Odesk এ আমার ক্যারিয়ার শুরু

আমি মুলত টিভি দেখি না। অনেক দিন আগে টিভির ঘর থেকে একটা Advertise শুনেছিলাম জীবনে প্রথম কিছুর মজাই আলাদা। আমি সেদিন এর তাৎপর্যটা বুঝতে পারিনি। কিন্তু এখন আমি অনুভব করছি, জিবনে প্রথম কিছুর মজাই আলাদা। আমি আল শাহারিয়াত করিম একখান  বেকার পোলা। সারাদিন বাপের টাকার ইন্টারনেট আর কারেন্টবিল পুড়াই। এর জন্য অবশ্য আমাকে বেশ খাস বাংলা শুনতে হয়। তাই একদিন রাগ করে ইন্টারনেটে জবের জন্য একের পর এক সার্চ করতে থাকি। টেকটিউন্স এর সব কাজের পোষ্ট গুলা পড়লাম। একটা পোষ্টে কোটেশনে লেখা দেখলাম ” আসুন ফ্রিলান্সিং করি, দেশকে এগিয়ে নিয়ে যায়”। ঠিক কার কোটেশনে লেখা তা মনে নেই তবে তার গায়ে ফ্রিলান্সিং লেখা  একটা জামা আছে। আমার বেশ রাগ হল এই লোকটার উপর। আমি কাজ পাইনা আর ইনি বলছেন দেশ কে এগিয়ে নিতে। পারা যায় না। অনলাইনে নানা কাজের সাইট আছে আমি জানতাম। ওডেক্স এর  ব্যাপারে আরো ভালভাবে জানতাম কিন্তু আমার সমস্যা হল ওডেক্স এর পরীক্ষায় পাশ নিয়ে। তাই ওডেক্স  তেমন ঘাটা ঘাটা করি না। কিন্তু রাগ বলে একটা ব্যাপার আছে।  আমার বাবা আমার সাথে বসে ফেসবুক দেখেন। বাবার সাথে আমি খুব ফ্রী। এরকম বাবা যেন বাংলার সবার হয়। উনি আমাকে সারাক্ষণ সাপোর্ট করেন। তিনি কম্পিউটারের কিছুই বোঝেন না কিন্তু যেটা বোঝেন সেটা হল সহযোগিতা। উনি আমাকে বললেন বাবা প্রশ্নগুলো ভালভাবে মুখস্ত করে একবার পরীক্ষা দিতে। তার ওষুধ আমার বেশ কাজে লাগল। সুরু করলাম ওডেক্সের প্রশ্ন মুখস্ত করা। একদিন আয়োজন করে পরীক্ষা দিলাম। ব্যাস 8 টা পরীক্ষায় পাশ। এবার আমি আমার বাবার একটা ওডেক্স একাউন্ট করে দিলাম। উনি আমার আমার তার একাউন্টের ভার দিলেন। আমার একাউন্টের বয়স 5 দিন আমার বাবার টার 4 দিন। এবার শুরু করলাম বিড। প্রথমে আমি একটা বিড করলাম আর বাবর একাউন্ট দিয়ে দুইটা বিড করলাম। কারণ বাবার টা ভেরিফাইড,আমার টা না। আজ একাউন্ট চেক করাতে গিয়ে আমার চোখ তো কপালে। আমি 5৳ একটা জবের জন্য এপ্লাই করে ছিলাম। বায়ার আমাকে কাজটা দিয়েছে। ভালকথা এবার বাবার টা চেক করে করতে গিয়ে দেখী বাবার দুইটা কাজ ও ইন্টারভিউতে রয়েছে। একটা প্রায় পেয়ে যাব। এখন আমার ওপর কত চাপ । এক সপ্তাহে  তিন তিন টা কাজ সমাধান করতে হবে। সাব্বির ভাইয়ের ব্লগিং পোষ্ট পড়ে ব্লগ বানিয়ে এ্যাডসেন্স করেছিলাম। দু:খের বিষয় রাতে মেইল চেক করতে গিয়ে। দেখি গুগল আমার একাউন্ট Aprove করেছে । আমি বুঝতে পারছি না, যা হচ্ছে তার সবই ঠিক কিনা। সব কেমন গুলিয়ে যাচ্ছে। যা হোক পরিস্থিতি  যতই কঠিন হোক শক্ত হাতে সামাল দিতে হবে। এখন একটা হেল্প চাই। আমার বায়ার আমার কাছে 30 খানা 100 ওয়ার্ডের Fasion & Bauty এর পোষ্ট  চেয়েছে। আমি অনেক চাপের মধ্যে রয়েছি। চিন্তা করছি এক সময় আমি কাজ খুজতাম আর 4 দিনের মাথায় আমি কাজের চাপে নুইয়ে পড়ছি। যে ভাইয়ের অপর আমার রাগ হয়েছিল ওনাকে আমি আমার গুরু মানছি।

ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন। 30 খানা Article আমার একার পক্ষে লেখা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রতিটা Article মাত্র 100 Words এর। এখন অনুগ্রহ পূর্ব কেউ যদি দুই একটি পোষ্ট আমাকে দান করতেন, তবে আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকব।  ডলার বেশী না মাত্র 4.50। কিন্তু জীবনের প্রথম হিসাবে এটাই আমার কাছে অনেক।
কেউ যদি 100 ওয়ার্ডের ফ্যাশন ঁ বিউটি পোষ্ট পাঠাতে চান তাহলে আমার ইমেইলে পাঠাবেন। দয়া করে কপি করবেন না। তাহলে আমার ফিডব্যাক বা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।
পাঠানোর ঠিকানা: [email protected]
দয়া করে যে যা পারেন পাঠান। আমাকে ওডেক্স এ ভাল করার সুযোগ দেন।
পারলে আমার আজকে তৈরী ওয়ার্ডপ্রেসে যোগ দেন। এটাও এ্যাডসেন্স করব। এ্যাডমিন খুজছি। ইচ্ছা থাকলে জানাবেন। আমার ব্লগ http://www.freelancerinfo.tk
নতুন যারা আছেন তারা আমার পোষ্ট টা ফলো করেন।
অনেক ফল পারবন। অন্তত উৎসাহটুকু।

Level 0

আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাইক এবং কমেন্টস করেন। পারলে দুই তিনটি 100 ওয়ার্ডের Fashion & beauti post পাঠান। অনেক উপকার হবে।

Level 0

ami to pari na joti partam oboshoy ditam

আমার এ্যাডসেন্স এপ্রুভ হওয়া সাইটে সবাই ক্লিক করুন। http://www.itparkbd.tk

ভাইয়া তোমার আগ্রহ দেখে ভাল লাগলো । চেষ্টার মত চেষ্টা করলে সফলতা আসবেই । তবে আমি বলবো যে কাজটা তুমি ভাল পারো সে কাজটাই বিড কর । তোমার জন্য শুভ কামনা রইলো ।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য আমার উৎসাহ বেড়ে গেল।

Level 0

শুভ কামনা রইল।

আমি বুঝতে পারছি আমাকে আমাকে সহযোগিতা করার জন্য অনেক ভাইয়েরা রয়েছে। ধন্যবাদ আপনাদের। আপনারা নিজে ও জানেন না আপনাদের এই এটুকু কমেন্টস একজন ফ্রিলান্সারের জন্য কত বড় পাওয়া। আপনারা যদি আপনাদের Skype id আমাকে দেন তবে আমি ও আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারব।

ছোট ভাই কিছু মনে করোনা। এটা তোমার প্রথম স্টেপ। তুমি এখনও মার্কেটপ্লেসে কাজ করার মত ম্যচিউরড হউনি। কারনঃ

১। তুমি খুব কম রেটে তোমার ওডেস্ক ক্যারিয়ার শুরু করেছ যা পরবর্তীতে ভালো রেটের কাজ পেতে বাধার সৃষ্টি করবে। তাছাড়া বায়ার মনে করবে তোমার কোয়ালিটি খারাপ তাই কম রেটে কাজ করছ।

২। নিজে করতে পারবে না এরকম কাজ কখনো বিড করবা না। ছোট বাচ্চার মত বলেছ যে যা পারেন তাই দিয়ে হেল্প করেন। ফ্রিল্যান্সিং এ আরও প্রফেশনাল হতে হবে। কারো করুণা গ্রহন করবে না। নিজের যোগ্যতা দিয়ে কাজ করবে।

৩। গুগল অ্যাডসেন্সের যে ব্লগটা শেয়ার করছ সেইটাতে অ্যাডসেন্স টিকেইতে পারবা না। কারন অ্যাডসেন্স ব্লগ কখনো বাংলা কমিউনিটিতে শেয়ার করবা না।

৪। ফ্রিল্যান্সিং এতো সোজা না। নিজেকে আরো উন্নত করে গড়ে তোল।

https://www.facebook.com/groups/odeskhelp/ এই গ্রুপে আসো এবং দেখ ফ্রিল্যান্সিংটা কি?

