নবীন ও প্রবীণ ফ্রিইল্যান্সারদের তরে কিছু কথা, যা না বললেই নয় :: মেগা টিউন

শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই মেগা টিউন এর জন্য। লেখাটা খুব সাবধানে লিখার চেষ্টা করেছি, কারন আর যাই হোক যাতে ভুল কম হয় ও সমালোচনার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। আজকের লেখার উদ্দেশ্য হলো কিছু ভ্রান্ত ধারণা সবার সামনে তুলে ধরার জন্য। এখানে সবচেয়ে বেশি কথা বলা হবে নবীন ফ্রীল্যান্সারদের নিয়ে।

কোথা হতে শুরু করবো তাই বুঝতে পারছি না। আমি লিখতে থাকি। আপনারাই নিজের মত করে সাজিয়ে নিন প্লিজ।
সম্প্রতি আমার এক বড়ো ভাই ফেসবুকে কোন এক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট পড়ার পরেই আমি এই লেখাটা লিখতে উৎসাহিত হলাম। (বলা বাহুল্য বড়ো ভাইটি ফ্রিল্যান্সিং এ মাত্র চারমাস বয়স এবং এখন পর্যন্ত একটা কাজ করেছেন) সেই পোস্ট এর মুল বক্তব্য ছিল অনেকটা এরকম,

আমরা যারা দীর্ঘদিন যাবত ফ্রিইল্যান্সিং এর সাথে জড়িত তারা প্রায় সকলেই টিম গঠন করে কাজ করেন। অনেকের নিজের টিম থাকে, অনেকেই সিনিয়র কারোর টিমে কাজ করেন। এখন এই টিমে কাজ করার কিন্তু কিছু শর্ত থাকে। প্রথম শর্তই থাকে সবার ক্ষেত্রে যে, এডমিনের কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে এবং তার কথা সবাইকে মানতে হবে। এরপর ফিনান্সিয়াল একটা বিষয় থাকে সেটা হল, টিমের সকল মেম্বারদেরকেই একটা নির্দিষ্ট চার্জ দিতে হবে এডমিনকে। সেটা চুক্তি মোতাবেক হতে পারে দশ ভাগ কিংবা পনেরো ভাগ, অনেকেই বিশ ভাগ ও রাখেন। ক্ষেত্র বিশেষে অনেকে চল্লিশ ভাগ পর্যন্ত রাখেন। (এটা আমি একটু পরে বলছি)। একন আমার বড়ো ভায়ের কথা হলো আমরা এডমিনরা কেন এই চার্জ রাখবো? নতুনরা টিমে জয়েন করে “হেল্প” পাবার আশায়। আর হেল্প তো টাকার বিনিময়ে হয় না। সাহায্য হলো সেটাই যেটার কোন দাবী থাকে না। তাহলে কেন এডমিনরা এই চার্জ রাখবেন? তারা সিনিয়র হয়ে কেন নতুনদের উপর এই অত্যাচার কিংবা জুলুম করবেন? এমনকি তিনি এটাকে “রক্তচোষার” সাথে তুলনা করেছেন।

এখন একটূ মেইন পয়েন্ট এ আসি। আমরা টিম কেন তৈরি করি? অডেস্ক এ টিম বলতে মুলত কিছু নেই। কোম্পানি আছে এবং আমরা যেটাকে টিম বলি তার আসল নাম হল কোম্পানি। আর একটা কোম্পানীর ভেতরে অনেক গুলো টিম থাকতে পারে। যেমন কন্সাল্ট্যান্ট, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি সবই হয় একেকটা টিম এই কোম্পানীর ভেতরেই। আর কোম্পানির অপর প্রতিশব্দ হল বিজনেস সেটা একটা শিশুও জানে। যাই হোক, কোম্পানি বা টিম তৈরি করার উদ্দেশ্য আমার মতে দুটি। প্রথম এবং প্রধানটি হল নিজের কাজের চাপ বেড়ে গেলে তখন সহযোগী কাউকে সেই কাজের কিছু অংশ দিয়ে দেই এবং কাজ শেষ হলে তাকে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমান চার্জ কেটে বাকিটা দিয়ে দেই। এবং আরেকটি হল, কাজের চাপ তো আর সবসময় থাকে না। তবে অনেক নতুন ফ্রিইল্যান্সারই টিমে জয়েন করার জন্য অনুরোধ করে এবং তাদের অনেককেই টিমে নিয়ে নেই। একদম শুরু থেকে তাকে শেখাই সবকিছু। কিভাবে কি করতে হবে। কিছুদিনের মদ্ধেই সে এক্সপার্ট হয়ে যায় এবং কাজ পেয়ে যায় সহজেই। এভাবে টিমের প্রোফাইল ও বাড়তে থাকে। আর বলা বাহুল্য, চুক্তি মোতাবেক টিমের চার্জ অবশ্যই কেটে রাখা হয় মাসিক পেমেন্টে।

