অ্যানটুটুতে প্রকাশ পেল অ্যান্ড্রয়েড ৪.৪.১-এ চালিত নোকিয়া এ১১০ স্মার্টফোন (আপডেটেড)

আপনি যদি সম্প্রতি টেক সাইটগুলোতে খেয়াল করে থাকেন তবে দেখবেন যে নোকিয়া একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করছে। নোকিয়া নরম্যান্ডি নামে পরিচিত এই ফোনটি মূলত একটি সাধারণ মানের স্মার্টফোন। যেখানে কিনা গুগলের অ্যান্ড্রয়েড ওএস এর একটি হাইলি মডিফাইড সংস্করণ ব্যবহার করা হচ্ছে।

কিছুদিন আগেই ইভলিকস এর মতো নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, এই প্রজেক্ট হয়তোবা এখনও চালু রয়েছে। তবে অনেকেই এটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। বিশেষ করে মাইক্রোসফট এর নোকিয়ার মোবাইল বিভাগ কিনে নেবার পর এমনটা কখনোই হওয়ার নয় বলে মন্তব্য করেন অনেকে। তবে এবার এই ফোনের অ্যানটুটু বেঞ্চমার্কের মাধ্যমে বিষয়টির সত্যতার কিছুটা প্রমাণ পাওয়া গেছে।

বেঞ্চমার্ক অনুসারে নোকিয়ার এই ফোনের মডেল হল এ১১০ এবং ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরে চলছে। এতে আরও আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি ৮৫৪x৪৮০ রেজুলেশনের ডিসপ্লে। আরও জানা গেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েডের ৪.৪.১ সংস্করণে চলছে। এখন পর্যন্ত স্ক্রিনশটটি এতটুকু তথ্যই দিয়েছে।

তবে এতো কিছুর পরও এটি নিশ্চিত না নোকিয়া এই ফোন বাজারে আনবে কি না। এটি হতে পারে একটি পরীক্ষামূলক ফোন। তবে এ থেকে এটি নিশ্চিত নোকিয়ার আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে আপত্তি নেই। এমনকি তারা ভবিষ্যতে অ্যান্ড্রয়েড-চালিত ফোন বাজারে আনতেও পারে। এখন সময়ই বলবে সামনে কি হতে পারে। হয়তো সামনের মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই আমরা দেখতে পারি নোকিয়া প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

আপডেটঃ ইভলিকস নোকিয়ার এই ফোনের ইউজার ইন্টারফেসের তিনটি ছবিও ফাঁস করেছে। পাঠকদের জন্যে নিম্নে ছবিটি দেয়া হল। এতে দেখা যাচ্ছে এটি আশা এবং মাইক্রোসফটের ইউজার ইন্টারফেসের সংমিশ্রণ এবং ডুয়াল সিম সাপোর্ট করবে বলেও আভাস পাওয়া যাচ্ছে।

( সূত্র ::: priyotech )

Free latest movie এবং video songs download করতে এই সাইট visit করেন ....(ভাল লাগবেই )

http://freeallmoviedownload.com/

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good news….