কিভাবে Elance থেকে কাজ পাবেন : কিছু টিপস..

বিভিন্ন স্কিলে এক্সপার্টদের ELance- কাজ পাওয়া মোটেই কঠিন কিছু নয় আমি নিজেও প্রথম বিডেই কাজ পেয়েছিলাম। তাই কোন একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার আগে ELanceনিয়ে অযথা চিন্তা বাদ দিন, নইলে সময় নষ্ট হবে! Proposal জমা দেয়ার আগে দেখে নিন আপনি ক্লায়েন্টের Requirement পূরণ করতে পারবেন কিনা। সংশ্লিষ্ট স্কিল গুলোতে টেস্ট দিয়ে না থাকলে আগে দিয়ে দিন তারপর Proposal জমা দিন। 

যারা একেবার Freelance জগতে নতুন তারা এই গ্রুপে আসতে পারেন - http://www.facebook.com/groups/newfreelancerhelp

আরেকটি - http://www.facebook.com/groups/worldofwriter/

নিচে কিছু টিপস/পরামশ দেয়া আছে যেটা অনেক গবেষনার ফলঃ

১। প্রথমেই দেখে নিন ক্লায়েন্ট Proposal এর শুরুতে কোনকিছু লিখতে বলেছে কিনা। যেমনঃ
Please mention “WordPress Expert” top of your application to avoid being spammed.
এক্ষেত্রে আপনাকে অবশ্যই “WordPress Expert” কথাটি Proposal এর শুরুতে লিখতে হবে, নইলে ক্লায়েন্ট আপনার Proposal এর কোন কিছু না পড়েই আপানাকে অযোগ্য ঘোষণা করবে এবং আপনি আপনার মহামূল্যবান একটি কানেক্ট হারাবেন একমাসের জন্য

২। এরপর দেখুন ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, না থাকলে তার ইউজারনেমের দিকে তাকান।
) ইউজারনেম থেকে তার নামের কিছু আভাস পেলে লিখুন Dear/Hi Username,
) ইউজারনেম থেকে তার নামের আভাস না পেলে লিখুন Dear Sir /Hiring Manage,
৩। ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড থাকলে দেখুন এর আগে সে কোন এবং আগে কোনও কাজ করিয়েছে কিনা। কাজ করিয়ে থাকলে তার অন্য কাজের ফিডব্যাকগুলো দেখুন এবং সেগুলো থেকে তার নাম খুঁজে পাবেন, অনেক সময় অন্য কনট্রাক্টররা ক্লায়েন্টের নাম উল্লেখ করে থাকে তাদের দেয়া ফিডব্যাকে। নাম খুঁজে পেলে Dear/Hi এর পর তার নামের প্রথম অংশ লিখুন। নাম খুঁজে না পেলে উপরের নং পন্থা অবলম্বন করুন
৪। অনেক সময় আপনি আপনার Proposal  কি লিখবেন তা খুঁজে পাবেন Job Description-! কায়েন্ট কি চায় তা বোঝুন আগে, তার চাওয়ার মধ্যে অনেক প্রশ্ন করার অপশন পাবেন। আপনি আপনার বুদ্ধি দিয়ে তাকে তার Project সম্মন্ধে প্রশ্ন করুন এক বা একাধিক। যেমনঃ কায়েন্ট যদি Job Description  বলে সে একটি ওয়েবসাইট চায়WordPress প্লাটফর্মে এবং তার আরোও লেখা থাকবে অবশ্যই আপনি নিচের মত কিছু প্রশ্ন করতে পারেন

1.  Have you selected your theme or I have to built it from scratch (from PSD)

2.  Do you have any list of website to follow, if any then please mention that & let me know what kind of features from it you need on your site?

3.  Do you need the site fully optimized for On Page SEO?

এই রকম কাজের জন্য এই প্রশ্নগুলো করলেই ক্লায়েন্ট বোঝবে আপনি তার কাজের জন্য উপযুক্ত এবং আপনার যথেষ্ট জ্ঞান আছে এই বিষয়ে যেহেতু আপনি প্রশ্ন করতে জানেন। যারা WordPress Expert তারা অবশ্যই বুঝবেন একটি WordPress ওয়েবসাইটের জন্য থিম সিলেকশন কতটুকু প্রয়োজন

