Odesk ত চলে গেল । এখন ? কি করবো?

আমি বর্তমান বিষয়ে বলছি।বিভিন্ন লাঞ্চার (ল্যাংচার) মোটামুটি উধাও। আমাদের দেশের বেকার আর অকর্ম যুবক সোনারা ( যারা এতিপূর্বে কিলিক বাহিনী ছিল, যাদের ফিছাই পা রাখা জেত না ) তারা দলে দলে odesk এর ছায়াতলে আসতেছে। ( হাজার হাজার একাউন্ট খুলছে) ।এদের চাপে odesk গেল গেল অবস্থা। তদের experience বলতে কিলিক। আমি তাদের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি-
@আমার এক বন্ধু , নাম আর বলিনা- বলছে, “ অদেস্ক এর কাজ কি... ? কি করা লাগে? কইটা কিলিক?
আমার উত্তর- এখানে ইচ্ছা মত কিলিক মারা যাই। তবে আমাদের কীবোর্ড
দিয়ে করলে ভালো ডলার পাই...
@ফেসবুকে এক বড় ভাই, “ অদেস্ক নাকি চলে গেল?
... আমার উত্তর- চলে গেল মানে? আপনি কেবল জানলেন? আমি ত কবরে মাটি দিলাম।
@চায়ের দোকানদার – অদেস্ক এর $ কত করে বিক্রি কর?
আমার উত্তর- আগে ২০ টাকা করে, পরে আর কেউ নিচ্ছেনা।
@হোতাই মাথা আরেক ফ্রেন্ড (কিলিক বাহিনীর নেতা)- “অদেস্ক এর কাজ শিখাও। কত টাকা নিবা দিব।
উল্লেখ যে সে কম্পিউটার এর কোন প্রোগ্রাম সম্পর্কে জানেনা । জানে কেবল কিলিক মারতে।
আমার উত্তর- আমি নিজেই কিছু বুঝিনা?
@রউফ নামের এক বড় ভাই- রাজু odesk এর কাজ শিখাও
আমার উত্তর- ভাই অদেস্ক এর কাজ কথাটি ভুল। বলেন SEO,WEB DESIGN,WORDPRESS এগুলার কাজ শিখাও।

মনে বড় আশা নিয়ে গেলাম ভাইয়ের কাছে। ভাবলাম হাজার হলেও একটা বাহিনীর সদস্য কে বাঁচাই। wordpress কি? এটা বুঝালাম আর একটা link দিয়ে বললাম “ভাই এটা পরেন অনেক কিছু জানবেন” ভাই বলে- পড়াশুনা করা যাবেনা। কাজ শিখালে শিখাও না হলে বল। আমার আর বলার কিছু থাকলোনা। আমি চলে আসলাম। হারে হারে বুঝলাম বাবা এরা সেই বাহিনী যে বাহিনী আমেরিকা কে ফকির বানাল আর বাংলাদেশ কে বানালো আমেরিকা। ( যেহেতু এদের ডলার=আমদের দেশে কোন দাম নেই। কেউ নাকি নিতে চায়না। )
আমার কথা গুলো শুনে কার বা ভালো লাগল আবার কেউ বা কষ্ট পেলেন। আসলে কষ্ট যা কিছু সব আমাদের নিজের গড়া।
আমি এই বিষয়ে নিজেদের দোষ দিব। শয়তান তো থাকবেই , হাজার হাজার লাঞ্চার আছে। এগুলো পেইড করেনা। রোকন মিয়া আপনাদের সরলতা আর অলসতার সুজুগ টা কাজে লাগিয়েছে। আপনাদের প্রথম থেকে নিষেধ করেসি আমরা। কেও কথা শোনেনি।
Odesk এ আপনাদের পদার্পণ কে আমরা ভালো ভাবে নিতে পারছিনা। কারন আপনারা কোন কাজ জানেন না। চেষ্টা করুন, কাজ জানুন তারপর odesk এ আসুন। আপনাদের যাবতীয় সাহায্য করার জন্য আমরা আছি। সবসময় থাকব। ইন্সাল্লাহ...
লেখাটি আমার নিজের ব্লগে ও প্রকাশ করেছি।

