আমি সাধারন্ত বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এ কাজ করতাম। 99designs.com দিয়ে আমার অনলাইন এ আয় শুরু হয়। প্রথমেই বড় অঙ্কের টাকা আয় করি। সেই জন্যই কখনো অল্প আয় এবং বেশি কঠিন কাজের দিকে অগ্রসর হইনি। যদিও ওয়েব ডেভেলপও এখন করি। তবে শুধু ওয়ার্ডপ্রেস এবং থিসিস থিম কাসটোমাইজ ই বেশি করি। এখন Photoshop এবং Illustrator এর কাজ শিখছি। ভাল ডিজাইনার না হলে কাজ করে সুবিধা হয় না। আল্লাহর হরমতে এখন মাসে ভাল একটা পরিমাণ আয় করতে পারছি।
oDesk এর প্রতি আমার অনেক আগ্রহ ছিল। কিন্তু আগে বিড করার মত এবং কভার লেটার লেখার মত ধৈয্ থাকতো না। তাই একাউন্ট করে টা 100% পুরন করে এবং কিছু টেস্ট দিয়ে একাউন্ট ফেলে রেখেছিলাম।
আমি আমার পোর্টফলিও তে আমার করা বেশ কিছু লোগো ডিজাইন এবং ওয়েব ডিজাইন দিয়ে রেখেছিলাম। আমার 99designer.com এর winning ডিজাইন গুলাও লিংক সহ দিয়েছিলাম। oDesk এ কাজ করার অভিজ্ঞতা না থাকায় কিভাবে কি হয় টা ভালো জানা ছিলনা।
একদিন আমি oDesk থেকে একটি ইমেইল পাই। ইমেইল এর সাবজেক্ট টা ছিল এরকম যে
“Job Offer”। আমি প্রথমে তেমন একটা পাত্তা দেইনি। কারন oDesk থেকে অনেক ইমেইল ই মাঝে মাঝে আসতো। সেদিন ইমেইল টা চেক করিনি। পরের দিন ইমেইল ডিলিট করার সময় ইমেইল টা পরতে ইচ্ছা করলো। তাই ইমেইল টা পরা শুরু করলাম।
লেখা দেখে আমি একটু অবাক হলাম। কেউ একজন আমাকে কাজ করার জন্য প্রস্তাব করছে। আমি বিষয়টা ভালভাবে বুঝতে oDesk এ গেলাম। দেখলাম নোটিফিকেশান এও Job Offer !
দ্রুত জবটা চেক করলাম। বায়ার আমাকে কাজটা অফার করছে শুধু মাত্র আমার পোর্টফলিও থেকে আমার পুরবের করা কেকটা ডিজাইন দেখে। আমিত মহা খুশি। আমার কাজটা ছিল লোগো ডিজাইন। এবার মনেহয় oDesk ক্যারিয়ার শুরু করতে পারবো। কাজ পেতে আমার কোন কষ্ট লাগলোনা। অনেক এক্সপারট রা বিড করে কাজ না পেয়ে আশা ছেরে দেয়। আর আমিতো আর কি বলবো......
oDesk এ আমি Hourly Rate $5.00 দিয়েছিলাম। বায়ার আমাকে $5.85 এ অফার করছে। আমি আর কোথায় যাই। দ্রুত কাজ টা নেয়া নিলাম। কাজ করা স্টার্ট করলাম। কাজটা আমি ৩ ঘণ্টা এর মধ্যে শেষ করতে পারতাম। কিন্তু আয় কম হবে জন্য ইচ্ছে করেই সময় বেশি লাগালাম। ৭ ঘণ্টা কাজ করে ৩৮+ ডলার হোল। জব এন্ড করলাম। আমি আগে বায়ার কে ফিডব্যাক দিলাম। ২ দিন পরে সে আমাকে ৫.০০ ফিডব্যাক দিলো। মারাত্তক অনুভূতি......
আমার oDesk ক্যারিয়ার শুরু হবে এমন ভাবে যে আমি তা ভাবতেও পারিনি!
তাই সবাই কে বলবো যে Portfolio এর গুরুত্ব এখন আমি বুঝি। আপনারাও বুঝুন।
আমার প্রথম লেখা এটা। ভুল হতেই পারে। মাফ করবেন আশাকরি।
আমি শিহাব মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিচ্ছু বলার নাই।
অভিনন্দন