আস্সালামু আলাইকুম । শুভ সন্ধ্যা । আপনার সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো ।
আমরা যারা অল্প বিদ্যার মানুষ আবার সখ অনলাইনে আয় করার তাদের তো ইনকাম হোক বা না হোক একটা ইউটিউব চ্যানেল একটা ফেজবুক আইডি ও আপওয়ার্কে একটা আইডি থাকতেই হবে । কিন্তু মাইক্রোওয়াকে অথবা আপওয়াকে আইডি ১০০ প্রুভ করতে চাইলে টেষ্ট দিতে হয়ে । আমাদের মত মুর্খরা আইডি খুলতে পারলেও টেষ্টে পাশ করা প্রায় অসম্ভব । আমিও অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিবো দিবো ভাব । একজনকে বললাম ভাই আছে নাকি কোন ভিডিও যেটা দেখে আপওয়ার্কে পাশ করা যাবে । তিনি আমাকে বললেন একজন আছে তবে তাকে ৬০০ টাকা দিতে হবে । বেকার মানুষ কনে এত টাকা পাবো । তাই নিজেই শুরু করে দিলাম । খুব একটা কষ্ট হয়নি মাত্র ১৫ টা টেষ্ট দিয়ে ২ টায় পাশ । আমার কথা অনেকের অবিশ^াস হতে পারে এজন্য আমার প্রোফাইল ভিজিট করুন । তো আমার মত যারা এত কষ্ট করতে না চান তাহলে নিচের ভিডিওটি দেখুন । আরামে আপওয়ার্কের প্রোফাইল ১০০ % করুন ।
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Professional Web Developer