আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আশা করি সুস্থ্য ও সরলমনে মুসলিমরা পবিত্র রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মাঝে মাঝে কিছু প্রযুক্তির গল্প প্রফুল্ল রাখবে আপনার মন। তাই নিয়ে এলাম সলিউশন।
How to pass Odesk/Upwork Test with a Top 20% Score
Upwork এ যারা কাজ করছেন বা কাজ শুরু করেছেন। তাদের জন্য একটি Test এ Pass করা খুবই গুরুত্বপূর্ণ। Upwork এ কাজ পাওয়া নিয়ে গল্পের শেষ নেই তবে বিশেষজ্ঞদের মতে কাজে পাওয়ার জন্য Relevant টেস্ট অনেক গুরুত্ব বহন করে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হয়তো আপনাদের অনেকেই জানেন। কিন্তু এর সঠিক ব্যবহার সহ কিভাবে Top 20% তে আপনার Score উঠাবেন সেটিই মূলত আমি বলার চেষ্টা করব।
Program Selection:
Test এ Participate করার আগেই আপনাকে যে Program এ Test দিবেন সেটি Select করে নিতে হবে। যেমন ধরুন আপনি SEO এর টেস্ট দিবেন। আগে থেকেই আপনার প্রস্তুতি থাকতে হবে যে আপনি SEO এর Test দিতে যাচ্ছেন। আপনার সার্বিক প্রস্তুতি হিসেবে নিচের বিষয়গুলো সেট করুন।
1. Study:
Test এ Participate করার আগে আপনাকে ঐ বিষয়ে একটু পড়াশুনা করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই যদি নাও করেন তাহলেও Top 20% তে Score করতে পাবেন। তবে পড়াশুনার বিকল্প নেই।
2. Tools:
হ্যা দুই একটা Tool এ ক্ষেত্রে আপনাকে সহযোগীতা করবে। যেমন Microsoft Word, PDF reader, তবে এ ক্ষেত্রে Microsoft Word আমার বেশি কাজে এসেছে।
3. Answer Collection:
Relevant বিষয়ের Answer সংগ্রহ করুন।
একদম কাজের উপযোগী করা সাজানো গোছানো কিছু Test Answer এখানে পাওয়া যাবে। সেখান থেকে সংগ্রহ করুন।
বিস্তারিত কাজের নমুনা:
ধরুন আপনার Upwork এ SEO এর কাজ করার জন্য Profile সাজিয়েছেন। তাহলে আপনার উচিত প্রথমে এই বিষয়টির টেস্ট দেয়া। নিম্নের কাজগুলো করুন।
1. SEO টেস্ট এর Answer সংগ্রহ করে Ms. Word এ Open করুন।
2. Ms. Word এর Find অপশনটি On করে রাখুন। Ctrl+F প্রেস করলেই চলে আসবে।
এবার আপনি প্রস্তুত
টেস্টে সময়ের প্রতি পূর্ণ খেয়াল রাখতে হবে।
Question এর মধ্যে একটা Unique শব্দ বা ওয়ার্ড নিন। (কপি করার সুযোগ থাকবে না। তাই আপনাকে মনে মনে মুখস্থ করে নিতে হবে)
Ms. Word এর Find অপশনে শব্দগুলো টাইপ করুন। Answer এর সাথে Match হলে উত্তরটি জেনে নিন। (স্মরণ রাখার জন্য A, B, C, D, কিংবা 1, 2, 3 সিরিয়াল গুলো লক্ষ্য রাখতে পারেন।)
সময়ের দিকে খেয়াল রাখুন।
যত দ্রুত করতে পারবেন ততই আপনার Score ভাল হবে।
একদম কাজের উপযোগী করা সাজানো গোছানো কিছু Test Answer এখানে পাওয়া যাবে। সেখান থেকে সংগ্রহ করুন।
SEO Answer Sheet >আমার ব্লগ থেকে সংগ্রহ করুন> Scroll to down
অধমের Blog টি ঘুরে আসার আমন্ত্রণ রইল। Best of Luck! My friend.
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল পোস্ট। আমি এভাবেই টেস্ট দিয়েছি অনেক গুলা। কিন্তু সব গুলাতেই ৪.০০