ওডেস্ক এ কাজ করার ব্যাপারে কিছু পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা প্রয়োজন

সকলে আমার শুভেচ্ছা গ্রহন করবেন।

জানি সকলে নিজেদের কাজ কর্ম নিয়ে দম ফেলার ফুসরত পান না। এরপরেও যদি আপনারা কেউ নিজেদের মূল্যবান সময় বের করে আমার পোস্ট এর প্রতি দৃষ্টিপাত করতে পারেন, তবে কৃতজ্ঞ থাকব।

আমি শুভ, হাজি ক্যাম্প, ঢাকা বিমান বন্দর থেকে লিখছি। দীর্ঘদিন ধরে ওডেস্ক এ সংযুক্ত আছি। এমতাবস্থায় কদিন আগে সাইট কনটেন্ট রাইটিং এর একটা কাজ পেলাম। কাজটা ঘন্টা হিসেবে। প্রতি ঘণ্টা এক ডলার করে। যেহেতু এ ধরনের কাজে আমার অভিজ্ঞতা একেবারেই নতুন, তাই আপনাদের কিছু পরামর্শ চাচ্ছি।

  • কাজের ধরণ মূলত বিভিন্ন সাইট থেকে সঠিক চিত্র সংগ্রহ করে, সেগুলো রিনেম করে ব্লগ এ আপলোড, এস ই ও বিষয়ক সমস্ত কাজ করা।এরপর সেগুলো নির্দিষ্ট  লিঙ্ক এ পোস্ট করা। বায়ার উইকলি আওয়ার পারমিট করেছেন ২১ ঘণ্টা, তো এ ক্ষেত্রে যে রকমের কাজ করা পরছে, তার বিপরীত এ কি টাকার পরিমাণ টা ঠিক রয়েছে নাকি এখানে কোন পরিবর্তন আনব?
  • ওডেস্ক থেকে টাকা ওঠানোর অন্যান্য মাধ্যম গুলর সঙ্গে আমরা কম-বেশি সবাই পরিচিত। তবে নতুন একটা মেথড দেখলাম যে, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট এও নাকি ওডেস্ক ওয়ালেট  থেকে সরাসরি টাকা পাঠানো যাবে। তো সে ক্ষেত্রে (ক) ওডেস্ক এবং (খ) ব্যাংকিং সার্ভিস প্রভাইডার সহ প্রতি ১০০ ডলার এ কত টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে?

এ সব এর ব্যাপার এ কারো যদি বাস্তব অভিজ্ঞতা থাকে তবে অনুগ্রহ করে তা আমায় জানাবেন। আজ আর নয়। আগামীতে আবার দেখা হবে। ধন্নবাদ সবাইকে।

শুভাশিষ সরকার (শুভ)

ওডেস্ক এ কাজ করার ব্যাপারে কিছু পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা প্রয়োজন।
ওডেস্ক এ কাজ করার ব্যাপারে কিছু পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা প্রয়োজন।

Level 0

আমি এস কে সরকার (শুভ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

add me on skype akasernil17

Level 2

ওডেস্ক এ কাজ করার জন্য রেট টা তুলনামূলক কম । আপনি কাজের পারফর্মেন্স দেখিয়ে বোনাস অথবা রেট এর ব্যাপারে ক্লায়েন্ট এর সাথে আলোচনা করুন ।
$1 এ কাজ করে যে সময় টা আপনি দিচ্ছেন সেটা যদি আপনার স্কিল ডেভেলপ এ কাজে লাগান তাহলে অনেক সুফল পাবেন ।

    @Nahid: আচ্ছা তবে কি প্রথম মাসের পেমেন্ট পাওয়ার পর এটা করাটা ভালো হবে?