এবার কথা হল, টিমে জয়েন করানোর পর তাকে সব শেখায় ম্যানেজার বা টিম এডমিন বা প্রধান যেভাবেই বলেন। তাকে প্রথম কাজটাও কিন্তু এডমিন এনে দেয়। কারন অনেকের ক্ষেত্রেই তখন সেই ক্ষমতা থাকে না যে সে নিজে একটা কাজ নিবে। সে কোন ইন্টারভিউ পেলে বা জবে হায়ার হলে বায়ার মেইন্টেইন করে সব এডমিন। তখনতো সে জবে বিড ই করতে পারে না, বায়ার এর কি বুঝবে? আর একজন এডমিনের কিন্তু কম চাপ থাকে না। তার নিজের কাজ করতে হয় পাশাপাশি টিমের সকলের সব ধরনের মেসেজ পড়তে হয় ও বেশিরভাগ ক্ষেত্রেই তার রিপ্লাই পর্যন্ত দিতে হয়। ফ্রিইল্যান্সিং সেক্টরে যারা নবীশ তারা কি জানেন এর ঝামেলা কতটূকু? রাতের ঘুম হারাম হয়ে যায় যখন একের পর এক ইন্টারভিউ কিংবা হায়ারিং মেসেজ আসতে থাকে।

বড় কথাটি তো বলাই হয় নি, বেশিরভাগ নবীশ ভাইয়ারা যারা ফ্রিইল্যান্সিং করতে আসেন তারা নেটের কোন কাজই জানেন না। শতকরা হয়তো দুইজন পাওয়া যাবে যারা কিনা গ্রাফিক, ওয়েব বা সফট এর কাজ জানেন। তাদের নিয়ে বেশি কষ্ট হয় না। বরং বাকি ভাইদের নিয়ে মাথা ব্যাথার শেষ নেই। টিমে জয়েন করিয়েই তাকে শেখাতে হয় এস ই ও, এস এম এম এর মতন তুলনামুলক সহজ কাজগুলো। (আমার সেই বড়ো ভাইটি গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইন এর কাজ পারেন। তবে তাকে আমিই বলেছিলাম, আপনি এই স্কিল দিয়ে অডেস্ক এ কাজ করতে পারবেন না। ছয়মাস আপনাকে আরো শিখতে হবে কিংবা আপনি আপাতত অন্য কাজ ধরুন, পরে তাকে আমিই এস ই ও, এস এম এম এর কাজ শিখাই)

এবার নবীশদের প্রতি, আপনার টিম এডমিন আপ কাজ শেখাইছেন, ফ্রিইল্যান্সিং এর সব নিয়ম কানুন শেখাইছেন, আপনি তো আগে ফেসবুক ছাড়া কিছুই চিনতেন না। তিনিতো আর আপনাকে শেখাতে আমি পাচ বা দশ হাজার টাকা চাননি যেটা কোচিং সেন্টার থেকে নেয়। তার নিজের কাজের ফাঁকে আপনাকে শিখিয়েছেন। তাহলে আপনার এতো কষ্ট কেন টিমের দশ বা বিশ ভাগ ভ্যাট দিতে? আপনার প্রথম কাজটাও তো তারই দেওয়া তাই নয়কি? আপনার ফিডব্যাক আপগ্রেড হচ্ছে কিন্তু তার টিম থেকেই।

এই ভাই, নিজে নিজে কি পারতেন এতো সহজে এত দ্রুত এতদূর আসতে? আমরা কিন্তু পারিনি। রাতের পর রাত জাগতে হয়েছে আমাদের। খাওয়া ঘুম হয়নি। লেখাপড়ার সর্বনাশ করেছি আমরা নিজেদের। বাবা মায়ের শত নিষেধ ও শুনিনি। একটা সমস্যা হলে কাছে কাউকে পাইনি সমাধান পাবার জন্য। হাজার বার হতাশ হয়ে ফ্রিইল্যান্সিং এর ইতি টেনেছি। আমাদের সান্তনা দেবার কেউ কিন্তু ছিলনা। পরেরদিনই আবার পরাজিত বীরের মত পিসির সামনে বসেছি। হা করে মনিটরের দিকে তাকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিভাবে কি করব এসব ভেবে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় কোন কাজ পাইনি। কবে পাব তার কোন কূল কিনারা করতে পারতাম না। এর পরেও তো আমরা হাল ছাড়িনি। কে সাহায্য করেছে আমাদের? রাখুন, একটু পরে আবার আসছি এখানে।

কথা কিন্তু শেষ হয়নি। অনেক কথা এখনো বাকি। আমার সেই বড় ভাই আরো কিছু কথা বলেছিলেন। সেগুলো হল এরকম।

  • ১, আমরা সকলেই মাইক্রোসফট এর উইন্ডোজ ইউজ করি, বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। এডোবি কর্পোরেশন এর স্যুট এর দাম প্রায় ৫০ হাজার টাকা। অফিস স্যুট এর দাম প্রায় ২০ হাজার টাকা। নিরো সফট এর দাম ও প্রায় ৩০ হাজার টাকা। আমরা কয়জনে এগুলো দাম দিয়ে কিনি? আমরা সবাই এগুলো বাংলা কথায় মাগনা ইউজ করি। আমি, আপনি সবাই।
  • ২, আমরা নেট থেকে শিখছি, মাগনা। ইউটিউব ভিডিও থেকে, w3schools এর মত সাইট থেকে। অনলাইনের লাখ লাখ কোটি রিসোর্স থেকে আমরা মাগনা শিখছি প্রতিনিয়ত। হ্যা সত্য, এসবই আমরা ফ্রী পাচ্ছি।

বড় ভায়ের কথা হচ্ছে, আপনি এতকিছু ফ্রীতে বাগিয়ে নিচ্ছেন, আপনার কোন টাকা খরচ হচ্ছে না, তাহলে টিমে কেন চার্জ রাখবেন? কেন কাজের জন্য ভ্যাট কাটবেন?

