“oDesk এর উপর শনির আছর”

গতকাল থেকে oDesk এ  বাংলাদেশি ফ্রীলেঞ্ছারদের account গনহারে বন্ধ করে দেয়া হচ্ছে । যাদের account গুলো এখন পর্যন্ত ভেরফিকেশান করা হই নি, শুধুমাত্র তাদের বেলায় এই অঘটন ঘটছে । অনেকে হইত নতুন কাজ পেয়েছেন অথবা একটা দুটা কাজ করছেন তাদের কাজ গুলো এখন আর করা যাচ্ছে না ।আর যাদের ইন্টার্ভিউ চলছিলো, তাদের ইন্টার্ভিউ গুলো বন্ধ করে দেয়া হয়েছে । তাই বলা যাই, বাংলাদেশী ফ্রীলাঞ্চারদের মাথাই রীতিমত আকাশ ভেঙ্গে পরেছে । অনেক মেয়ে ফ্রীলাঞ্ছারদের দেখলাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে । ছেলেরা মানসিক ভাবে মোটামুটি শক্ত থাকলেও, তবে ইতিমধ্যে বড় ভাই, IT এক্সপার্ট , পীর ফকির এর বাড়িতে ছোটাছুটি শুরু করেছেন । সবার একটাই চিন্তা কিভাবে এই “শনির আছর” থেকে মুক্ত হওয়া যাই ????

জানুন, লিখুন এবং শেয়ার করুনঃ ourtipsntricks.blogspot.com

সবার সুবিধারতে যানিয়ে রাখি, এই শনির আছর কে বৃহস্পতি করার উপাই শুদুমাত্র আপনার হাতে । কোন পীর ফকির এর উপদেশ/তাবিয/পানি পরা কোন কিছুই দরকার নেই । oDesk এর customer careএর সাথে যোগাযোগ করে জানা গেছে যে, তারা একটা জরিপ করার উদ্দেশে এই কু কাজ টি করছে । কিছুদিন ধরে, oDesk এ ভুয়া ফ্রীলাঞ্চার এর হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়াছিল । ফলে buyer দের রিয়েল ফ্রীলাঞ্ছার খুজে পেতে অনেক দুরভগ পোহাতে হতো । যদিও ভুয়া buyer সংখ্যাও কম নয় । তাই যাদের আইডি এখনও বাতিল হই নি অথবা হএ গেছে তারা সকেলেই আইডি ভেরিফিকেশান করে ফেলুন ।

জানুন, লিখুন এবং শেয়ার করুনঃ ourtipsntricks.blogspot.com

আইডি ভেরিফিকেশান আর জন্য সবচেয়ে গুরুত্তপুরন যে জিনিশটি, তা হচ্ছে ব্যাংক statement. তবে ব্যাংক statement ব্যাংক এর সাধারন statement হলে হবে না । statement টি অবশ্যই ব্যাংক এ প্যাডে এবং ব্যাংক এর কালার লোগো যুক্ত হতে হবে । এই ধরনের statement সাধারনত ব্যাংক থেকে দিতে চাইবে না । আপনাকে একটি আবেদনপত্র এবং তার সাথে কয়েকটি ঝাঁরী দিতে হবে ব্যাংক অফিসার কে । তানাহলে সহেজে কালার statement বের করতে পারবেন না । ব্যাংক আপনাকে সাদেকালো নরমাল statement হাতে ধরিএ বিদায় করে দিবে । So be careful. এছারা আপনার ভোটার আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট যদি থাকে তা হাথের কাছেই রাখবেন । যদি প্রয়োজন হয় তাহলে সাবমিট করে দিবেন । তবে সবার ক্ষেত্রে এগুলা লাগছে না, শুধুমাত্র statement দিয়ে কাজ হএ যাচ্ছে ।

অতএব আর দেরি না করে, এখনই ব্যাংক এ চলে যান এবং অতি দ্রুত ভেরিফিকেশান করে ফেলুন । একবার ভেরফিকেশান হএ গেলে এরপর নাকে তেল দিয়া Bid করতে থাকুন । এবার আর কাজ পায়তে কষ্ট হবে না, কারন ভুয়া প্রোফাইল সব এই সুজুগে বাদ পরে যাবে এবং কাজ আর competition আগের চেয়ে অনেক কমে যাবে ।

জানুন, লিখুন এবং শেয়ার করুনঃ ourtipsntricks.blogspot.com

My Facebook Group: http://www.facebook.com/groups/Chittagongfreelancerclub/

Wish You Good Luck.

