অডেস্কের পথে কিছু মজার বিষয় :P

অনলাইনে ইনকাম সম্পর্কে কিছু মজার বিষয় দেখেন, , , ,

দেখবেন সামান্ন একটা ইমেইল আইডি খুলতে পারে না, অথচ সে চায় অনলাইকে ইনকাম করতে। এটা নিয়ে সে খুব কাপ ঝাপ করে, , , শেষ পর্যন্ত তার জায়গা হয় ডোল্যান্সার নাইলে ফালতু কোন এম এল এম অথবা পিটিসি সাইট।

আমাকে সেদিন এক বড় আপু ফোন দিছে্‌ , , , , , কিরে অনলাইনে ইনকাম নাকি খুব সোজা? আমাকেও তাইলে সিস্টেম করে দে। আমি বললাম, বিয়া বইসা জামাইর ঘরে জাউ। সেইটাই খুব সহজ হবে। 😛

এই আপুটাই আবার বলল, তার নাকি সম্পর্কে এক ছোট ভাই আছে, ইনকাম করতে চায়। আমাকে বলল দেখ, সাম্নের মাস থেকে তাকে মাত্র ৪, ৫ হাজার টাকার মত একটা ব্যাবস্থা করে দে। আমার সাফ জবাব, তোমার ভাইরে বইলো, সে যদি অনলাইনে এক টাকা হাতে পেতে চায় তাইলে তার জন্য তাকে আগামি ৬ মাস সব কিছু বাদ দিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে। যদি সে পারে তাইলে তাকে হেল্প করব। নাইলে ফুটো।

এক ছেলের ঘরে পিসি নাই। তার এক কাজিনের পিসিতে মাঝে মাঝে গান শুনে আর গেম খেলে। কয়দিন আগে কিভাবে আমার নাম্বার পাইছে। বলে ভাই, কিছু একটা করেন। আমি নেট থেকে ইঙ্কাম করতে চাই। আমি বলছি ভাই শুনেন, আপ্নে আগে একটা পিসি ম্যানেজ করেন নিজের জন্য। তার পর মডেম নিয়া দুই মাস নেট চালানো শিখেন। ফেসবুক বা হাবিজাবি জা পারেন খালি গুতাগুতি করেন। সে সাথে পারলে কিছু কাজ শিখে নেন। জেমন লেখালেখি বা ডিজাইন এর কাজ। তাইলে আমি আপনাকে লাইন দেখাতে পারবো নাইলে তো আপনি ফেইল মারবেন। সে হতাশ।

এক বছরে একজন SEO প্রায় ২০০০ (দুইহাজার) ঘন্টা কাজ করতে পারে অনায়াসে এবং তার মাসিক ইনকাম থাকে প্রায় ২ লাখ টাকার মতন। আর একই সময় একজন গ্রাফিক ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার কত কাজ করে?? মাত্র ১০০ ঘন্টা তুলতেই তার নাক মুখ দিয়ে গরম বাতাস বের হয়। আর মাসিক ইনকাম? গ্রাফিক এর ইনকাম হবে হয়তো ৩০ হাজার আর ওয়েব এর ইনকাম হবে ৫০ হাজার টাকা। (ব্যাতিক্রম আছে। জাদের লাক ভাল তাদের হিসাব আলাদা। তবে অডেস্ক এ আমি অনেক অনেক প্রোফাইল দেখছি জার মাদ্ধমে আমার কথার সত্ততা পাবেন।)

ইশরে খোদা, কেন যে আমি ডিজাইনের কাম করতে গেলুম 🙁 🙁 , , , , , তবে কাহিনি আছে, পরে বলিবো, , , , হেহেহেহে 😛

অডেস্ক এ এই মুহূর্তে আমার এক্টাই মাত্র দুঃখ, প্রায় এক বছর কাজ করার পরও আমার প্রজেক্ট এর চাইতে ঘন্টা কম !!!!!!!, , , , , মাঝে মাঝে মনে হয় বায়ারদেরকে নিয়ে নিজেও গলায় ফাস দেই। হারামিরা সব আমাকে ফিক্সড জব এ হায়ার করে। জত দ্রুত সম্ভব এই ঘন্টাকে প্রজেক্ট এর চেয়ে বেশি করতে চাই। নাইলে তো মানুসে আমার প্রোফাইল দেখলে হাসে শুধু , , , , 🙁 🙁

আরো কত্ত কাহিনির সামনে যে পরছি ভাই তা বলে শেষ করা যাবে না। আপ্নাদেরো এমন হইছে এবং হবে তা জানা কথাই 😛

Level 0

আমি হাসিররাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তো আমার মতই আছি। জীবনে কোন পরিবর্তন নেই। কোন দিন আসবে বলে আশা করি না। মানুষকে ভালবাসি, মানুষের হাসিমুখ ভালবাসি, মানুষকে হাসাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো 🙂

ভালো লিখেছেন. তবে নতুনদের একদম নিরুত্সাহিত করা উচিত না, আশা দিন, পরিশ্রম করতে বলেন, এদের ১০০ এর মাঝে ৫/১০ জন উঠে আসলেও খারাপ কি? ধন্যবাদ 🙂

    @শিমুল: হেহেহেহে শিমুল ভাই, আরেক বার পরেন, , , , নতুন্দের জাদের মাথায় সামান্য ঘিলু আছে, তারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে 😀 আর নাইলে নরমালি ঝরে পরে যাবে 😀

Level 0

যদি অনলাইনে এক টাকা হাতে পেতে চায় তাহলে তার জন্য তাকে আগামি ৬ মাস সব কিছু বাদ দিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে…
এটা একদম সত্যি কথা ,
আপনাকে অনেক ধন্নবাদ এই কথা টা তুলে ধরার জন্য।
ধন্নবাদ

Level 0

Valo likhecen vai.

