আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকের টিউনটি সবার জন্য নয়। তবে কিছু মানুষের কাজে আসবে।
এখুন নকিয়া মোবাইল All Restore দিলেও Settings & contacts সবকিছু হয়ে যাবে আগের মতো। আমরা অনেকে Nokia মোবাইল ইউস করি কিন্তু অনেক সময় সেট নানা সমস্যা দেই এবং বাধ্য হয়ে All Restore দিতে হয়। আজকে আমি আপনাদেরকে শেখাবো কি Restore দিলেও Settings and contacts সবকিছু হয়ে যাবে আগের মতো।
At First go>menu>setting s> phone back up>create back up>সব গুলোর মধ্যে টিক দিন>done.
এবার Sim and memory খুলুন >মোবাইল চালু করে All Restore দিন >memory আর sim card লাগান > তারপর >go>memory> -back up files>restore-এ click করেন এবার 100% হবার পর Phone নিজে নিজে Restart হবে। একদম পুরো আগের মতো সব settings.
যারা যানেননা তাদের জন্য এই পোষ্টটি।
যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন, ফেসবুকএ আমি।
ধন্যবাদ।
আমি Nafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা বিষয় তারপর ও ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।