আজকাল আমরা অনেকেই উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। এটি ওপেন সোর্স হওয়াতে সুবিধাও বেশি। অনেকে মনে করেন, উবুন্টুতে কোন ভাইরাস আক্রমন করতে পারে না, এটি খুবই শক্তিশালী। যদি তাই হই, তাহলে আপনার ধারনা সঠিক ধরা যায়। কেননা, এটি এমন ভাবে তৈরি যাতে খুব সহজে ভাইরাস আক্রমন করতে না পারে। তবে বিভিন্ন কারনে এন্টিভাইরাস ইন্সটলের প্রয়োজন হতে পারে।
কারনঃ
উবুন্টুতে এভির চেয়ে ফায়ারওয়াল এর গুরুত্ব বেশি, তাই এ সম্পর্কে আগে আলোচনা করিঃ
Ubuntu তে ডিফল্ট ফায়ারওয়াল আছে যার নাম IPTABLES/ UFW (Uncomplicated Firewall). কিন্তু এটা এনাবল্ড নয় এবং টারমিনালে রান করতে হয়। তবে আপনাদেরকে যেন তা না করতে হয়, সে ব্যবস্থাই করছি।
ফায়ারওয়ালের কাজ শেষ। এবার আমরা যাব এন্টিভাইরাসে। আমি সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করব। উবুন্টুর জন্য বেশ কয়েকটি এন্টিভাইরাস আছে। তবে সবচেয়ে বেশি ভাল ClamAV. এটি ওপেন সোর্স এবং সহজেই উবুন্টুতে সাপোর্ট করে। Avast বা অন্য কোন এন্টিভাইরাস উবুন্টুতে ইন্সটল করবেন না। কারন ClamAV Recommended.
এভি ইন্সটল করাও শেষ। Applications>Accessories>ClamTK এ গেলে আপনি এন্টিভাইরাস রান করতে পারবেন। খেয়াল রাখবেন, সেখানে যেন স্ট্যাটাস বারে সব সবুজ আইকন দেখায়, কোন লাল যেন না থাকে। মাঝে মাঝে sudo freshclam লিখে এভি আপডেট করবেন।
আশা করি আপনাদের ভাল লেগেছে। আগেভাগেই সাবধান থাকা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। ক্লেম ইউজ করতাম। পরে আর করা হয়নি। আর আমার তো সবই লিনাক্স পার্টিশন, কাজেই ভয় নাই। ওয়াইন অবশ্য মুছে ফেলেছি।