এবার নবীশ ভাইদের প্রতি বলি, আমি একটা সফট ও কিনি নাই। সব পাইরেসি। কেন আপনি কি কিনেছেন? না কিনেন নাই তো, তাহলে কিভাবে বললেন? সমান পাল্লায় মানুষকে মাপতে শিখুন। আমারো পাইরেসি, আপনারো পাইরেসি। সুতরাং এটা কোন প্রশ্ন হতে পারে না কোন দিনও।
এখন, নেট থেকে শেখার ব্যপারে যেটা বলব, নতুন অবস্থা নেটে একটা ভিডিও খুজে বের করতে কেমন ধকল যায়? আশা করি সবাই জানেন। আমাদেরও একসময় তেমনই লাগতো। আপনার তো লাগে না। কারন আপনাকে শেখাইছে আপনার এডমিন। এস ই ও শিখতেও কিন্তু অনেক ঘাটাঘাটি করা লাগে। কয়জন নতুন ফ্রিইল্যান্সার এত খোঁজে? অনেক কিছুই যোগান দেয় সেই এডমিন। কিছু একটা না বুঝলেই তো এডমিনের কাছে ফোন দেন। কেন আপনি কি জানেন তিনি কতটা চাপে থাকেন? আপনি কি জানেন তিনি এখন আপনার ফোন ধরার মত পরিস্থিতিতে আছেন কিনা? জানেন না। যদি জানতেনই তাহলে ফোন দিতে আপনার ভয় লাগতো, নিজেরই খারাপ লাগতো। তাহলে এত প্রশ্ন কিসের?
-----------------------
এখানে লেখায় একটা বিরতি টানলাম। আমার ব্যাক্তিগত একটা প্রসঙ্গে আসি। তাহলে আরো কিছু বিষয় ক্লিয়ার করতে পারবো। আমার টিমে একজন কাজ পাচ্ছে না। আমার নিজের একটা কাজ তাকে দিলাম করতে। সব খোলাসা করেই বললাম যে এই প্রজেক্ট এ কাজ করলে প্রতি সপ্তাহে আমার একাউন্টে সাত হাজার টাকা আসবে। ঠিক আছে। তিনি করলেন। আমি তাকে প্রথমে সাড়ে তিন হাজার এবং পরে আরো এক হাজার, অর্থাৎ সাড়ে চার হাজার টাকা দিলাম। অবাক বিষয় হল, এতেও তিনি খুশি নন। তাকে বললাম আমি, দেখেন, আপনি যে সাত হাজার টাকার কাজ করছেন সেটা আমি বলেছি বলেই কিন্তু আপনি জানেন। আর আপনার লেভেলে এটা মোটেও সাত হাজার টাকার কাজ নয়। বড়জোর তিন হাজার টাকারই হবে? কারন আপনি নতুন। এই একই কাজে হায়ার হলে আপনার রেট অনেক কম থাকতো। আর মূল বিষয় হলো, আমি কিন্তু সব কিছু খোলাসা করে বলেছি। আমার আসল রেট আপনার কাছে লুকাইনি। তাই কারচুপির কিছু নাই। সো এখানে আর কথা বলার কিছু দেখি না আমি। আপনাকে সাড়ে চার হাজার টাকা দিছি। অন্ন কেউ হলে তিন হাজার টাকার বেশি দিতো কিনা আমি জানি না। তিনি আর কথা বললেন না।

আরেক সিনিয়র ফ্রিইল্যান্সার ভাই (রিয়াদ মাহফুজ ভাই) আমার এই সাড়ে চার হাজার টাকা দেওয়ার কথা শুনেই অবাক হলেন। বলল তুমি কি মিয়া হাতেম তাই নাকি? একটা কাজ পেতে কত কষ্ট হয় তাকি সে জানে? সে চাইলো আর তুমি দিয়ে দিলে? এতো বেশি আদর দিয়ে লাই দিও না। শেষে দেখবা নিজেই বিপদে পড়বা। আমি বললাম অকে বাদ দেন ভাই।

কিছুদিন পরে আরেকটা আমার নিজের কাজ সেই ভাইকে দিয়েই করালাম। ২৫ ডলার আয় হল। এবার সরাসরি রিয়াদ ভায়ের কাছে বললাম, ভাই কত টাকা দেব? ওনার সরাসরি কথা, পঞ্চাশ পারসেন্ট দিবে। কারন তোমার নিজের আইডিতে কাজ, বায়ার ধরছ তুমি। ফিডব্যাক খারাপ হলেও তোমার হবে। তার তো কিছুই হবে না। পঞ্চাশ দিয়ে দাও। আমি বললাম সরি ভাই, এতো কম আমি কোনদিন দিতে পারবো না। রিয়াদ ভাই অবাক। এবার আমি নিজে থেকেই চিন্তা করলাম। আসলেই রিয়াদ ভাই ঠিকই বলেছেন। (উল্লেখ্য, আমার টিমের নরমাল চার্জ দশ পারসেন্ট)