Level 0

আমি ওমর ফারুক রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা,ভাই চরম মজা পেলাম আপনার প্রশ্নোত্তর পরে।নিউটন বেচে থাকলে এদের দেখার পর দুক্ষে আত্মহত্যা করার চিন্তা করতেন 😛

    ভাই কিলিক বাহিনিরা একেকজন নিউটন , আইনিস্তাইন, লাদেন , বুস, ওবামা, এমন কি দুই মাসে কেউ কেউ বিল-গেটস পর্যন্ত হয়েছে। মনের দুঃখ কে সামলাতে না পেরে টিউনটি করেছি।

Level 0

Chorom pojar akta post korsen vai..onek dukker majeo aktu hashlam…’cilick bahini’ ha ha ha

চরম হাসি!!!!!! :mrgreen: 😆 :mrgreen: 😆 :mrgreen: 😆 :mrgreen: 😆 :mrgreen: 😆 :mrgreen: 😆

Level 0

jara dolancer/skylancers/newsheratonbd/ caj core hajar hajar taka dora kheasen tader K bol Bo caj sikun SEO,WEB DESIGN,WORDPRESS caj sikar jon no
skype akasernil17

vai corom bolechen

হাসতে হাসতে অবস্থা খারাপ । টিউন সম্পর্কে পরে লিখব । আগে হাসি শেষ করি ।

Odesk কে PTC গুরুদের হামলার হাত থেকে বাছান যায় কিভাবে???? আমার জনৈক আপুনি Dolancer এর একনিষ্ঠ কর্মী। তার পাশের বাসার ছেলেও তাই। Dolancer ভাগার পর তার সাথে আজ কথা বলে জানতে পারলাম তারা দুজনেই এখন Odesk এ কিছু একটা করে ফেলবে। অই ছেলে নাকি তাকে বলেছে যে Odesk এ রেজিঃ করে কোনমতে একটা পরীক্ষা এ ৮০ পাইলেই চলে। ডলার কোন বেপার না। 🙁 আর আমি ১ বছর যাবত Odesk এ অ্যাকাউন্ট আছে অথচ একটা জব এ বিড করার সাহস পাইনা। কারন আমি এখনও শিখছি। না জানি এই PTC গুরুরা আরও কত কর্ম মহিমা দেখাবে 🙁

jotil hoise boss.

bisoy ta kintu mojar bisoy noy…serious ekta matter…jodi oder karone bangladesher odesk e reputation kharap hoy tahole ki hobe keu ekbar vebe dekhesen…

Level 0

পড়ে ভালই মজা পেলাম…হা হা হা

জটিল মজা পাইলাম ।

Level 0

চরম চরম !!

vai jotil bolsen, but ora joti amni amni bid kore r kaj paia kaj korte na pare tahole to amader country er reputation kharab hoibo and amra jara akhon kaj shikhtase pore amra to kaj pabo na oder barthotar jonno

আসলে আমি অনেক বেদনা ভরা মন নিয়ে ছ্যাকা খাওয়া প্রেমিকের মত লিখেসি। যারা কিলিক মারে তাদের কিছুতেই কাজ সিখান যাবেনা। 🙂

Level 0

ভাই চরম হইছে একটা জোরে হাততালি……।

Level 0

চরম চরম

ভালো বলছেন !

Level 0

ভালো বলেছেন…।

Level 0

অনেক সুন্দর হয়েছে!… চালিয়ে যান।

Level 0

😀

ওদের ডলার আছে, কিন্তু টাকা নেই ।

😛

Level 0

(y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y)

মারাত্মক পোস্ট!!!

বস প্রথম লেখা দিয়েই বাজিমাত করে দিলেন। খুবই সুন্দর। আশা করি চালিয়ে যাবেন। পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম।………..

Level 0

হাসতেই আছি।

“আর একটা link দিয়ে বললাম “ভাই এটা পরেন অনেক কিছু জানবেন” ভাই বলে- পড়াশুনা করা যাবেনা। কাজ শিখালে শিখাও না হলে বল।” 😀 ভাই এই কথা অনেক শুনছি।

এদেরকে দিয়ে দেশের উন্নতি নাহলেও অবনতি নিশ্চয়ই হবে,,
এরা, আমাদের দেশের সোনার টুকরো ছেলে,,,
এদেরকে দিয়ে ওডেক্স এর কাজ হবেনা,, কারন এরা তো নিউটনেরও বাপ,,,