ভালো থেক।

    @মাহমুদুল হাসান: যদিও ফ্রিল্যন্সিং সম্পর্কে তেমন কিছু বুঝিনা তবুও ছোট মুখে একটা বড়কথা বলি, আপনার কমেন্ট থেকে আমি নতুন কিছু শিখলাম। তবে টিউনার প্রথমে ছোট কাজে বিডকরে ভালোই করেছে। পরবতীতে এই জগতে যখন এক্সপাট হবে তখন নতুন আইডি খুলে বড় কাজে বিড করবে।

apnar adsense lagle call korte paren +8801827448449

ধন্যবাদ মাহামুদুল হাসান ভাই। আপনার কথা গুলো স্মরণ রাখব। জয়েন করলাম। ভাই আমি যে তিনটি কাজে বিড করেছি তিনটিই আমি পারব। কিন্তু সমস্যা হল আমার তিনটি কাজই একসাথে চালু হয়েছে। তাও আবার এক সপ্তাহের মধ্যে করতে হবে। তাই সমস্যা হচ্ছে। Otherwise আমি একাই সব সামল দিতে পারতাম।

Kajer Manush আমার খুব শিঘ্রই একটা এ্যাডসেন্স দরকার হবে। আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব।পারলে আমার সাইটের এডমিনের দায়িত্ব নিন।

Level 0

ভাইয়া আপনার টিউনের জন্য সর্বপ্রথম আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনাকে Congratulation জানাচ্ছি যে, আপনি প্রথম বারের মত কাজ পেয়েছেন Odesk এ। আমি ও কাজ করতে চাই। দয়া করে জানাবেন কি, আমি কি ভাবে আমার একাউন্ট 100 % করব?

tutul6610 ভাইয়া তোমাকে ধন্যবাদ।www.freelancerinfo.tk তুমি জয়েন করো। আমাদের site টি মুলত যারা কাজ করতে আগ্রহী তাদের information collect করছে। তুমি এখনই যোগ দাও।

আমি একজন নতুন ফ্রিলান্সার। ওডেস্কে কাজ করছি ২ মাস হলো। ইতিমধ্যে আমার একাউন্টে ৩০০ ডলার জমা হয়ে গেছে। কিন্তু আমার একাউন্ট এখনো ভেরিফাই করা হয়নি, কারন আমার কোন ভোটার আইডি কার্ড নাই। এখন টাকা তুলবো কি করে বুঝতে পারছি না। কারণ আমার কোন ব্যাংক একাউন্ট নেই। ব্যাংক একাউন্ট করতে গেলে ও ভোটার আইডি কার্ড লাগে। এদিকে আমার টাকাটা খুব তাড়াতাড়ি তুলতে হবে। আমি কি অন্য কারোর ব্যাংক একাউন্ট দিয়ে টাকা তুলতে পারবো? এর জন্য কতদিন সময় লাগতে পারে?

    আপনার ডলার বাইরে বিক্রী করতে পারেন। তাছাড়া আমার পাইওনিয়ার আছে। আপনি ইচ্ছা করলে আমার টা দিয়ে ও তুলতে পারেন।

হ্যাঁ ভাই এমনটাই হয় আর কি 😉

Level 0

FREELANCE জগতে এ কাজ পাওয়া সহজ কিন্তু কাজ করা কঠিন । ধন্যবাদ তোমাকে।

টিউনারকে অভিনন্দন ফ্রিল্যান্সিং জগতে,. তবে তোমার জীবন কাহিনী দেখছি আমার মতো। আমিও ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত হচ্ছি, প্রথমে SEO , তার পর গ্ররাফিক্স এর পাশাপাশি আরো অনেক কাজ শিখেই ফ্রিল্যান্সিং এ জয়েন করার ইচ্ছা আছে। আপাততো ফ্রিল্যান্সিংই আমার একমাত্র আশা ভরসা, কারণ পড়াশুনার পাশাপাশি তেমন কিছুই করিনা। তাই সময় পেলে নেটে এইসব নিয়েই ঘাটাঘাটি করি। তোমার জন্য শুভ কামনা রইলো। আপসুস তোমার বাবার মতো আমার বাবাও যদি ফ্রেন্ডলি হতো তাহলে হয়তো আজকে আরো অনেক এগিয়ে যেতাম।

আপনাকে অভিনন্দন ফ্রিল্যান্সিং জগতে,.