এর পরেরদিন আমি সেই ভাইকে ফোন দিয়ে বললাম যে তাকে ষাট পারসেন্ট দেওয়া হবে। চল্লিশ থাকবে টিমে। এই কথা শুনে তিনি অবাক। বলা বাহুল্য এর কিছুদিন আগেই আমি (রক্তচুসে নিচ্ছে কিছু সিনিয়র ফ্রিইল্যান্সার) নামক একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে অনেক অমানবিকতার কথা তুলে ধরেছিলাম। এই ভাই আমাকেই আমার কথা শুনালেন। বললেন যে ভাই, নিজেই তো এত বড় পোস্ট দিয়েছেন, তাহলে এখন কেনো আমার ৪০ ভাগ কেটে রাখবেন? আমি তাকে সব বুঝিয়ে বললাম যে, আপনার নিজের কাজ হলে মাত্র দশ ভাগ হত এটা। কিন্ত আমার আইডী, আমার বায়ার, ফিডব্যাক খারাপ হলেও আমার। আপনি তো শুধু কাজ করেছেন। না তিনি মানতে নারাজ। এতো কম নিবেন না। তখন তাকে একটু ভালভাবে বললাম, আপনি কি ভাবছেন আমি আপনাকে ঠকাচ্ছি? আপনার টাকা মেরে খাচ্ছি? যদি তা হতো তাহলে এতদিনে আমার টিম আরো অনেক অনেক আপগ্রেড হত, আমার মাসিক ইনকাম ডাবল হয়ে যেত আরো কয়েকমাস আগেই।

আপনি যে বললেন আমি রক্তচোষা দের মত টাকা কেটে নিচ্ছি, আপনি রক্তচোষার সংজ্ঞা জানেন? আপনি কি বলেছেন তা আপনি নিজেও জানেন না ভাই। আমি এমন অনেক ফ্রিইল্যান্সার চিনি যারা কোনদিনো আসল ওয়ার্কিং রেট ফাস করে না। ইচ্ছামতন কাজ করাবে, ইচ্ছা মত টাকা দিবে। তারা আপনার হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিতো, আপনি জানতেনও না যে আপনি কতটাকার কাজ করেছেন। তিনি আপসেট হলেন এবং সব শেষে রাজি হলেন।
-----------------
আমার প্রসঙ্গ শেষ। এবার কিছুক্ষণের জন্য দার্শনিক হয়ে যাই এবং আস্তে আস্তে শেষ করি।

সবাইকে দিয়ে সবকিছু হয়না। এটা আমার কথা না। গুণীদের কথা। এই পর্যন্ত অনেককেই দেখলাম ফ্রিইল্যান্সিং করতে এসে পিটিসি সাইটে ক্লিক করছে। শেষ এ গিয়ে গারমেন্ট এ চাকরি করছে। কেন? এর কারন মানসিকতা। ছোট হতে শিখুন। তাহলে বড়ো হতে পারবেন। আর যদি নিজেকে খুব বড় ভাবেন, তাহলে একটা ছাগলও আপনাকে দাম দিবে না। এটাই ধ্রুব সত্য কথা। সবসময় মনে রাখবেন যে আপনাকে শেখাতে পেরেছে কিছু, তার কথা অবশ্যই মানা উচিত। কারন সবাই শেখাবে না। অনেকেই চাইবে আপনাকে দিয়ে ফ্রী কাজ করিয়ে নিতে। সেদিনো ফেসবুক একটা গ্রুপে দেখলাম একলোকের কান্ড। টিমের সবার কাছ থেকে পঞ্চাশ কেটে নিচ্ছে। ওই টিমের কয়েকজনের সাথে কথা হয়েছে আমার চ্যাট এ। কথা শুনে মনে হলো তাদের পায়ে দড়ি দিয়ে রাখা হয়েছিলো। ইচ্ছামত ঘুরিয়ে নিজের স্বার্থ বুঝে নিয়েছে এডমিন। ভেবে দেখুন একবার, এরকম এডমিনের কাছে গেলে আপনি যে টাকা পাবেন, শেষে ফ্রীল্যান্সিং পেশা থেকেই আপনার মন উঠে যাবে। এর জন্য দায়ী কে? আপনি নিজেই। কারন আপনি না জেনে তার কাছে গিয়েছেন।

শেষ কথা। একটা কাজ পাওয়া এতো সহজ নয় (আরো তিনবার বলেছি)। মনে রাখবেন, যে আপনাকে শেখানোর মানসিকতা দেখাচ্ছে সে কখনোই আপনার ক্ষতি করবে না। সে যদি কোন প্রজেক্ট এ আপনাকে টাকা নাও দেয়, ভেবে নিন সে ইচ্ছা করেই আপনার ভালর জন্য কাজটি করেছে। আর যে শেখাতে চাইবে না, ধরে নিন তার কাছে আপনি লস ছাড়া কিছু পাবেন না। আর সব শেষে আমার একটাই কথা, বয়স নয়, মনের দিক থেকে বড় হওয়ার চেষ্টা করুন। বেস্ট অফ লাক।

ক্ষমা চাই সকলের নিকট। কারন কথা যত বেশি বলব তত ভুল বেশি হবে। ভুল ধরিয়ে দিন প্লিজ। সিনিয়র ভায়েরা আপনার মতামত প্রকাশ করুন। শুভকামনা রইলো সকলকে।

