আমি কয়েক দিন আগে ওডেস্কে জয়েন করেছি। কোনরকম দুই নাম্বারি না করে কাজ করার ইচ্ছা ছিল। চেস্টাও করছি। Interview ও ongoing কয়েকটার। আশা করি শীঘ্রই কাজ পেয়ে যাব। আমার Qualification এর সাথে মিট করে এরকম বেশ কিছু কাজ আছে।
ঠিক মতই চলছিল সব কিছু। কিন্তু আজকে হটাত করে লগ ইন করেই থমকে গেলাম। একটা মেসেজ এসেছে। Interview Invitation. জব ডেসক্রিপশন এ ছিল কোম্পানির নাম, ঠিকানা, যোগাযোগ এবং স্যাম্পল গুলো সম্পর্কে লিখা। আগ্রহি হলাম। accept করলাম। এরপর দেখি সেটায় বলছে একটা ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করে এড view করতে। থমকে গেলাম! একি দেখছি! Odesk এও থাবা পরেছে PTC নামক ভণ্ড ব্যাবসার। আমি নিচে এর স্ক্রিনশট তুলে দিলাম। আপনারা বিচার করুন।
ছবিটি জুম করে লেখাগুলো নিচের ছবিতে দেওয়া হল।
ওডেস্কও ছেয়ে গেছে পিটিসির থাবায়। টিউনটি করার উদ্দেশ্য আপনারা যারা সৎভাবে কাজ করে ইনকাম করতে চান তারা যেন এরকম ভন্ড প্রতারকদের থেকে সতর্ক থাকেন।
ভাল থাকবেন। ফ্রিল্যান্সিং এর জগতে আপনার উন্নতি হোক এই প্রত্যাশায়।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার বায়ারের payment method ভেরিফাইড নয়। তারপরও Location ফিলিপাইন। এটা সহ কয়েকটি দেশের বায়ারদের কাছে বেশ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হয়।