অবশেষে Nokia এতদিনের প্রত্যাশিত Android phone আনছে 😆 ।
যার কোড name NORMANDY।The Varge এর একটি প্রতিবেদন Nokia এর এই খবরটি পাওয়া গেছে। জানা গেছে এটি asha series এর মত budget phone হবে। এটি অন্য Android phone থেকে কিছুটা ভিন্ন। নকিয়া অবশ্য Microsoft দের কাছে বিক্রি হবার পূর্বে ১০০০০ টা Android Phone order করেছিল যেগুলো এখন এসে গেছে । এটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে ২০১৪ সালে এটি বাজারে আসবে। নোকিয়ারা যদি এটি আগে করতো তাহলে হয়ত এদের ১৪ বছরের শীর্ষত আরো কয়েক বছর টিকে থাকতো।
এবার এর ফিচার গুলি দেখে নেই
Screen- 4 inch (16:10)
OS - Android 4.3 or 4.4
Handset Measures - 9.2 mm
Colour - Red,Blue,Black,Yellow,Cyan,Green.
NOKIA এর heavy performance + Android = Best Phone .
এটা আমার ২য় টিউন তাই সকল ভুল ভ্রান্তির জন্য মাফ চাচ্ছি।
আমি তালিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Talib Hossain খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় থাকি। আমি বর্তমানে ৮ম শ্রেণিতে পড়াশোনা করছি। কম্পিউটার প্রোগ্রামিং, ব্লগিং, সফটওয়্যার প্রোগ্রামিং এগুলো নিয়ে আমার আগ্রহ অনেক বেশি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউতার, সফটওয়্যার এসব বিষয়ের অপর পড়াশোনা করতে চাই। অবসর সময়ে আমি গেম খেলতে খুবই পছন্দ করি :p । আমার পছন্দের...
Ami kinbo