ওডেস্ক এ প্রথম জব পাবার জন্ন মুল ধাপ

সুধী পাঠকগন,আপনাদেরকে আমার সুভেচ্ছা জানিয়ে সুরু করছি আজকের পোস্ট,

আসাকরি ভালই আছেন।

আজ আপনাদের সাথে যা আলচোনা করবো ,তা হল ওডেস্ক এর স্কিল টেস্ট।

মুলত টেস্ট এর সাভাবিক নিয়ম,সফল হবার চাবিকাঠি ও সহজ একটি এক্সাম ট্রিক নিয়ে

আমার এই পোস্ট।

আমরা সকলেই জানি যে আমরা যারা নতুন ফ্রিলান্সার তাদেরকে ওডেস্ক এ প্রথম  জব পেতে অনেক কাঠখর পোড়াতে হয়।

বেশিরভাগ কাজেই বায়ার প্রফেশনাল লেভেল এর লোক চায়।আর কাজটা যদি একটু দামী হয় তবে তো কথাই নেই।

বাট যে সকল বায়ার এন্ট্রি লেভেল এর কন্ট্রাক্টার নেয় তারা আপনার প্রফাইল এ সবার আগে কি দেখেন জানেন?

আপনার স্কিল টেস্ট রেসাল্টস।

জি, হ্যাঁ।

কারন ফ্রিলান্সিং এর জগতে প্রাতিস্টানিক সার্টিফিকেট এর কোনও দাম নেই।

তাই এক্সাম রেসাল্টই একমাত্র পথ আপনার যোগ্যতা প্রকাশের জন্ন।

আর তাতে যদি ভাল রেসাল্ট থাকে তবে কাজ পাওয়ার সম্ভাবনা ৫০% বেড়ে যায়।

এখন কথা হল রেসাল্ট ভাল করবেন কি করে?আপনি তো আর কম্পিউটার বিশেষজ্ঞ নন। কম্পিউটার বিশেষজ্ঞ হবার প্রয়োজন ও নেই। গুগল মামা আছে না?

যে বিষয়ে এক্সাম দিবেন তা নিয়ে গুগলে গবেষনা করুন।

সফল হবার চাবিকাঠিঃ

১)গুগল এ ওডেস্ক এর ওই বিসয়ের স্কিল টেস্ট এর আনসার গুল বের করে লম্বা একটা         লিস্ট করুন।

২) এরপর ভালমত পরাশুনা করে নিন।

৩)নিজের উপর বিশ্বাস রাখুন।(সবচেয়ে জরুরী)

৪)এক্সাম সুরু করুন।

৫)ভালমত ভেবেচিন্তে উত্তর দিন।(অনেক ধৈর্য লাগবে)

৬)ঠান্ডা মাথায় শবগুলোর উত্তর দিয়ে পরিক্ষা শেষ করুন।

 

এবার রেসাল্ট দেখার পালা। আশা করি ভালমত বুঝে উত্তর দিয়ে আপনি টপ ৩০% এর মদ্ধেই আছেন। আর এটিই যথেষ্ট কাজ পাবার জন্ন।

আর যদি রেজাল্ট বিলো এভারেজ আশে তবে হাইড করে রাখুন এবন ১ মাস পর আবার রিটেক দিন।এই একমাস অন্নান্ন বিষয় গুলর পরিক্ষা দেবার চেষ্টা করুন একই ভাবে আর এই বিষয়েও পরাশুনা করুন ।

এভাবে আগালে আপনার সাফল্ল নিশ্চিত।

 

আর যদি চান যে পরিক্ষার ঝামেলা না পহাতে,তো আপনার জন্ন  একটি ফ্রি ট্রিক্স।

ট্রিকঃ

[প্রফেশনাল এক্সামার হায়ার করুন।এমন অনেকেই আছেন যারা এক্সাম দিতে দিতে এতই প্রফেশনাল হয়েগেছেন যে এখন তারা চোখ বুজেই টপ ১০% করতে পারেন।

আপনি তাদের সাথে ডিল করতে পারেন এতে আপনার সময় ও কষ্ট দুটই বাচবে

আর যদি পর পর কয়েকটা টপ ৩০% এর রেসাল্ট থাকে।তবে বায়ার ভরসা পায়]

শেষ মেষ একটা কথা , হয়ত অনেকে চিন্তায় পরে গেছেন যে প্রফেশনাল কথায় পাব?

সমাধান দিচ্ছি,কেও মাইন্ড এ নিবেন না। সুধুই একটি পরামর্শ।

 

আমি নিজেই একজন প্রফেশনাল এক্সামার। চাইলে আমার সাথেও এ বেপারে যোগাযোগ করতে পারেন।আমার যথাসাদ্ধ করার চেষ্টা করব।

আজ এ পর্যন্তই থাক আগামি পোস্ট এ এক্সাম এর আরও কিছু  ট্রিক্স নিইয়ে ও কভার লেটার নিয়ে আলচনা করার চেষ্টা  করব। আমার জন্ন দোআ করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন।আমার ভুলগুলো নিজগুনে ক্ষমা করবেন।

 

 

first posted on:truetechbd.blogspot.com

 

my fb id: https://www.facebook.com/hridoy.khandakar1

Level 0

আমি হৃদয় খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

    @মাহমুদ কলি।: ধন্যবাদ।

আপনি কি ONLINE EXAM কথা বলছেন ?

    @নীলোৎপল বেদী: জি ভাই।ওডেস্ক এর অনলাইন এক্সাম।

ভাই খুব সুন্দর লিখেছেন আপনাকে ধন্যবাদ ।
ভাই আমি হালকা পাতলা কিছু কাজ জানি কিন্তু ওডেস্কে আমার কোন প্রফাইল নাই প্লিজ আমাকে একটি কমপ্লিট প্রফাইল করে দিবেন । আমার মেইল [email protected]
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম

    আপনার Mail address ভুল । আর আমাকে fACEBOOK mASSAGE যোগাযোগ করুণ।

Level New

Hridoy Bhai !! Apne kon kno exam-a top 10% er upore pass koriye dite parben ? Janabe please.

    @informer1: ভাই,আপনার কোন এক্সাম দেয়া প্রয়জন?
    স্পেলিং টেস্টস,অফিস word,excel,HTML,wordpress,css,SEO এই টাইপ এর টেস্ট গুলো দিতে অভ্যস্ত আমি।
    আর দয়া করে exam রিলেটেড কথা বলতে আমাকে ফেসবুক আ ম্যাসেজ দিন।

Level 0

like !

koto $ nen per exam

Level 0

bro amr ta kore dewa jabe……..