Level 0

আমি হাসিররাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তো আমার মতই আছি। জীবনে কোন পরিবর্তন নেই। কোন দিন আসবে বলে আশা করি না। মানুষকে ভালবাসি, মানুষের হাসিমুখ ভালবাসি, মানুষকে হাসাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার গ্রুপের আইডিটা দিন প্লিজ আমি জয়েন করতে চাই ।
http://m.facebook.com/profile.php?id=162142480585980&refid=5

আমি আগেও আপনার এক পোস্টে কমেন্টে বলেছিলাম -আজও সেই একই কথা ই বলব – অসাধারন আপনার লেখনী শক্তি । আর সাথে রয়েছে দূর্দান্ত উপস্থাপনা । আমি কান পেতে রই ……। আবার এই রকমই কোনো সৃষ্টির ।

ভাই সবাই সবার সার্থ নিয়া চিন্তা করে তাই সমস্যার ৃষ্টি হয় ।

অসাধারণ লেখনীর জন্য ধন্যবাদ।

আমার ওডেস্ক আইডি : asif5529

যোগ্য মনে হলে আপনার গ্রুপে যোগদান করতে চাই। কারণ পরিশ্রম করতে রাজী আছি তবে দিক নিদেশনা পাচ্ছি না।

আমি বতমানে ৩টি ফিক্সড রেটের কনট্রাক্ট করছি। দোয়া করবেন।

ভাই আমি odesk এ প্রায় দুইমাস ধরে কাজ খুজসি । কিন্তু কোন কাজ পাচ্ছি না । মাত্র একটা কাজ করছি ।আমি গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন এর কাজ করি।আমি আপনার সাথে কাজ করতে চাই আপনার গ্রুপ এ ।যদি যোগ্য মনে হয় তা হলে আপনার গ্রুপ এ অন্তর্ভুক্ত করে নিবেন।অনুগ্রহ করে আমার অডেস্ক প্রোফাইল টা ঘুরে আসবেন ।
MY ODESK PROFILE: https://www.odesk.com/users/Outsanding-Web-devloper-designer_~~fbf49a866bcb1ccc?wsrc=tile_2&wlnk=btn&_scr=hireme_l
MY FACEOOK PROFILE : https://www.facebook.com/Nahid.DIhan.Faisal?ref=tn_tnmn
Email : [email protected]
SKYPE :duronto_sele
MOBILE NO: +8801683331846
+8801733834853

আমি odesk এ অনেক দিন ধরে আছি কিন্তু কন কাজ পাই নি। এত দিন বিট করে মাত্র দুটি কাজ পাইসি। আমাকে সাহায্য করার মত আমি কাউ কে চিনি না। আমি এই টিউন পরে বুজলাম যে odesk a গ্রুপ এ কাজ করতে হই। কিভাবে গ্রুপ এ জইন করতে হই সেতা ও জানি না। আমি গ্রাফিক্স এ কাজ করি। আমার কিছু স্যাম্পলে দেয়া আছে odesk প্রফিলে। আমা ক যদি যোগ্য মনে হই আপনার গ্রুপ এ কাজ করানর তাহলে আমাকে আপনার গ্রুপ এ নিবেন। আর যদি যোগ্য না মনে হই তাহলে ও সাহায্য করবেন কি করে আরও ভাল হতে পারবে। সাহায্য আপনা কে করতেই হবে তার কারন হল আপ্নারা যদি সাহাজ্জের হাত না বারান তাহলে আমাদের শেখার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আপ্নারা এই পথ দিয়া আশ্ছেন কাজেই আপ্নারাই ভাল বলতে পারবেন কি করে এই পথে সফল হতে পারবো। যদি আপনার সময় হই আমার odesk এর প্রফিলে টা দেখে সিধান্ত নিয়েন আমি আপনার গ্রুপ এ কাজ করার যোগ্য কিনা বা যদি যোগ্য না হই তাহলে সেই যোগ্যতা অর্জনের জন্য কি কি করতে হবে। আশা করি আপনি আমার কমেন্ট এর feedback দিবেন। আমার odesk এর প্রোফাইল নেম লিঙ্কতা দিলাম আপনি দেখে আমাকে জানাবেন প্লিজ।
https://www.odesk.com/users/~~fe9166a38a79609d(odesk profile link)
Email ID: [email protected]
Mobile no. 01678045722
আশাকরব আপনার কাছ থেকে ভাল মন্দ জাই হোক feedback পাবো।

ভাগ্য ভালো আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমার বন্ধু গুগল আছে। তারাই পিছে পরে থাকে এবং ওডেস্কে একটা কোম্পানিতে অংশ নেয়, যারা গুগল ব্যাবহার করতে জানে না, আমার পরিশ্রমের ২০% কেন, ১ % ও অন্য কাউকে দিতে রাজি না{পেমেন্টের সময় কিছু দিতে হয়, কিন্তু সেটা বাংলাদেশের মত গরীব দেশে থাকি বলেই)। আল্লাহ বাচাইছে যে কোন বড় ভাইয়ের সাহায্য ছাড়াই এগিয়ে যেতে পারছি!!!

Level 0

সময় উপযোগী চিন্তা । সাফল্য কামনা করছি ।

Level 0

অসংখ্য ধন্যবাদ এ রকম সুন্দর TUNE করার জন্য । ভাই যদি আপনার সাথে একবার যোগাযোগ করতে পারতাম তাহলে আমার খুব উপকার হতো । যদি সম্ভব হয় তবে ০১৬৮৪৯৫৩০০৩ নম্বরে কল বা SMS করলে অথবা [email protected] এ মেইল করলে উপকৃত ও কৃতজ্ঞ হতাম। ভাল থাকবেন ও এমন সব সুন্দর অনুপ্রেরনা মুলক TUNE করবেন।

Level 0

মি: হসিররাজা আপনার কথা আমরা খুবই ভাল লেগেছে এবং আমার মনে হয় আপনি। আর আপনার সিদ্ধান্ত মেনেই আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। আমি শুধু কাজ করতে চাই যেকোন মূল্য যদি দেন আমি তাতেই খুশি। আমি একজন গ্রফিক্স ডিজাইনার, ওয়েবি ডিজাইনার, সার্চ ইনজিন্ন অপটিমাইজার, সোস্যাল মিডিয়া মার্কেটার, ওয়ার্ডপ্রেস-জুমলা স্পেশাইলিস্ট যদি এই ধরনের কোন কাজে আপনার কাউকে প্রয়োজন হয় তবে আমকে নিবার্চন করতে পারেন।
দয়া করে এই ঠিকানায় মেইল করুন- [email protected]

ভাই কাজ করতে চাই বিনিময়ে চাই শিক্ষা। শপত করে বলতে পারি ২৪ ঘণ্টা পাশে পাবেন।
[email protected]

ভাই আপনার কথায় যুক্তি আছে । তবে আমি মনে করি যাদের টিমে কাজ করতে সমস্যা তারা একা কাজ করলে ভাল হয. আর ওডেস্কে কাজ পাওয়া কঠিন এই উপলবদ্ধি যাদের আছে শুধু তারাই টিমে কাজ করার মূল্য্ বুঝবে । তাই টিমে যুক্ত করার আগে অভিজ্ঞতা দেখে নেবেন ।

Level 0

vai doa korben amar jonno, kal theke SEO sekha suru korsi.

darun lekha. 😀

রাতের পর রাত জাগতে হয়েছে আমাদের। খাওয়া ঘুম হয়নি। লেখাপড়ার সর্বনাশ করেছি আমরা নিজেদের। বাবা মায়ের শত নিষেধ ও শুনিনি। একটা সমস্যা হলে কাছে কাউকে পাইনি সমাধান পাবার জন্য। হাজার বার হতাশ হয়ে ফ্রিইল্যান্সিং এর ইতি টেনেছি। আমাদের সান্তনা দেবার কেউ কিন্তু ছিলনা। পরেরদিনই আবার পরাজিত বীরের মত পিসির সামনে বসেছি।

কিছু মনে করবেন না আপনি কি এই গ্রুপের কথা বলছেন?
https://www.facebook.com/groups/odeskhelp/
“রক্তচোষা” শব্দখচিত পোষ্টটার লিংক দিতে পারবেন একটু?

Level 0

আসসালামুয়ালাইকুম, ভাই একদম নতুন । আমি টেকটিউনে টিউন ও করতে পারিনা। আজ প্রথম কমেন্ট করলাম। আমি আপনার লেখার বিরুধে টিউন করতে এসে কমেন্ট করলাম। আমার ছোট জ্ঞানে ১০০% মনে হই আপনি মানুসের রক্ত চোষে খান। কাওকে হেল্প করার মানে যদি হয় তাঁর ইনকামের ১০% -২০% কেটে নিবেন , তাহলে এই পৃথিবীতে হেল্প বলে কিছু নাই। আপনি হেল্প সব্দতার অবমাননা করসেন। আপনি যদি কাওকে হেলপ করে তাঁর কাস থেকে টাকা নেন তাহলে আপনি তাঁর কাস থেকে বিনিমই নিলেন মানে আপনি টাকার বিনিমই কাজ শিখিয়ে দিলেন। মানে আপনি একটা কোচিং সেন্টারের এর কাজ করলেন। হা আমি সিকার করি যে আপনি আপনার নিজের একটা কাজ একজন কে দিলেন , যে সে কাজ পাচ্ছেনা , এটা নিঃসন্দেহে ভাল। এর বিনিমই আপনি তাকে যা ইচ্ছা দিতে পারেন সেটা আপনার ব্যাপার এখানে আমার কোন দিমত নাই, তবে কাজ সুরু করার আগে তাঁর সাতে এই বাপারে আলোচনা করা ভাল যে , দেখ ভাই এটা আমার কাজ তুমি কাজ পাচ্ছনা তাই তোমাকে আমার একটা কাজ দিলাম এই কাজের রেট এত আমি তোমাকে এত দিব তুমি কি এটা করবে ? আমার জানা মতে এটাই এক মাত্র ভাল পন্থা যে কেউ আমর সাতে একমত হবে। তবে আমার দিমত হল , আপনি তাকে হেল্প করার করার বিনিমই যে ১০%-২০% তাঁর কষ্টের টাকা নিসসেন সেটা সম্পূর্ণ হারাম হারাম হারাম বা রক্ত চোষে খাওয়া। আপনি যত যুক্তি দেখান সব খুরা যুক্তি। আমি অদেস্ক এ কাজ করতে চাই সমস্যা নাই আমি বিনিময় দিব। আমি গ্রাফিক্স, ফটোশপে , লোগো ডিজাইন & হাল্কা ওয়েব পেজ এর কাজ জানি। আপনি আমাকে যদি আপনার গ্রুপে নেন তবে তবে আমার উপকার হই। আমি জানি আমি আপনার বিরুধে কমেন্ট লেখাই আমাকে আপনার গ্রুপে নিবেন না।
ইতি
রোকন
০১৭৪৬৮৫৬৯৭২

    Level 0

    @rukon2012:

    ভাই আপনি জীবনে কত জনকে ফ্রী তে হেল্প করেছেন ? :p

    Level 3

    @rukon2012: ভাই জান রুকন আপনি এক কাজ করেন আপনি আমাকে বিনা পয়সায় odesk এ কাজ পাওয়ার নিয়ম প্রফাইল তৈরি করে একটা কাজ পাওয়ে দিতে পারলে আপনার কথা আমি মেনে নেব তবে কাজটা সাথে সাথে শিখিয়ে দিতে হবে। আপনার মনে হয় অভিগ্যতা তেমন একটা নেয় কি করে odesk এ কাজ পেতে হয়। আমি একটা প্রতিষ্ঠানের নাম আপনাকে বলি সেটা হল Daffodil university নাম টা হয়ত জানেন , এরা সুধু আপনাকে আউট সরসিং কাজের জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন HTML ,SEO এর সাধারন কিছু কাজ শিখিয়ে দেবে কিন্তু Odesk এ আপনি কাজ পাবেন কিনা তার নিশ্চয়তা দিবেনা তারা আপনার সাথে নিবে ৩২০০০/= টাকা । তাহলে আপনি বলেন আপনাকে একজন কাজ দিবে সেই কাজটা আপনাকে ভাল ভাবে শিখিয়ে দেবে কারন ওই কাজের জন্য আপনি তখন ফিট নন আবার আপনাকে টাকাও দেয়া হবে আর daffodil আপনাকে কাজ দেবেনা সাধারন ধারনা দেবে তাতে তারা নেবে ৩২০০০/= । কোন টা ভাল ? হাসির রাজা না আপনাকে বাঁশ দিয়ে যে ৩২০০০/= টাকা নিতে পারে? আর একটা কথা নিজে যদি পারেন মানুষকে উপকার করতে তাহলে আপনি তাদের দাওয়াত দেন ,যে ভাই আপনারা আমার গ্রুপে আসেন কাজ শিখেন- করেন পয়সা নেন বাড়ি জান, তাহলে আমি আপনার কাছে যেতে চায় এবং শিখতে চায় আপনি যা বলবেন মেনে নেব যদি সেটা বৈধ হয়। শেষে আর একটা কথা আপনাকে বলি মহা পীর সাজার চায়তে মহা পীর হয়ে দেখান কেমন ঠ্যালা লাগে। ধন্যবাদ।

Level 0

ভাইয়া,আমি তেমন কাজ জানিনা।গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতেছি,আমি কাজ শিখতে এবং যে কোন পরিশ্রম করতে রাজী আছি।আমাকে সাহায্য করার মত কেউ নাই।তাই যেকোন সিদ্ধান্ত মেনেই কাজ বা যে কোন পরিশ্রম করতে ইচ্ছুক। অনুগ্রহ করে যদি সাহায্য করেন তবে[email protected]

অসাধারন মাসুম ।

হাসির রাজা ভাইকে বলছি , আমি আপনার সাথে একমত , আপনার টিমে কাজ করতে চাই । আমি HTML , CSS3 , JAVASCRIPT , কিছুটা ILLUSTRATOR পারি । সবচেয়ে ভাল পারি Improvise করতে । I am now desperate and you know, Desperation works. আশা করি উপরোল্লিখিত problem গুলো আমাকে নিয়ে আপনার হবেনা , আমি বর্তমানে BBA পড়ছি । আমি কাজে অভ্যস্ত । আমার E-MAIL ADDRESS: [email protected] CELL PHONE NUMBER: 01721801010.

After all i can promise that you won’t be DISAPPOINTED. সুযোগ দিলে দেখাবো । অপেক্ষায় থাকলাম। Please Give me a chance. ( খারাপ বাংলার জন্য আন্তরিক ভাবে দুঃখিত)।

tahanks

ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত না। তবে আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে এটা স্বীকার করতে হবে। যাইহোক এ বিতর্কে যাব না। অনেককে দেখলাম আপনার গ্রুপে জয়েন হতে ইচ্ছুক, আমি যেহেতু ওডেস্কে নতুন তাই আমারও ইচ্ছে হচ্ছে। আমি পার্টটাইম জব করতে চাই। বর্তমানে আমি একটি ডিজাইন ও প্রিন্ট হাউজে IT প্রধান হিসাবে কর্মরত আছি। আমি গ্রাফিক্স ডিজাইন, ম্যাপ ড্রইং, অটোক্যাড টুডি ওয়ার্ক এবং কোম্পানীর সিস্টেম দেখাশুনা করি। আমাকে যদি আপনাদের গ্রুপে প্রয়োজন মনে হয় তাহলে দয়াকরে জানাবেন। আমার Odesk ID: wahid_uzzal, Skype ID: wahid_uzzal, Mob: 01712125966 । আমার প্রোফাইল 100% রেডি করা আছে। যদি সময় পান তাহলে একবার ঘুরে আসবেন।