Level 0

Apni khubbi mojar manush bro

Level 0

Vai, apnar odesk er profile link ta jodi ektu diten, tahole dekhe inspired hotam. Ami_o design shikhar try korsi, but khub hard lagse. Apnar help pele dhonno mone kortam

Level 0

হাসির রাজা ভাই@ অনেক ধন্যবাদ। শুভ নব বর্ষ । আশা করি ভাল আছেন।

    @habib0088: জি হাবিব ভাই, ভালই আছি তাহার রহমতে। আপ্নিও ভাল থাকুন।

ভাই খালি অভিজ্ঞ লোক চাইলে তো আমাদের মত লোক ভাতে মরবে।তাই কাজ না পাই আশা নিয়া বাচি।সুধু একটা ই চাওয়া দেখি কাজ না শিখে কোন কাজ পাই কি না।পাইলে দেখা যাবে শিখব কি না। 😛 😛

    @himangsu kar: মজা পাইছি আপ্নের কথা শুইনা ভাই। তবে বিড করার আগে প্রাক্টিস করেন। নাইলে দেখবেন বিড করে যদি কাজ পেয়ে জান তাইলে পুরা হাহাকার করবেন 😛

@hasir raja vai:: apnar sathe aktu kotha bola dorkar chilo. amar email: “[email protected]” contact korle upokrito hobo.

Level 0

@হাসিররাজা , vai kaj korar iccha chilo… vai sudhu kaj na hard work korar e iccha ahce jodi tk pai…
email:[email protected]

    @Ashif_bd: আসিফ ভাই, হার্ড ওয়ার্ক করলে টাকা পাইবেন না এইটা কি আপ্নে নিজেও বিশ্বাস করেন ?? 😀 খালি কইরাই দেখেন। টাকা সুর সুর কইরা আপ্নের পকেটে আসবে। তবে ঠিকমতন লাইন মতন 😀

সাইন আপ করার পর প্রথম কাজ পাইতে আমার ১ বৎসর লাগসে। আমার কাছে কেউ ইনকাম শিখতে আসলে microworkers ধরায়া দেই, কয়দিন খোঁচাখুঁচি কইরা বেশিরভাগই ইস্তফা দেয়।

সব কিছুর মালিক আল্লাহ ।
আল্লাহ এর রহমতে যারা নিরলস পরিশ্রম করে গেছেন তারা পেরেছেন । যেমনঃ আবু ভাই (পিএইচপি এক্সপার্ট) https://www.odesk.com/users/~~9502d3f2baf0b9ab
আর আমি ভাই এসইও এক্সপার্ট https://www.odesk.com/users/~~4db087408e8c2b18
সবি আপনাদের দোয়ায় । ভালো থাকবেন ।

    @নীলদাঁত: আবু ভায়ের প্রোফাইল দেখে আমার মাথা পুরা ঘুরতেছে সত্য ভাই, অসাধারন, বাংলাদেশের রত্ন বলা চলে তাকে। :O আর আপনার টাও জটিল পুরা। তবে আপনার মদ্ধে আইলসামির ছাপ পরিলক্ষিত 😀

Level 0

Amar ak dosto amar kase income kora shikte cichilo ami ore bolsi 2-3 bosor pc te games khal tarpor amar loge dekhe koris

Level 0

ami boss jotil manush,,,,,,,,,,,jotil kotha to komui……………ha ha ha……….lol!@হাসিররাজা

ললজ ছাড়া আর কিছু দিতে পারলাম না। লল খান মিয়া ভাই!!!!! 😉 😛

Level 0

online এ income করা অত সোজা নয় !!!!.

এই পোষ্ট টি যিনি করেছেন আমার মনে হয় উনি Graphics Design এর “G” ও জানেন না। যদি জানতেন তাহলে তাদের ইনকাম আসলে কত সেটা জানলে আপনি ১০০% মাথা ঘুরে পড়ে যাবেন। মার্কেট এ তাদের ডিমান্ড কেমন জানার চেষ্টা কইরেন। কাজে দিবো। ফাউল একটা পোষ্ট তাও আবার SEO এর মত ফালতু টপিক নিয়া। আপনি SEO এর কাজ কত টুকু জানেন । কইটা ওয়েবসাইট আছে আপনার? PR কত ??? কমেন্টটির reply দিবেন আশা করি। দুঃখিত ধন্যবাদ দিতে পারলাম না।