) উপরের অংশগুলো মিলিয়ে আপনার Proposal মোটামোটি তৈরি হয়ে যাবে, সবগুলো মিলালে এমন হয়
“Words if the client want”
Dear Sir/Name,
I have some questions to you please answer those questions so that I can understand you full requirement.
Your questions to client here.
) তারপর আপনার সম্মন্ধে কিছু লিখুন, আপনি কেন এই কাজ করতে পারবেন, আপনি যদি এর আগে আই রকম কাজ করে থাকেন তাহলে তার লিঙ্ক দিয়ে দিতে পারেন
) আপনি অন্য মাকের্টপ্লেসে কাজ করে থাকেলে এবং Elance  নতুন হলে ওই মাকের্টপ্লেসের প্রোফাইল লিঙ্ক অবশ্যই দিয়ে দিবেন। একথা বলছি কারন ইদানিং oDesk এবং Freelancerএর এক্সপার্টরা Elance  যোগ দিচ্ছেন যেহেতু Elance  প্রতিযোগিতাটা অন্য মাকের্টপ্লেস থেকে কম এবং কাজের মূল্যও বেশি
) অযথা বার বার স্যার/ম্যাডাম ডেকে নিজেকে আনকোরা হিসেবে উপস্থাপন করবেন না। ভদ্রতার খাতিরে একবারই যথেষ্ট। কাকুতি মিনতি করে লাভ নেই, যত সংক্ষেপে গুছিয়ে লেখা যায় তার চেষ্টা করুন। লেখার সময় বানান গুলো ঠিক হচ্ছে কিনা ভালো করে খেয়াল করুন

) অনেক ক্লায়েন্ট আবার একটি নিদিষ্ট সময়ে আপনাকে কাজ করতে বলবে তাই আপনি যদি রাজি হন তাহলে Proposal  বলুন আপনি বাংলাদেশ থেকে হলেও US/UK/Client’s Time এর সাথে মানিয়ে নিতে পারবেন এবং আপনি একদিনের জন্যেও ওই সময়ে অনুপস্থিত থাকবেন না। Data Entry, Virtual Assistant কাজের ক্ষেত্রে এমন হতে দেখা যায়। অবশেষে Regards/Thanks লিখে নিচের লাইনে আপনার নামের প্রথম অংশ লিখে দিন

১০) এবার আপনি অন্য কনট্রাক্টরদের বিডকৃ মুল্যের দিকে এবং ক্লায়েন্টের বাজেটের দিকে তাকান, আপনার থেকে স্কিলড এবং অভিজ্ঞ কেউ বিড করে থাকলে তাদের  থেকে যথা সম্ভব কমে বিড করুন এবং ক্লায়েন্টকেও  বলে দিন যেহেতু আপনি Elance  নতুন তাই এই মূহুর্তে আপনি কম রেটে কাজ করবেন এবং কাজ পাওয়াটাই আপনার কাছে মূখ্য বিষয়। অন্য বিডকারিদের প্রোফাইল লিঙ্ক এবং গড়, সব্বোচ্চ সবনিম্ন বিডকৃত অর্থের পরিমান দেখতে পাবেন Job Description এর একবারে শেষে নিচের ছবির মত

১১) Hourly কাজের ক্ষেত্রে আপনি কত ঘ্ন্টায় কাজটি করতে পারবেন টা দিতে হবে।Ongoing Job এর ক্ষেত্রে ক্লায়েন্টের দেয়া Duration যা পাবেন তা বসিয়ে দিন। এটি পাবেনJob Description শুরুর পূর্বেই Job Title এর ঠিক পরে।

১২) ক্লায়েন্ট তার বাজেট সম্মন্ধে Not Sure থাকলে এবং আপনি বিষয়ে  কিছু না বোঝলেWill Submit Amount Later চেকবক্সে চেক করতে পারেন সে ক্ষেত্রে আপনি Proposalতার বাজেটটি জানানোর জন্য প্রশ্ন করেতে পারেন

১৩) অনেক কায়েন্টই Elance এ নতুন দের তাদের জবে Proposal দেয়ার জন্য আমন্ত্রন জানায়, সে ক্ষেত্রে আপনি একটি অতিরিক্ত লাইনে যোগ করুন Proposal এর শুরুতেই“Thank you for inviting me to your job!”.

যারা একেবার জগতে নতুন তারা এই গ্রুপে আসতে পারেন - http://www.facebook.com/groups/newfreelancerhelp

আরেকটি - http://www.facebook.com/groups/worldofwriter/

For expert -http://www.facebook.com/groups/SEMGroupBD/

Special courtesy- Mr. Mrinal and Freelancerstory and also techtune

Level 0

আমি MD MOSTAFIZUR RAHMAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank u so much for such a helpful tune

ভাল লাগলো। অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে