আমার এই লেখাটি মূলত যারা অনলাইনে কাজ শিখতে চান এবং যারা কম্পিউটার এর বিভিন্ন কাজে এক্সপার্ট কিন্তু বেকার সমস্যায় ভুগছেন এবং জানে না যে অনলাইনে আয় করা যায় তাদের উদ্দেশ্যে লেখা ।কিছুদিন আগে ফেসবুকে এই রকম কতক গুলি মানুষের সাথে পরিচয় হয় যারা কম্পিউটার বিভিন্ন কাজে দক্ষ কিন্তু বেকার সসস্যায় ভুগছেন এবং জানেও না যে অনলাইনেও আয় করা যায় ।
প্রায় আড়াই বছর আগে আমি কম্পিউটার জগতে প্রবেশ করি। একটা ডেক্সটপ কম্পিউটার কিনে এই যাত্রা শুরু ।তখন কম্পিউটার এর কিছুই জানতাম না আড়াই বছর হয়ে গেলেও এখনও কম্পিউটার এর কিছুই শিখতে পারি নি। কম্পিউটার সম্পর্কে জানার আগ্রহে নেমে পরলাম কম্পিউটার শিখতে ভর্তি হলাম যুবকল্যান এ সেখান থেকে DITA কোর্স করলাম । DITA কোর্স করে মন ভরল না । তাই কম্পিউটার এর হার্ডওয়ারে সম্পর্কে জানতে কম্পিউটার হার্ডওয়ারে ডিপ্লোমা কোর্স করলাম ।এর পর একটা মোডেম জোগাড় করে ইন্টারনেট জগতে প্রবেশ করি ।তখন ইন্টারনেট সম্পর্কে খুব বেশি জানতাম না । আমার এক বন্ধু আমাকে ORKUT এর সাথে পরিচয় করিয়ে দেয় সেখানে একটি ACCOUNT খূলে শুরু হয় বন্ধুদের সাথে কথা বলা ।আজও আমি মাঝে মাঝে ওড়কূটে যাই ।হার্ডওয়ারের কোর্স করে ছিলাম তাই গূগূলে সার্চ করে হার্ডওয়্যার সম্পর্কে জানতাম এবং সেই সম্পর্কে কোনও বই পেলে ডাঊণলোড করতাম তার সাথে গল্পের বই ও পেলে ডাঊণলোড করতাম।এর মধ্যে আমি অনলাইন আয় করতে PTC সাইটের (PTC মানে PAID TO CLICK , কোনও একটি ADS এ ক্লিক করে পয়সা পাওয়া, এই সমস্ত সাইট গুলি সব ভূয়ো কাঊকে টাকা দেয় না এবং দিলেও তা খুবই কম)পাল্লায় পড়ি।
একদিন একটা বাংলা গল্পের বই ডাঊণলোড করতে গিয়ে একটি বাংলা সাইটে প্রবেশ করি সাইট টি হল freebanglabooks.com (এখন আর এই সাইট টা আর খুলে না) এই সাইটে আমি একটা বই পাই “Earn Money by Article Writings” এই বই থেকে আমি OUTSOURCING INCOME সম্পর্কে জানতে পারি এবং সেখান থেকে “OUTSOURCING INCOME” সংক্রান্ত সাইট গুলির নাম জানতে পারি ।শুরু হয় বাংলা সাইটের খোঁজ বইটার মধ্যে পেয়ে যাই জিন্নাত উল হাসান এর বাংলা ব্লগ bn.jinnatulhasan.com (এখন আর এই সাইট টা আর খুলে না) সেখান থেকে অনেক কিছু জানতে পারি । আরও জানার ইচ্ছা ছিল তাই গুগুলে সার্চ করতে থাকি “BANGLA TUTORIAL SITE” লিখে এবং খোঁজ পাই tutorialbd.com (পরে আরও অনেক বাংলা সাইটের খোঁজ পাই) এর এই সাইট থেকে আমি “OUTSOURCING” সংক্রান্ত অনেক তথ্য জানতে পারি এবং জানতে পারি ODESK , FREELANCER সাইট সম্পর্কে যেখানে GRAPHICS DESIGN, WEB DESIGN, WEB DEVELOPMENT , SEO, DATA ENTRY , PROGRAMMING এবং আরও অনেক ধরনের কাজ পাওয়া যায় ।
যেকোনো একটি কাজে নিজেকে দক্ষ করে তার সাথে ENGLISH এ কথা বলা বা লেখার ধারণা নিয়ে ODESK , FREELANCER সাইটে যোগ দেওয়া যায়।সারা বিশ্বের তথা বাংলাদেশ এবং ভারতের প্রচুর ছেলেমেয়ে নিজের দক্ষতা দিয়ে এই সাইট গূলো থেকে আয় করছে ।
আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে প্রচুর ছেলেমেয়ে আছে যারা বেকার সমস্যায় ভুগছেন ।তাদের মধ্যে অনেকেই কম্পিউটার এর বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ।তারা জানে না যে অনলাইনেও ইনকাম করা যায় ।আবার অনেকে জানে অনলাইনে ইনকাম করা যাই কিন্তু তারা জানে না কোথায় কাজ শিখবে ।
যারা অনলাইনে কাজ শিখতে চান এবং যারা কম্পিউটার এর বিভিন্ন কাজে এক্সপার্ট কিন্তু জানেন না কীভাবে অনলাইনে আয় করা যায় তারা এই নীচের এই বাংলা সাইট গুলিতে যান এবং কাজ শিখুন এবং ODESK এবং FREELANCER সম্পর্কে জানুন এবং অনলাইন আয় করে নিজের বেকার সমস্যা দূর করুন ।
http://tutorialbd.com/bn/?cat=191
http://www.blog.rangpursource.com/
https://www.techtunes.io/chain-tunes/lets-do-freelancing-and-earn-usd
http://www.bigganprojukti.com/post-id/category/freelancing
http://earntricks.com/topics/outsourcing/microworker
এই লেখা টি কারও উপকারে আসলে ফেসবুকে শেয়ার করতে পারেন(লেখা টি শেয়ার করলে যারা কাজ জানেন অথচ বেকার সমস্যায় ভুগছেন তাদের খুবই উপকা্রে আসবে)।
দয়া করে কেও কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না।
আমার ফেশবূক প্রোফাইল http://www.facebook.com/debashalder
আমি দেবাশীষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শুধু শিখতে চাই
সুন্দর । অনেক অনুপ্ররনা পেলাম । ধন্যবাদ ।