কেন বায়ার আপনাকে হায়ার করবে ! আপনার মাঝে বিশেষ কিছু আছে? শুধু মাত্র নতুনদের জন্য ! পার্ট ১

আমার আজকের এই টিউনটি নতুন ফ্রীলেন্সারদের জন্য করা । প্রথমেই আমি আপনাদের কে একটি কথা বলেছি তা হল কেন বায়ার আপনাকে হায়ার করবে ! আপনার মাঝে বিশেষ কিছু আছে? আমরা এখন অনেকেই আছি যে ফ্রীলেন্সার এর ফ্রী এর মানেও জানি না অথচ ফ্রীলেন্সার খাতায় নাম লিখেয়েছি । আমাদের প্রকৃত পক্ষে সবার আগে যা দরকার তাহলো দক্ষতা । এমন অনেকেই আছেন যারা কাজ পারে না অথচ নিজেকে  ফ্রীলেন্সার বলে দাবি করে ! এখন আপনি ভাবুন এইটা,  যে কাজ জানে না সেও কাজে অ্যাপ্লাই করছে আর আপনি কাজ জানেন আপনিও অ্যাপ্লাই করছেন ! সেও একজন নতুন  ফ্রীলেন্সার আর আপনিও একজন নতুন ফ্রীলেন্সার সেহেতু আপনি কাজ জানেন তাও আপনার মূল্য যা আর সে কাজ জানে না তারপর ও তার মূল্য একই সমান কারন আপনারা দুজনেই নতুন । এখন মুল কথা হল বায়ার কে বুজাবেন কি করে যে আপনি তার কাজের জন্য দক্ষ এবং আপনি তার কাজের মত কাজ আগেও করেছেন । এ জন্য আপনার হাতে দুইটা রাস্তা আছে ১. কভার লেটার ২. আপনার পোর্টফলিও ।

১. কভার লেটার

আপনি যখন কাজে অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার করা কাজ গুলুর উদাহারন দিয়ে দিবেন । আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে জব আ অ্যাপ্লাই করার সময় আপনার কাজের কিছু স্যাম্পল দিয়ে দিবেন । আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তাহলে আপনি যে সাইট গুলু ডিজাইন করেছেন সেই সাইট গুলুর ঠিকানা কভার লেটার এ দিয়ে দিবেন এতে বায়ার বুজবে যে আপনি আশলেই দক্ষ । আবার আপনি যদি একজন এসএইও গুরু হন তাহলে আপনি যে যে সাইট গুলুর এসএইও করেছেন সেই সাইট গুলুর ঠিকানা কভার লেটার আ দিয়ে দিবেন ।

আবার অনেক সময় বায়াররা তাদের জব Description এ বায়ার রা কিছু কথা লিখে দেয় , যেটা আপনাকে কভার লেটার এ দিয়ে দিতে বলে । জব এ অ্যাপ্লাই করার আগে এই জিনিস তা দেখে নিবেন ।

জব অ্যাপ্লাই করার সময় বায়ার আপনাকে যদি কোন প্রশ্ন করে থাকে তাহলে তার জবাব দেন ।

২. আপনার পোর্টফলিও

ওডেস্ক জব এ পাওয়ার ক্ষেত্রে যে বিষয় টি সব চেয়ে বেশি গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে তা হল আপনার পোর্টফলিও ।  পোর্টফলিও আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে সব চেয়ে বেশি ভুমিকা পালন করে । আপনার পোর্টফলিও দেখেই বায়ার বুজতে পারে আপনি কতটা দক্ষ । তাই যত তারাতাড়ি সম্ভব আপনার পোর্টফলিও আপডেট করার চেষ্টা করেন । আপনার পোর্টফলিও গুলু যত ভালো হবে , আপনার কাজ পাওয়ার সুযোগ তত বেশি ।

৩. টাইটেল এবং ওভারভিউ

আপনার কাজ পাওয়ার ক্ষেত্রেও ওভারভিউ ভুমিকা পালন করে । আপনার প্রোফাইল এর জন্য খুব সুন্দর একটি টাইটেল নির্বাচন করুণ আর আপনার প্রোফাইল এর জন্য খুব সুন্দর করে একটি ওভার ভিউ লিখুন ।

যেকোনো হেল্প এর জন্য আমাকে ফেসবুক আ নক করেন এখনই । আমার ফেসবুক প্রোফাইল এ যেতে এখানে ক্লিক করেন

আর দয়া করে আমাদের  ডিভাইন কোডার   এর পেজটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন পেজ এ যেতে এখানে ক্লিক করেন

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস