এবার আপনিও পারবেন কোন প্রকার বক্স ছাড়া Nokia মোবাইল Flash দিতে (১০০%কাজের)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

বর্তমান Android এর যুগ সব দিকে Android আর Android তবুও অনেক Nokia ব্যবহার কারী আছে, যারা মোবাইল নিয়ে অনেক সমস্যা পড়ে তা হল মোবাইল এর Code ভুলে যাওয়া । মোবাইল hang করা ইত্যাদি। আর এই সকল সমস্যা সমাধান হবে আজকের টিউনটিতে আমি নিজেই কয়কেকটি নোকিয়া মোবাইল ফ্লাশ দিলাম, বিনিময় কিছু টাকা পেলাম , এবার আপনাদের আর টাকা খরচ করতে হবে না নিজেই পারবেন নোকিয়া মোবাইল ফ্লাশ দিতে আমার সফট দিয়ে আর লাগবে না নোকিয়ে Pc Suite .

নিচের লিংক থেকে সফট এবং Nokia_Connectivity_Cable_Driver সফট টি। তারপর দুটি সফট ইন্সটল দিন।
এবার infinity best সফট টি চালু করুন।


নোকিয়া মোবাইল ফ্লাশ দিতে হলে লাগবে Firmware Flash files এগুলো পাবো কোথায়? সমস্যা নাই আমি লিংক দিচ্ছি আপনি আপনার মডেল অনুযায়ী ডাউনলোড করে নিন। নিচের ৩টি ফাইল । Download File * Download File *Download File *  Download File

আপনার মোবাইলের RM দেখতে প্রেস করুন। *#0000# তাহলে আপনি আপনার মোবাইলেরRM  এবং ভার্সন দেখতে পারবেন সে অনুযায়ী নিচের ফাইল গুলো ডাউনলোড  করতে হবে।
1. MCU (file extention *.mcusw) - Main os file
2. PPM (file extension *.ppm_) - Langauge and icon file
3. CNT (file extension *image_) - Image file
এবার আপনার ডাউনলোড করা ফাইল গুলো দেখিয়ে দিন। নিদির্ষ্ট জায়গায়। তারপর Flash বাটনে ক্লিক করে মোবাইলের Power বাটন চাপ দিন হালকা ভাবে। তারপর দেখুন নিচের মত ফ্লাশ শুরু হচ্ছে।

এবার কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আপনার Mobile এর দিকে লক্ষ্য করুন যেন কোন ভাবেই আপনার কেবলটি পিসি থেকে Disconnect না হয়। সব ঠিক থাকলে দেখবেন আপনার Mobile এর Light একটু করে জ্বলে উঠে নিভে যাবে।
তাহলে বুঝে নিব আমাদের ফ্লাশ কাজ সম্পূর্ণ হল।
বিঃদ্রঃ আপনি ফ্লাশ না দিয়ো ও মোবাইলের লক খুলতে পারবেন নিচের পদ্ধতি ব্যবহার করে।

ভাল লাগলে টিউমেন্ট করবেন।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

হ্যাঁ ভাই অশ্যই ভালো লাগলো।

Nokia Best BB5 Easy Service হুসাইন ভাই এই টুলসটি দিয়ে ডিবাইস ছাড়া মোবাইল ফ্লাস দিতে হলে অবশ্যই DeadMode সিলেক্ট করতে হবে না হয় ফ্লাস এক্টিভ হবে না ।

দারুণ লিখছেন 😀
খুবই কাজের একখান পোস্ট

Tanx a lot bro…

যেকোন নকিয়া মোবাইল ফ্লাস দেওয়া যাবে?

    @সাইফুল ইসলাম ইরফান: কিছু কিছু নোকিয়া সেট যেমন নোকিয়া লুমিয়া সেটগুলো আর সফট এর সাথে যত RM এর ফাইল দেওয়া আছে সবগুলো হবে আশা করি আমি এই পর্যন্ত ২০ টি নোকিয়া সেট ফ্লাশ দিলাম কোন প্রকার সমস্যা ছাড়া ! তাই তো এই এই টিউন টি করা @ ধন্যবাদ ।

Level 4

দারুন লিখেছেন কিন্থু , শুধু bb5 ফ্ল্যাশ হবে ,

Blutooth দিয়ে connect করলে কি হবে ? আমার nokia 110 তে USB unsupported

আমারও একই সমস্যা রিদওয়ান আহমদ খান ভাইয়ের মত।আমার নোকিয়া ১১০ এ ইউএসবি সাপোর্ট করে না।তাহলে কীভাবে ফ্লাস দিব?

‘infinity best’ সফটওয়্যারটি এক্সার্ট করালে “This file is corrupt” আসতেছে। এর একটা Solution বলুন।

ভাই আপনাক অনেক ধন্যবাদ এটা সেয়ার করার জন্য।অনেক দিনের আশা চিল সিম্বিয়ানের লক খুলুম,আজ সফল হলাম।তবে টিউনটা আরেকটু বড় করে বুজিয়ে বললে অনেকে ভালভাবে বুজতে পারত।

Level 2

আমি তো এটা দিয়ে আমার দোকান চালাচ্ছি। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

হোছাইন ভাই NOKIA X2 ANDROID কি ভাবে ফ্লাশ দিবো দয়া করে জানাবেন ভাই… একটু বিস্তারিত বলবেন… অনেক সমস্যার ভিতর আছি।

BHAI AMI AMAR PC TE RAR FILE CHALATE PARINA . HELP ME.

অসাধারণ পোস্ট,,,,