oDesk এর টেস্টপ্রশ্নের উত্তর প্রকাশ করা হচ্ছে বিরাট আনন্দের সাথে। কিন্ত আমরা না যেনেই সেই উত্তর পেয়ে ধন্যবাদ দিয়ে যার কাছে নিজেদের ঋণী করছি তিনিই যে কত বড় সর্বনাশা কাজ করছেন সেইটা তিনি নিজেও জানছেননা আর সেটা আমরাও জানছিনা ।
Quality is more important then quantity. আমরা যদি সেই সকল টেস্টের উত্তরে oDesk এর একটি টেস্টেও কৃতিত্তের সাথে উত্তীর্ণ হই তবুও আমর এটা ভাবার কোন কারণ নেই যে এভাবে oDesk Free Skill Test পাশ করে আমরা হয়ে যাব সফল ফ্রীল্যান্সার। কেননা আমাদের মধ্যে কোন Quality বলে কিছুই রইলনা। প্রকৃত অর্থে Skill বলেও কিছু রইলনা।
Important: ****oDesk Free Skill Test এ কেও একবার যদি অংশগ্রহণ করে অকৃতকার্য হয় বা আশানুরূপ ফল না করতে পারে তাহলে সেটিকে Retake দেয়া যায় তবে সেটি অবশ্যই পরবর্তী ৩০ (ত্রিশ) দিন পর তার আগে না। আর oDesk ঐ টেস্টটি না হলেও একাধিকবার রিভাইস করে। অর্থাৎ টেস্ট প্রশ্নের পরিবর্তন পরিমার্জন কিংবা সংযোজন-বিয়োজন হবার নিশ্চয়তা শতভাগ।
তাই ঐসব টেস্ট প্রশ্নের উত্তর প্রকাশ করা থেকে কিংবা সেগুলোকে অনুসরণ কারা থেকে বিরত থাকুন। এতেই বরং অপেক্ষাকৃত বেশী লাভবান হবেন।
আমি কাজী আলী নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসুবিধা গুলো পরিস্কার হলো না।