেক দিন ধরেই আমি একটি সফটওয়্যার খুজছিলাম আমার উবুন্টুর জন্য, যেটা দিয়ে আমি ইন্টারনেটের স্পিড মনিটরিং করতে পারব। ইন্টারনেট ব্যবহারের সময় কত স্পিড পাচ্ছে তা খোজ রাখা আমার অভ্যাস। আমি উইন্ডোজে BandWidth Monitor নামক একটি অসাধারন সফটওয়্যার ইউজ করতাম, কিন্তু আমি জানতাম উবুন্টুতে এইটা ব্যবহার করা যাবে না। কারন এটা ফ্রি ছিল না।
এরপর আমি একটা পেয়েছিলাম যার নাম NetSpeed. কিন্তু এটা ভাল লাগল না। কারন এখানে শুধু স্পিডই দেখা যেত। কিন্তু কোন রেকর্ড রাখা যেত না বা গ্রাফিকাল ডায়াগ্রাম দেখা যেত না। এরপর আমি একটু ঘাটাঘাটির পর পাই আমার মনের মত একটি সফটওয়্যার, যার নাম BitMeter OS
এই জিনিস দিয়ে যাবতীয় সব কাজ করা যায়। এটি আপনার ওয়েব ব্রাউজার দিয়ে রান করতে হবে। নিচে এর সুবিধাগুলো দেয়া হল। এটি সম্পূর্ণ ওপেন সোর্স সফট।
আরো কিছু স্ক্রিনশটঃ
এটি আপনার লিনাক্সে চুপচাপ নেটওয়ার্ক মনিটরিং করে যায় এবং সে অনুযায়ী লোকালি একটি ওয়েবপেজ তৈরি করে। আপনি যখন সফটওয়্যারটি রান করেন, তখন ঐ ওয়েবপেজ খোলে সেখানে সব দেখা যায়।
History Clear:
মাস শেষ হলে আপনি সব ইউসেজ রিসেট করে দিতে চাইতে পারেন। এজন্য উবুন্টুতে টারমিনাল যান এবং লিখুনঃ
bmdb purge
লিনাক্সের জন্য এ ধরনের সফটওয়্যার পাওয়া একটু কষ্টকর। আশা করি উবুন্টু/লিনাক্স ইউজারদের অনেক উপকারে লাগবে। এটি .deb ফাইল, তাই ইন্সটল করেলেই হবে। এরপর Applicatons > Internet > Bitemeter OS এ গেলেই আপনি পেয়ে যাবেন Bitmeter OS
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো 🙂
তবে আমি কংকি ব্যবহার করে সবসময় ডেস্কটপে ইন্টারনেট স্পীড দেখতে পাই। কনফিগারেশনে নিচের টুকু অ্যাড করে নিন