oDesk এর নিয়ম-কানুন যে এত কট্টর, তা আগে জানা ছিল না । গত লেখায় বলেছিলাম, verification এর জন্য কোন পীর-ফকির এর কাছে যেতে হবে না । নিজে নিজে ঘরে বসেই verification করা যাবে । সব ক্ষমতা নিজের হাতে।
কিন্তু আমি যে পরিমান pain খাইসি, তাতে আমার নিজেরও পীর-ফকিরের কাছে যেতে ইচ্ছা করছিলো । খোদার অশেষ রহমতে শেষ পর্যন্ত আর পীর-ফকির এর কাছে যেতে হইনি। তবে দুজন সঠিক পীর (মহিলা) এর দেখা পেয়েছি । এরা বাংলাদেশের কোন ভণ্ড পীর নয় । তারা হচ্ছেন Madam Amy ও Madam Gargen, উনারা oDesk এর নিবেদিত প্রাণ customer service member । উনাদের সঠিক দিক নির্দেশনাতেই আমার account টি সফল ভাবে উদ্ধার করতে পেরেছি ।
Our facebook group: http://www.facebook.com/groups/Chittagongfreelancerclub/
যারা এখনও অ্যাকাউন্ট verification এর জন্য “live chat” এ দিন রাত সংগ্রাম করে যাচ্ছেন, তাদের কে বলছি “live chat” এ কোন ভাল সমাধান পাবেন না । “live chat” এ অযোগ্য-আকাইম্মা কিছু মানুষ বসে আছে । যাদের ক্ষমতা খুবই সীমিত । আপনার সব problem এর সমাধান শুধু “ticket” এই পাবেন । আমার ডকুমেন্ট গুলো ৪ বার reject করে দেয়া হয়েছিলো । আমি বুঝতে পারছিলাম না, আমার ডকুমেন্ট এর কোথায় ভুল ছিল । আর ভুলটাই যদি বুঝতে না পারি, তাহলে ডকুমেন্ট গুলো এডিট করে নতুন করে submit করার কোন পথ খুজে পাচ্ছিলাম না। যত বার submit করি ততবারয় reject হএ যাচ্ছে। আমি কয়েক শত বার লাইভ চ্যাট করেছিলাম । কিন্তু কোন ফল পাইনি । তবে শেষে Gargen নামের একজনের সাথে চ্যাট হয়, উনি আমার “ticket” টা id verification team এর কাছে হস্তান্তর করে দেন । এখানেই পাইয়া যাই, আমার জীবন এ পাওয়া মাদার তেরেসা madam Amy ।
Amy odesk এর higher outhority team ar একজন member । উনিই আমার ডকুমেন্ট এর ভুল গুলো ধরিএ দিয়েছিলেন । ঊনার কথামত আমি ডকুমেন্ট গুলো এডিট করে re-submit করি এবং উনিই আমার অ্যাকাউন্ট টা খুলে দেন ।
এতক্ষণ অনেক আজে বাজে বকবক করলাম । এবার আসল কথাই আসি । আমার যে ভুল গুলো হয়েছিলো, তা যেন আপনাদের না হয় । নিচের লেখাগুলো অনুসারে আপনি ডকুমেন্ট submit করলে অবশ্যয় আপনার id verified হবে ।
আপনিও হওন ব্লগ রাইটারঃ ourtipsntricks.blogspot.com
স্টেপঃ ১
Id verification এর প্রথম ধাপে ID card অথবা Passport অথবা Driving license এর scan copy জমা দিতে হবে । যদি আইডি কার্ড জমা দেন তাহলে , আইডি কার্ড এর উভই দিক একটা পেজ এ ফটোশপ দিয়া জোড়া লাগিএ দিতে হবে । খেয়াল রাখবেন আপনার আইডি কার্ড এর নাম, জরমতারিখ, ছবি, আইডি নাম্বার যেন odesk profile এবং verification এর সমই যে ফর্ম পুরন করতে হয় তার সাথে হুবুহু মিলে যাই । সামান্য পরিমান বেশ-কম যেন না হয় । সবচায়তে গুরুত্বপূর্ণ বেপারটি হচ্ছে, আপনার scan copy তে যেন আইডি কার্ড এর চার টা কোনা পরিষ্কার ভাবে বুঝা যায় । picture resulation যেন খুব ভাল হয় । আপনার নাম ও ছবি যেন ক্লিয়ার ভাবে দেখা যাই । এ বেপার গুলো ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রেও প্রযোজ্য ।
আর নতুন ডিজিটাল পাসপোর্ট এর ক্ষেত্রে নাম ও ছবি যে পেজ এ আছে সে পেজ টি দিলে হবে । পুরাতন পাসপোর্ট এর ক্ষেত্রে প্রথম ৪-৬ টা পেজ সব গুলো scan করে ফটোশপ দিএ একসাথে করে জমা দিবেন । তবে খেয়াল রাখবেন পেজ গুলোর চারটি কোনা যাতে ভালো ভাবে scan হয় । কনভাবেই যেন কোনা অথবা সাইড গুলো কাটা পরে না যায় ।
আপনিও হওন ব্লগ রাইটারঃ ourtipsntricks.blogspot.com
স্টেপঃ২
দ্বিতীয় ধাপে আপনাকে address এর প্রুফ জমা দিতে হবে । এই জন্য bank statement / Electric bill /municipalty bill / any utility bill এর কাগজের scan copy জমা দিতে হবে । মনে রাখবেন, এমন ধরনের ডকুমেন্ট জমা দিবেন যেখানে আপনার নাম ও এড্রেস পরিস্কার ভাবে লেখা আছে । ডকুমেন্ট এর এড্রেস এর সাথে যেন odesk profile এবং verification এর সমই যে ফর্ম পুরন করতে হয় তার সাথে হুবুহু মিলে যাই । সামান্য পরিমান বেশ-কম যেন না হয় । চেষ্টা করবেন এড্রেস যেন ৬০ character এর বেশি না হয় ।
এই ধাপের জন্য সবচেয়ে efficient হচ্ছে bank statement । আজকাল প্রাইভেট ব্যাংক গুলতে ৫০০ টাকা দিয়া অ্যাকাউন্ট খুলে statement যায় । তবে খেয়াল রাখবেন statement ব্যাংক এর pad এ হয় । আর আপনার নাম ও অ্যাড্রেস যেন পরিষ্কার ভাবে লেখা থাকে । আর scan copy টা যেন ভালভাবে scan হয় । এক চুল পরিমান যেন কাটা না পরে যায় । প্রত্যেক টা সাইড যেন ক্লিয়ার ভাবে scan হয় ।
উপরের ধাপ গুলো অনুসরণ করে যদি ডকুমেন্ট জমা দেন, তাহলে আমি ১০০% sure আপনার অ্যাকাউন্ট verified হবেই ।
আর অ্যাকাউন্ট verified হওয়ার পর ticket message পাঠান, যাতে আপনার আইডি resume করে দেয় .
আপনিও হওন ব্লগ রাইটারঃ ourtipsntricks.blogspot.com
If you have any question Please ask in our group: http://www.facebook.com/groups/Chittagongfreelancerclub/
আমি Biborno Prithibi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai scan copy er format ki hoi ? Mane jpeg naki ?