কিভাবে Odesk গ্রুপ বা কোম্পানিতে জইন করা যাই কেউ কি বলে দিতে পারবেন। বললে অনেক উপকৃত হব।
আমার gmail id: [email protected] or 01678045722 এই নাম্বার এ একটা ম্যাসেজ পাঠাতে পারেন।

Level 0

দারুন টিউন ভাই, অসংখ্য ধন্যবাদ!
আমি মাত্র এক মাস হল ওদেস্ক এ কাজ করছি, কিন্তু তাতেই অনেকটা সাফল্য পেতে শুরু করেছি।

আমার প্রোফাইল লিঙ্ক=> https://www.odesk.com/users/~~c45d388e5290ed43

ভাইয়েরা আমার মনে হয় একজন ফ্রীলান্সার তখনি টিম বানায় যখন তিনি অনেক অনেক কাজ পান কিন্তু সব কাজ করার সময় পান না।
তানাহলে দেখুন কাজটা যদি নিজেই করি তাহলে কিন্তু কউকে কোন ভাগ দিতে হচ্ছে না।
আমি এখন প্রতিদিনই ৩-৪ টা করে প্রজেক্ট পাই। কিন্তু সময়ের অভাবে সব গুলো করা সম্ভব হয় না তাই একটা টিম বানাতে চাইছি।
হ্যা আমিও ১০% নেবো, কিন্তু কাজ দিতে পারবো। যারা কাজ পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কাজ দেবো।
Gtalk=> [email protected]
Skype=> Tapasfun

ধন্যবাদ ভাইয়া একটি চমৎকার টিউন এর জন্য।
আমি একমাস যাবত odesk এর সাথে আছি । আমি গ্রাফিক্স ডিজাইন এবং ডাটা এন্ট্রির কাজ জানি । প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে অনেক প্রতারিত হয়েছি , অনেক কাট-খড় পুড়িয়াছি । কিন্তু সঠিক নিরদেশনা পাইনি । যদি পরিশ্রমী ও অধ্যাবসাই কোন partner চান তাহলে আমার বিষয়টা বিবেচনা করতে পারেন । আমি জানি আমি সফল হব ।
my skype id : shourov.khan1
Facebook id +mail id : [email protected].

Level 3

ভাই হাসির রাজা আমি Odesk এ অনেক আগেয় জইন করছি কিন্তু কাজ পায়না এতদিনে একটা পায়ছি কিন্তু তাতে আমি তৃপ্ত নয় আমি আরও কাজ চাই । আমি গ্রাফিক্স এবং লোগো ডিজাইন করি আর একটা কম্পানির লোগো করছি। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে উপকৃত হব।আপনার অবগতির জন্য আমার প্রোফাইল লিঙ্ক দিলাম কাজ দিলে খুবি উপকৃত হব https://www.odesk.com/users/~01cea3095696126572

bohudin por keu amar moner kothata likhlo…

খুবই ভাল টিউন। আপনার পোস্ট তা না পড়লে আমি জানতাম এ না যে বাংলাদেশে এখন এই ভাবে কাজ চলছে। আমি ফ্রীলান্সিং করি ৬ বছর ধরে। কিন্তু মার্কেট প্লেসে না। আপনার কথা গুলো সব ই ঠিক। ভাই, এই সব @rukon2012: ফালতু পাবলিক এর কথায় কান দেওয়া বা তর্ক করার কোন মানে নাই। কেন জানেন? তারা আপনার কষ্ট তা বুঝবে না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্লাইন্ট মেনেজ যে জিবনে করে নাই, ২ লাইন ইংলিশ লিখলে যার ৪ টা বানান ভুল হইব তাগরে এই সব বুঝাইয়া লাভ নাই।

কারন মনে রাখবেন, বাঙ্গালী হল উন্নত পর্যায়ের বেইমান জাতি। এই যে আপনি তাকে এত কিছু সিখালেন, এত ধৈর্য ধরে বার বার দেখিয়ে দিছেন, যেটা আপনি না দেখালে সে জিবনে ও খুজে পেতনা কিভাবে কি করতে হয়।এটাকে সে শিক্ষা হিসেবে না নিয়ে নিচ্ছে হেল্প হিসেবে। হাস্যকর।

আমার মতে আপনার ২০% চার্জ করা উচিত। কারন আপনি অনেক বড় একটা রিস্ক নিচ্ছেন। যদি কাজ খারাপ হই কোন কারনে, আপনার প্রোফাইলের বারটা বাজল। তার কিন্তু কিছুই হলনা। আর নতুন দের ক্ষমতা নাই যে ক্লাইন্ট পটানো। বায়ার কি কারনে খুসি হতে পারে, কি কারনে না হতে পারে এবং এই কাজ তার উপর নিরভর করছে ভবিষ্যতে সে আপনাকে আবার হাইয়ার করবে কিনা। তাই অনেক গুলো বেপার আছে। straight 50% নেওয়া উচিত নতুনদের কাছ থেকে। করলে কর……… নাইলে মুড়ি খাও।

এতই সহজ ইন্টারনেট থেকে টাকা কামানো আর রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া???

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

Level 2

ভাই আমি গ্রাফিক্স দিসাইনের কাজ জানি।কিন্তু আমাকে হেল্প করার মত কাউকে পাচ্ছিনা।আমাকে আপনার গ্রুপে নিলে অনেক উপকার হত।আমার ফেসবুক আইডি https://www.facebook.com/shagor.ovi.9