আমার ডেভলাপ করা ৩ টি উইন্ডোজ ফোন এপস

কেমন আছেন? দুই বছরেরও অদিক সময় পরে টিউন করতে বসলাম। ব্যস্ততার কারণে অনেক কিছু ভেবে চিন্তেও আর টিউন করা হয়ে উঠে না। আজ আসলাম আমার ডেভলাপ করা কয়েকটি উইন্ডোজ ফোন এপস তোলে ধরতে।

উইন্ডোজ ফোন এপস ডেভলাপিং এ খুব একটা সময় হয় নি এখনো। কিছুদিন আগে শিখা শুরু করেছি। বর্তমানেও শিখার চেষ্টা করছি প্রেকটিকেল কাজের মাধ্যমে। প্রোগ্রামিং জ্ঞান ছাড়া কিভাবে উইন্ডোজ ফোন ও উইন্ডোজ স্টোর'এর জন্যে এপস বানানো যায় তা নিয়ে একটা টিউন করার ইচ্ছে আছে।

যাই হোক এপসগুলো সম্পর্কে কিছু বলি,

IT Abbreviation

আমরা যারা আইটি সেক্টরে আছি কিংবা আইটি সেকটরের বাহিরে আছি তাদেরকে অনেক সময় এমন কিছু শব্দের সম্মুখীন হতে হয় যা সম্পর্কে জানতে হলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয় অথবা গুগল। এই এপস এর আইডিয়াটা আশে এক আপুর কথা শুনে। আপুটি যখন জানতে চাইল কিসে পরি, উত্তরে SWE বলার পর জিজ্ঞেস করে বসল এর মানে কী। ঠিক এমন অথবা এই রকম সমস্যায় পরেন সেই সংখ্যক মানুষের সংখ্যা কম নয়। তাই এপসটা নিয়ে কাজ শুরু করে দিলাম এবং বর্তমানে এটিতে ১৩০০+ ওয়ার্ড আছে। পরবর্তিতে আরো ৩০০০ শব্দ এড করার ইচ্ছে আছে। এপসটির সাইজ মাত্র ১ এমবি এবং বিনা মূল্যেই উইন্ডোজ স্টোরে পাওয়া যাবে।

লিংকঃ http://www.windowsphone.com/en-us/store/app/itabbreviation/0791c060-747d-49f5-97f1-7c0c75cc4d03

Argentina Football Team

বিশ্বকাপ চলতেছে আর সেই আমেজ কী আমার মধ্যে লাগে নাই? যদিও ব্যক্তিগতভাবে খেলাধূলা থেকে অনেক দূরে সরে আছি তাও বিশ্বকাপের আমেজ কিছুটা গায়ে লেগেছে। তাই প্রিয় দল আর্জেন্টিনার সকল প্লেয়ার, তাদের সর্বশেষ নিউজ, ভিডিও এবং সোসাল শেয়ারগুলো দেখার জন্যে একটি এপস করে নিলাম। এখানে আপনি এই সবের পাশাপাশি প্লেয়ারদের ছবিকে লক স্ক্রিনে দিতে পারবেন। এপসটির মূল্য .৯৯ ডলার। কিন্তু বাংলাদেশীরা বিনা মূল্যেই ডাউনলোড করতে পারবেন। টাকা দিয়ে এপসটি কিনলেও আশা করি ঠকবেন না। কেননা এই একটি এপসে আপনার প্রিয় টিমের সকল মেম্বার এবং লেটেস্ট নিউজ ও ভিডিওগুলো দেখার সুযোগ পাচ্ছেন তাও অনেক পরিমার্জিত উপায়ে। যা আপনাকে গুগলে খুজে বের করতে হলে ৩-৪ গুণ বেশী সময় লাগবে। এপস্টির সাইজ ১৪ এমবি। প্রতিটি প্লেয়ারের ছবি এড করার জন্যে সাইজটা একটু বেরে গেছে।

ডাউনলোড লিংকঃ http://www.windowsphone.com/en-us/store/app/argentina-football-team/d9a91740-bf29-46df-b73a-661f4ae069c2

Brazil Football Team 2014

আর্জেন্টিনার এপস তৈরীর পর, অনেকেই ব্রাজিলের জন্যে একটা বানাতে বললেন সাথে সাথে বানাই দিলাম ব্রাজিলের জন্যে একটি এপস এবং আজকে এপসটি পাবলিশ করলাম। আর্জেন্টিনার এপসটির মতই ব্রাজিলের এপসের ফিচারগুলো একই এবং মূল্য মাত্র .৯৯ ডলার।

ডাউনলোড লিংকঃ http://www.windowsphone.com/en-us/store/app/brazil-football-team-2014/f6ba541f-681a-49a9-8e6c-2e62ce14a36c

আশা করছি এপসগুলো আপনাদের কাজে লাগবে। অনুগ্রহ করে টিউন এবং এপসের ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভাল এপসটি ডাউনলোড করে ভাল ফিডবেক দিবেন। আপনার মূল্যবান সময়ের জন্যে ধন্যবাদ।

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bro keep it up. Aro besi ar exclusive app chai for windows os.

    @saeedrony: Give any idea :p

      ভাই আপনি কি উইন্ডোজ ১০ মোবাইলের জন্য অ্যাপ বানাচ্ছেন? যদি করে থাকেন তাহলে জলদি একটা বিস্তারিত টিউন করেন প্লিজ।আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম।

Jotil hoice bro

    @আল-আমিন হোসেন: @saeedrony: Give any idea :p@আল-আমিন হোসেন: ধন্যবাদ।

keep going brother

Level 0

Windows 8.1 পিসিতে চলবে???

    @Sk Miraj: না, এটা ইউনিভার্সেল এপস না। তবে পরবর্তিতে ইউনিভার্সেল এপস করার ইচ্ছে আছে।

Level 0

ভাই, windows phone 7 এ বাংলা শো করে না, আর screenshot ও নিতে পারি না, এর কোন উপায় থাকলে প্লিজ হেল্প করেন

কিভাবে উইন্ডোস ফোনের জন্য এপ তৈরি করা যায় আশা করি এইবিষয়ে টিউন করবেন

@ফাগুন রেইন ,কোডিং ছাড়া অ্যাপ বানানোর একটা প্রোজেক্ট উইন্ডোজ স্টোরে দেখছি। কিচ্ছু বুঝিনা:-(
যাই হোক, আপনার আপগুলোর উন্নত ভার্সন উইন্ডোজ ৮.১ এ দেখতে চাই। শুভ কামনা

থ্যাংকস ওনেক ভাল হয়েছে