আমি মুলত টিভি দেখি না। অনেক দিন আগে টিভির ঘর থেকে একটা Advertise শুনেছিলাম জীবনে প্রথম কিছুর মজাই আলাদা। আমি সেদিন এর তাৎপর্যটা বুঝতে পারিনি। কিন্তু এখন আমি অনুভব করছি, জিবনে প্রথম কিছুর মজাই আলাদা। আমি আল শাহারিয়াত করিম একখান বেকার পোলা। সারাদিন বাপের টাকার ইন্টারনেট আর কারেন্টবিল পুড়াই। এর জন্য অবশ্য আমাকে বেশ খাস বাংলা শুনতে হয়। তাই একদিন রাগ করে ইন্টারনেটে জবের জন্য একের পর এক সার্চ করতে থাকি। টেকটিউন্স এর সব কাজের পোষ্ট গুলা পড়লাম। একটা পোষ্টে কোটেশনে লেখা দেখলাম ” আসুন ফ্রিলান্সিং করি, দেশকে এগিয়ে নিয়ে যায়”। ঠিক কার কোটেশনে লেখা তা মনে নেই তবে তার গায়ে ফ্রিলান্সিং লেখা একটা জামা আছে। আমার বেশ রাগ হল এই লোকটার উপর। আমি কাজ পাইনা আর ইনি বলছেন দেশ কে এগিয়ে নিতে। পারা যায় না। অনলাইনে নানা কাজের সাইট আছে আমি জানতাম। ওডেক্স এর ব্যাপারে আরো ভালভাবে জানতাম কিন্তু আমার সমস্যা হল ওডেক্স এর পরীক্ষায় পাশ নিয়ে। তাই ওডেক্স তেমন ঘাটা ঘাটা করি না। কিন্তু রাগ বলে একটা ব্যাপার আছে। আমার বাবা আমার সাথে বসে ফেসবুক দেখেন। বাবার সাথে আমি খুব ফ্রী। এরকম বাবা যেন বাংলার সবার হয়। উনি আমাকে সারাক্ষণ সাপোর্ট করেন। তিনি কম্পিউটারের কিছুই বোঝেন না কিন্তু যেটা বোঝেন সেটা হল সহযোগিতা। উনি আমাকে বললেন বাবা প্রশ্নগুলো ভালভাবে মুখস্ত করে একবার পরীক্ষা দিতে। তার ওষুধ আমার বেশ কাজে লাগল। সুরু করলাম ওডেক্সের প্রশ্ন মুখস্ত করা। একদিন আয়োজন করে পরীক্ষা দিলাম। ব্যাস 8 টা পরীক্ষায় পাশ। এবার আমি আমার বাবার একটা ওডেক্স একাউন্ট করে দিলাম। উনি আমার আমার তার একাউন্টের ভার দিলেন। আমার একাউন্টের বয়স 5 দিন আমার বাবার টার 4 দিন। এবার শুরু করলাম বিড। প্রথমে আমি একটা বিড করলাম আর বাবর একাউন্ট দিয়ে দুইটা বিড করলাম। কারণ বাবার টা ভেরিফাইড,আমার টা না। আজ একাউন্ট চেক করাতে গিয়ে আমার চোখ তো কপালে। আমি 5৳ একটা জবের জন্য এপ্লাই করে ছিলাম। বায়ার আমাকে কাজটা দিয়েছে। ভালকথা এবার বাবার টা চেক করে করতে গিয়ে দেখী বাবার দুইটা কাজ ও ইন্টারভিউতে রয়েছে। একটা প্রায় পেয়ে যাব। এখন আমার ওপর কত চাপ । এক সপ্তাহে তিন তিন টা কাজ সমাধান করতে হবে। সাব্বির ভাইয়ের ব্লগিং পোষ্ট পড়ে ব্লগ বানিয়ে এ্যাডসেন্স করেছিলাম। দু:খের বিষয় রাতে মেইল চেক করতে গিয়ে। দেখি গুগল আমার একাউন্ট Aprove করেছে । আমি বুঝতে পারছি না, যা হচ্ছে তার সবই ঠিক কিনা। সব কেমন গুলিয়ে যাচ্ছে। যা হোক পরিস্থিতি যতই কঠিন হোক শক্ত হাতে সামাল দিতে হবে। এখন একটা হেল্প চাই। আমার বায়ার আমার কাছে 30 খানা 100 ওয়ার্ডের Fasion & Bauty এর পোষ্ট চেয়েছে। আমি অনেক চাপের মধ্যে রয়েছি। চিন্তা করছি এক সময় আমি কাজ খুজতাম আর 4 দিনের মাথায় আমি কাজের চাপে নুইয়ে পড়ছি। যে ভাইয়ের অপর আমার রাগ হয়েছিল ওনাকে আমি আমার গুরু মানছি।
ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন। 30 খানা Article আমার একার পক্ষে লেখা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রতিটা Article মাত্র 100 Words এর। এখন অনুগ্রহ পূর্ব কেউ যদি দুই একটি পোষ্ট আমাকে দান করতেন, তবে আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকব। ডলার বেশী না মাত্র 4.50। কিন্তু জীবনের প্রথম হিসাবে এটাই আমার কাছে অনেক।
কেউ যদি 100 ওয়ার্ডের ফ্যাশন ঁ বিউটি পোষ্ট পাঠাতে চান তাহলে আমার ইমেইলে পাঠাবেন। দয়া করে কপি করবেন না। তাহলে আমার ফিডব্যাক বা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।
পাঠানোর ঠিকানা: [email protected]
দয়া করে যে যা পারেন পাঠান। আমাকে ওডেক্স এ ভাল করার সুযোগ দেন।
পারলে আমার আজকে তৈরী ওয়ার্ডপ্রেসে যোগ দেন। এটাও এ্যাডসেন্স করব। এ্যাডমিন খুজছি। ইচ্ছা থাকলে জানাবেন। আমার ব্লগ http://www.freelancerinfo.tk
নতুন যারা আছেন তারা আমার পোষ্ট টা ফলো করেন।
অনেক ফল পারবন। অন্তত উৎসাহটুকু।
আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লাইক এবং কমেন্টস করেন। পারলে দুই তিনটি 100 ওয়ার্ডের Fashion & beauti post পাঠান। অনেক উপকার হবে।