Level 0

আমি Biborno Prithibi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 5

আমি Odesk এ নতুন প্রায় ৫ তি কাজ করেছি তবে এখনও withdraw দেইনি। আমার তো কোন problem হচ্ছেনা । তবে কেন জানি ভয় হচ্ছে 🙁

Level 0

আমি নতুন ভোটার হয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ভোটার আইডি কার্ড পাই নি। কি করতে পারি এখন??? তাহলে কি আমার Odesk আইডি বন্ধ করে দেবে???? কেউ হেল্প করেন প্লিজ……………… কি করবো আমি????

সবার ক্ষেত্রে ভোটার আইডি লাগছে না। শুধুমাত্র ব্যাংক রশিদ দিয়া কাজ হএ যাচ্ছে । @Porag

যারা এখনও ভেরিফিকেশান করেনি তারা অতিদ্রুত করে ফেলুন। যদি সাস্পেন্দ নোটিশ চলে আসে তাহলে রানিং কাজ গুলো আর করতে পারবেন না। তাই নোটিশ আশার আগেই করে ফেলুন । এটা আ জীবনের জন্য কাজ এ লাগবেীব@Tanvir

Level 5

running kuno kaj nei amr..plus ami akhono bank account e khulini 🙁

ভাই যারা odesk এ সত্যি এ কাজ করতে চান বা করছেন। তারা ভয় পাবেন না। odesk ভুয়া ফ্রীলাঞ্চেরদের বাদ দেয়ার জন্য আমন করেছে। আপনারা নিচ্চিন্তে থাকুন। যারা আইডি ভেরিফাই করেন নাই। করে ফেলুন।

jara bank account khulen ni tara bank account khule Id verified kore rakhun..jate pore kono problem na hoi….@tanvir

Khaled apnar sathe ami akmot…thanks@khaled

statement ki jekono brunch theke nea jabe naki je jei brunch theke korse sei brunch theke nite hobe
NB: amr a/c mirjapur brunch but now i m in Dhaka. Have no national id. done one transaction already.

statement onno branch theke nea jabe na, je branch a account khola hoache shudumatro sei branch ai dibe…@আমি তপু

Level 0

ভাই প্রথমে ধন্যবাদ সেয়ার করার জন্য । আমি দুইটা কাজ করছি SEO এর টাকা তুলি নাই কিন্তু আমার প্রোফাইল withdraw তে dutch bangla bank এর একাউন্ট add করা আছে আমি মনে হয় নিরাপদ। জানালে ভাল হত

    @md-mahbub: jotokhon porjonto apnar account verified na hocce, totokhon porjjonto apni nirapod na…jehetu apni akhono suspension notice pan ni, tahole du akdiner moddhe bank theke statement nia ashe account ta veriied kore rekhe din….arpor r kono chinta nei

Level 0

আমি odesk এ নতুন কিন্তু আমার ব্যাংক একাউন্ট নাই তাই ব্যাংক statement বুঝিনা অনুগ্রহ করে বিস্তারিত বললে খুশি হব। ধন্যবাদ

    @nosrabd: bank statement hocce apnar bank ar hishab nikasher akta document…ete apnar debit credit gulo date onujaii dea thake.

      Level 0

      Biborno Prithibi আপনাকে অনেক ধন্যবাদ বুঝিয়ে দেয়ার জন্য ।

Amar kono chinta nai, ami verified korci.

Level 0

আমার মত যারা নতুন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই,তারা কিভাবে ভেরিফাই করবে?

    @রনি: 500 taka dia jekono bank a akta saving account khule felun, arpor bank statement dia verify kore felun.

Level 0

vai, amar ID ta suspend hoyece. Ekhon ki kore resume korbo ? please help me !!!!!!!!!!!!

Level 0

তাতে কি ID resume করে দেবে ?

Level 0

ID verification অডেস্ক এর একটা চাল ঃ ID verification করার পরে ১ দিনের জন্য ID খুলে দেয় ঃ পরের দিন আবার suspended করে আর বলে ” We are writing to let you know that your account has been found to be tied to another account marked for abuse.

To preserve oDesk’s high standard of security, your account has been suspended. As per oDesk policy, you will no longer be able to work on oDesk and any account opened in the future will also be suspended.

If you believe this to be an error on our part, please reply directly to this email.

Thank you,

The oDesk Trust & Safety Team “

    @ahsanarif: apni ki ai beparta sure….apnar kotha jodi thik hoi tahole odesk kaj kora khub risk ar hoa jabe.