oDesk এর টেস্টপ্রশ্নের উত্তর থেকে সাবধান!!!

oDesk এর টেস্টপ্রশ্নের উত্তর প্রকাশ করা হচ্ছে বিরাট আনন্দের সাথে। কিন্ত আমরা না যেনেই সেই উত্তর পেয়ে ধন্যবাদ দিয়ে যার কাছে নিজেদের ঋণী করছি তিনিই যে কত বড় সর্বনাশা কাজ করছেন সেইটা তিনি নিজেও জানছেননা আর সেটা আমরাও জানছিনা ।

Quality is more important then quantity. আমরা যদি সেই সকল টেস্টের উত্তরে oDesk এর একটি টেস্টেও কৃতিত্তের সাথে উত্তীর্ণ হই তবুও আমর এটা ভাবার কোন কারণ নেই যে এভাবে oDesk Free Skill Test পাশ করে আমরা হয়ে যাব সফল ফ্রীল্যান্সার। কেননা আমাদের মধ্যে কোন Quality বলে কিছুই রইলনা। প্রকৃত অর্থে Skill বলেও কিছু রইলনা।

Important: ****oDesk Free Skill Test এ কেও একবার যদি অংশগ্রহণ করে অকৃতকার্য হয় বা আশানুরূপ ফল না করতে পারে তাহলে সেটিকে Retake দেয়া যায় তবে সেটি অবশ্যই পরবর্তী ৩০ (ত্রিশ) দিন পর তার আগে না। আর oDesk ঐ টেস্টটি না হলেও একাধিকবার রিভাইস করে। অর্থাৎ টেস্ট প্রশ্নের পরিবর্তন পরিমার্জন কিংবা সংযোজন-বিয়োজন হবার নিশ্চয়তা শতভাগ।

তাই ঐসব টেস্ট প্রশ্নের উত্তর প্রকাশ করা থেকে কিংবা সেগুলোকে অনুসরণ কারা থেকে বিরত থাকুন। এতেই বরং অপেক্ষাকৃত বেশী লাভবান হবেন।

Level 0

আমি কাজী আলী নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসুবিধা গুলো পরিস্কার হলো না।

    @মালেক: অসুবিধা হলো আপনি যে পরীক্ষাটা দিবেন সেটায় যদি পাশ না করেন, তবে আবার এক মাস পরে ওই পরীক্ষাটা দিতে পারবেন।

ভাই এইটা নিয়া মাথা ঘামায়া লাভ নাই। ফাঁস করা উত্তরপত্র থেকে সব প্রশ্ন কমন পড়েনা। আমি নিজে সাক্ষী।

এতে শুধু শধু আমাদেরই সুনাম নস্ট হচ্ছে। কারন কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ব্যপক ভুল হয়ে যায়।

Odesk to r nake tel diye ghumai na….

Level 0

kazi ali noor vai, apner kothata thik ase kintu jader oi exam shompoke kono idea nai tarato help pabe

    @hadictg: ভাই জলে না নেমে সাঁতার কেউ শিখতে পরেছে শুনেছেন কখনো? আর যদি শোনে থাকেন তাহলে আর কিছুই বলার প্রোয়জন নেই। আর ধরেনিলাম আপনি শোনেননি তাই একবার ভাবুন, আপনি কারও কাছ থেকে আইডিয়া নিলেন যে পানিতে নিজেকে ভাসিয়ে রাখতে হলে কি করতে হয়। সেটি কি আপনার জীবনকে নিরাপত্তা দিবে নাকি আপনি দুয়েকবার পানিতে নেমে সাঁতার কাটার চেষ্টা করে দেখবেন? সত্যিকারের অভিজ্ঞদের অভিজ্ঞতা জন্মায় নিজের চেষ্টার মাধ্যমে। যারা নিজেদের ভাসানোর কায়দা জানেন তাদেরকে অনুসরন করুন কিন্তু যারা আপনাকে ডুবিয়ে দিচ্ছেন তাদেরকে নয়। আশা করবো উপদেশ হিসেবে দেখবেন না আমি এভাবেই কথা বলি সাধারণত। ধন্যবাদ

“যারা নিজেদের ভাসানোর কায়দা জানেন তাদেরকে অনুসরন করুন কিন্তু যারা আপনাকে ডুবিয়ে দিচ্ছেন তাদেরকে নয়।”
Great!

অনেক ধন্যবাদ।