বেশ কয়েকদিন ধরেই ভাবছি লিখবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজ লিখেই ফেললাম। আজকের বিষয়বস্তু Odesk ।
আমি বেশ কিছুদিন আগে ( ৩-৪ মাস) একটা Help টিউন করি টিটিতে। বিষয়, freelancing করতে চাই। কোথায় কাজ শিখবো, সেই ব্যাপারে সাজেশন।
যাইহোক,
আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হই।
সেখানে আমি Web Design এর উপর একটা বেসিক কোর্স করি। HTML, CSS, WordPress, Joomla.
পাশাপাশি Odesk এ চেষ্টা করতে থাকি। আমার কোর্স শেষ হয়, কিন্তু Odesk এ তো কাজ পাই না। এভাবে চলতে থাকে।
এর পর গত ২২-০৬-১২ তারিখে আমি Odesk এর প্রথম কাজ পাই। আমি তো অবাক!! আমাকে Interview এর জন্য ডাকা হয়। পরবর্তীতে কাজটা দিয়ে দেয়া হয়। 😀
এখন আমি এই কয়দিনে প্রায় ৪ টা কাজ পাইসি, এবং করতেসি... (সবার দোয়া চাই।)
আমার কাজের পিছনে টেকটিউনের অনেক বড় অবদান আছে। তাই টেকটিউনারদের জন্য আমার এই টিউন টি। বিশেষ করে যারা Odesk চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না তাদের কিছুটা গাইড করার জন্য এই টিউন টা করছি।
যারা কাজ শুরু করবেন বলে ভাবছেনঃ
Odesk এ কাজ করাকে পেশা হিশেবে নেয়া এখন আর অদ্ভুত কিছু না। Odesk থেকে মাসে ১-৫ হাজার ডলার আয় অসম্ভব না। অনেকেই করছেন। এর নজির বাংলাদেশে কম না। তাই, Odesk এ কাজ করতে চাওয়ার সিদ্ধান্ত অবশ্যই ভাল একটি সিদ্ধান্ত । কিন্তু যারা PTC এর Concept মাথায় নিয়ে Odesk এ কাজ করতে চান, তাদেরকে বলব- এত সহজ না ভাই। ইন্টারনেটে টাকা উড়ে, কিন্তু সেই টাকা ধরতে জানতে হয়। আপনি যদি কোন কাজই না জানেন তাহলে কেও আপনাকে কেন টাকা দিবে। এড দেখার জন্য বা ক্লিক করার জন্য টাকা আপনাকে টাকা দেয়া কেন উচিৎ? আপনি যদি কারও কোন কাজ করে দেন তার বিনিময়ে সে আপনাকে টাকা দেবে। শুধু শুধু দেবে না। Odesk সেই কাজটাই করে। কেও কাজ দিতে চায় কিনা তা আপনাকে জানানো হয়। আপনার যোগ্যতা থাকলে আপনাকে কাজ তারা দেবে (হয়ত)। কাজ না জানলে তো দেয়ার প্রশ্নই ওঠে না।
তাই, বলব এটা নিশ্চিত করেন যে আপনি জানেন কিছু একটা, তারপর চেষ্টা করেন।
যারা Bid করেই যাচ্ছেন কাজ পাচ্ছেন নাঃ
আমি ৪ মাস Bid করার পর কাজ পেয়েছি। কিন্তু কেউ যদি আমায় জিজ্ঞেস করে, ভাই কত দিন চেষ্টা করে কাজ পেলেন? আমি বলব ৫ দিন মাত্র।
সত্যি বলছি। আমি ৫ দিন চেষ্টা করে কাজ পেয়েছি। আপনি হয়ত আরও কম সময়ে পাবেন। এটাই সত্য।
তাহলে বাকি প্রায় ৪ মাস আমি কি করলাম?
কিছুই করিনি। একটা প্রোফাইল করেছিলাম। আর মাঝে মাঝে বিড করতাম।
আর বলতাম বিড করেই যাচ্ছি, পাচ্ছি না। যেমন, আমাদের হাসান যোবায়ের (আল-ফাতাহ্) কে আমি কিছুদিন আগে ফোন করে বললাম, ভাই এত বিড করি কাজ তো পাই না। সে উত্তর দিল, তাহলে তুমি ঠিক করে করতেস না। তোমার পরে কাজ শেখা শুরু করে এখন কত মানুষেই তো Odesk এ ইনকাম শুরু করে দিসে।
কথাটা গায়ে লাগলো। নিজেকেই প্রশ্ন করলাম। আসলেই কি?
আমার উত্তর “হ্যাঁ” ছিল। এটাই হয়ত আমার কাজ পাওয়ার প্রধান কারন। তাই আমার কাজ পাওয়ার পেছনে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) এর ভূমিকা ছিল অনেক। (ধন্যবাদ বন্ধু, তোমাকে সামনাসামনি বলি নাই, সবার সামনে বললাম) এর পরের ৫ দিনে আমি যা যা করলামঃ
১। প্রোফাইল পিকচার পরিবর্তন। (আগে একটা দেয়া ছিল যেটা ফেসবুকে পার্ট মারার জন্য ব্যাবহার করতাম, এখন পরিবরতন করেছি)
২। Title পরিবর্তন। (আমি মুলত যা করি তাই ছোট করে লিখলাম)
৩। পোর্টফলিও অন্তর্ভুক্তি। (আমার ছোট বড় সকল কাজের ছবি আর URL যোগ করলাম)
৪। Cover Letter এর গঠন গত পরিবর্তন।(আগে একটা গন Cover letter ছিল সবাইকে দিতাম, এখন প্রত্যেক টা কাজের জন্য আলাদা করে লিখি। Buyer যা চায়, ঠিক তাই।)
৫। আর বিড এর সংখ্যা পরিবর্তন। (আগে আমি মাসে ১০-১৫ তা বিড করতাম, এখন করি দৈনিক ১০-১৫ টা। ১২ ঘণ্টার মধ্যে কোন সারা না পেলে বা তার আগে ২-৩ জন কে interview এর জন্য ডাকা হয়ে গেলে উইথড্র করেফেলি। এতে ১২ ঘন্টা পর আবার কোঁটা ফ্রী হয়ে যায়।)
৬। প্রায় ৬ তা Exam দিয়েছি।
আমার মনে হয় যারা অনেকদিন ধরেও কাজ পাচ্ছেন না, তারা আমার এই কাজ গুলোর সাথে নিজেকে মিলিয়ে দেখতে পারেন। হয়ত উপকার পাবেন।
মোট কথা লেগে থাকেন, তাহলেই পাবেন। যদি কখনও মনে হয়, আমাকে দিয়ে হবে না, তাহলে আসলেই হবে না ভাই। নিজের উপর বিশ্বাস তা গুরুত্বপূর্ণ।
আমি মাত্র কয়দিন হল কাজ পেয়েছি, অনেক কিছুই জানি না। টেকটিউনস এ অনেক অভিজ্ঞরা আছেন, ভুল কিছু বললে শুধরে দেবেন, এটুকু আশা তো করতেই পারি, পারি না?
আমি MD. Mustafijur Rahman Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Great Job!
আপনাকে অবশ্যই অনেকেই ফলো করবে আশা করি। টেকটিউনে অনেক অভিজ্ঞ ও মাস্টার টিউনার আছেন, যারা আগে কাজ করেছেন, এখনো করছেন এবং ভবিষ্যতে করবেন। তাদেরও oDesk এর প্রাপ্তি-অপ্রাপ্তি সম্পর্কে আমরা আগ্রহী।
টিউনটি সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।