কেমন হয়, যদি ওডেস্ক সংক্রান্ত যে কোন সমস্যায় ফোনে বাংলায় হেল্প পাওয়া যায়!?!? যারা ওডেস্ক এর নিজস্ব বাংলা হেল্প লাইন নম্বর জানেন না তাদের জন্য!

কেমন আছেন সবাই? টিটি পরিবারকে জানাই শুভেচ্ছা এবং সালাম। অনেকেই অনেক সময় ওডেস্ক এর অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় পরেন, বিশেষ করে টাকা তোলার সময়। তাছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও ঝামেলা হতে পারে। তাই যদি এমন হত, বাংলালিঙ্ক, গ্রামিন এর মত ওডেস্ক এর বাংলাদেশি ফ্রীল্যান্সার কেয়ার নম্বর থাকত? তাহলে নতুনদের জন্য কতই না সুবিধা হত?

আজকে আপনাদের আমি ঠিক এই জিনিসটাই দিতে এসেছি।

আপনাদের জন্য সুখবর এই যে, ওডেস্ক এর ও বাংলাদেশি হেল্পলাইন নম্বর আছে যার মাধ্যমে আপনি সরাসরি বাংলাদেশি ওডেস্ক এজেন্টের সাথে কথা বলতে পারবেনে এবং যাবতীয় হেল্প পাবেন। তবে এটা ২৪ ঘণ্টা খোলা থাকে না, শুধু বিকেল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে এই নম্বর। বাকি সময় আমি ট্রাই করে দেখেছি, বন্ধ থাকে।  😎

ওডেস্ক এর নিজস্ব বাংলাদেশি হেল্পলাইন নম্বর- ০১৯৭৩৭২৭২৭৩ এবং ০১৯৭৩৭২৭২৭৪

যারা আগে জানতেন না তাদের জন্য এবার অ্যাকাউন্ট রিলেটেড যে কোন সমস্যায় সরাসরি ওডেস্ক এর হেল্প পাবেন।

আমি নিজে কথা বলেছি এবং এই নম্বরটিও আমি ওডেস্ক থেকেই পেয়েছি।

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।

Level 0

আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Eita “Hasan Tanvir” vai er number. uni ctg te thaken ar odesk er bangladeshi consultant. Skype id “odeskhassan”

জানতাম না। থাঙ্কস ফর শেয়ার। ওডেক্স এর এই লিঙ্কটা কি দিতে পারবেন?

    @রাজিব আহসান: ভাই আসলে এটা আপনি support.odesk.com এ গেলে দেখতে পাবেন শুধুমাত্র যদি তাদের লাইভ চ্যাট লাইন অফফ থাকে তখন। ধন্যবাদ ভাই।

আপনাদের কি কোন outsourching team that means odesk teamআছে?

আমি একবার প্রবলেমে পরে কল করেছিলাম । কথা রেকড করতে বলেছিল যে উনি পরে কল করবে সমস্যা সমাধান করার জন্য । কিন্তু আজো আর কল করেনাই ।