Odesk টিম-ওয়াইজ গ্রুপ আর্নিং র্সোস (পর্ব-১)

প্রিয় টেটি বৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমানে আয়ের জনপ্রিয় সাইট হচ্ছে odesk. আপনি ওডেস্কে থেকে বিডের মাধ্যমে কাজ নিয়ে অনেক আয় করতে পারবেন। আর  এ জন্যে আপনাকে কিছু না কিছু কাজ জানতে হয় বা হবে। আপনারা হয়ত অনেকে জানেন , আবার হয়ত অনেকে জানেন না, ওডেস্ক থেকে আপনি এফিলিয়েটির মাধ্যমে আপনি িঅতিরক্ত আয় করতে  পারবেন।

**আপনি প্রতি affiliate contractor এর জন্যে পাবেন $0.50 এবং তাকে অবশ্যই কাজের জন্যে বিড করতে হবে।

** আপনি প্রতি affiliate  বায়ারের জন্যে পাবেন $50 এবং এই জন্যে তাকে তার ক্রেডিট কার্ড ভেরিফাই করতে হবে।

আপনি কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেয়া আছে।
Joining process of oDesk affiliate program:

1.      Click on the oDesk affiliate program তারপর হলুদ রং দ্বারা  অনুযায়ী..
2.      তারপর ক্লিক করুন Become an Affiliate
 3.      ভাষা নির্বাচন করুন...
4.      ক্লিক একসেপ্ট...
5.      পূরন করুন আপনার সব তথ্য...
6.    আপনার সঠিক তথ্যগুলা দেন...
7.      Commission Junction আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবে আপনার মেইলে
 8.  এফিলিয়েটের জন্যে odesk সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেবে।
9.   HTML code আপনার ব্লগে বা সাইটে বসান।
10.  Finally আপনার withdraw সিলেক্ট করুন।
 HTML link < a href="your link">oDesk</a> এভাবে আপনি যে কাউকে লিংক পাঠাতে পারবেন।
Payment method: আপনি সরাসরি টাকা উত্তলন করতে পারবেন by cheque or direct deposit in your Bank.

লিখাটি একসাথে এই ব্লগে প্রকাশ করা হল

ব্লগে যাওয়ার জন্যে এখানে ক্লিক করুন আপনি এই ব্লগে আরও আপডেট জানতে পারবেন|

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dekhi kaj hoy kina

Level 0

ভাই এতে লাভ কি হবে আরেক টু বুঝিয়ে বলেন

Level 0

খুব ভাল লাগলো । ভাইয়া আমি আমার অ্যাফিলিেয়ট এর অ্যাড গুলু কি আমার সাইট ছাড়া অন্য কোথায়ও ব্যাবহার করতে পারব? জানাবেন প্লিজ ।

Level 0

ai system Bangladesh support kore na.

Level New

আমি odesk সম্পর্কে জানতে চাই । আপনার ইমেইল id দিবেন প্লিজ।faebook id দিলে ভালো হতো।