বাংলাদেশের মানুষের সবসময় আমাজন ইবে নিয়ে এক ধরনের হতাশায় ভুগে কারণ এত ধরনের প্রডাক্ট আর এত এত অসাধারণ প্রডাক্ট কিন্তু আমরা বাংলাদেশ থেকে কেনার সুযোগ পাইনা। আর কোন কারণে যদি সুযোগ পাওয়াও যায় তবে এত উচ্চমূল্য যে কেনার ইচ্ছাটাই মাটিতে মিশে যায়। তাই আমাজন এর পণ্য অনেক ডিসকাউন্ট এ কিনুন Backpak রেজিঃ করে। সাইন আপ করলেই আপনার ক্রেডিট এ ৫০০ টাকা যোগ হবে। যা দিয়ে আপনি পণ্য ক্রয় এর ৫০% পরিশোধ করতে পারবেন।
ধাপ ১ঃ
দেখুন কিভাবে Backpack এ SignUp করবেনঃ
প্রথমে ডান পাশের লিঙ্ক এ ক্লিক করুন ''SignUp Link ''
ধাপ ২ঃ
নিচের মত একটি পেজ ওপেন হবে, এরপর আপনি চাইলে ফেসবুক বা ইমেইল দিয়ে সাইনাআপ করতে পারবেন
ধাপ ৩ঃ
সাইন আপ এর কাজ শেষ, এখন দেখুন কিভাবে আপনি পণ্য ক্রয় করবেন। আপনি যে পন্নটি ক্রয় করতে চান সেই পনের উপর ক্লিক করলেই তারপর Bu Now এ ক্লিক করলে মত পেজ আসবে।
ধাপ ৪ঃ
তারপর Buy Now এ ক্লিক করলেই নিচের মত একটি পেজ আসবে
Select Pick Up এ ক্লিক করুন তাহলে আপনার কোন ডেলিভারী চারজ কাটবে না।
ধাপ ৫ঃ
তারপর যেকোন একটি পেমেন্ট গেটওয়ে বাছাই করুন
ধাপ ৬ঃ
আপনি বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ এর মেনু থেকে পেমেন্ট নামে যে অপশন টা আছে সেটি ব্যবহার করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট এর নাম্বারটি পেমেন্ট গেটওয়ে বাছাই করার পর আপনি পাবেন। পেমেন্ট সম্পন্ন হলে যে ট্রাঞ্জেকশন আইডি টা পাবেন সেটি নিচের ইনপুট বক্সে দিয়ে Pay বাটনে ক্লিক কলেই আপনার ডেলিভারি তারিখ বলে দিবে।
যেকোন তথ্য জানার জন্য ফোন করুন ঃ
মোবাইল ঃ০১৫৫১৮০৭০৯৭
ফেইসবুকঃ লিঙ্ক
স্কাইপঃ kamrulhasan.rijon
আমি কামরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই DBBL মোবাইল ব্যাংকিং দিয়ে কি পেমেন্ট করা যাবে?