সুইচ ম্যানেজার : এক সফটওয়্যারেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ!!

ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অধিকসংখ্যক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল/আনইনস্টলসহ বিভিন্ন কারণে শখের মোবাইল ফোনটি ধীরগতির হয়ে যেতে পারে। র‌্যামে থাকা অস্থায়ী ফাইলগুলো মুছে এই ধীরগতির সমস্যা দূর করা যায়। আর এ সমস্যা দূর করার জন্য খুবই কার্যকর একটি অ্যাপলিকেশন 'সুইস ম্যানেজার'।
সুুইস ম্যানেজার ম্যানুয়ালি অথবা স্বয়ংক্রিয়ভাবে সেলফোনের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার কাজ করে। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ও পরিপূর্ণ ফাইল ম্যানেজারের বৈশিষ্ট্যও রয়েছে অ্যাপলিকেশনটিতে। এটিতে রয়েছে মোবাইল ফোনের চলমান ও ইনস্টল করা প্রোগ্রামের নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সব সিস্টেম তথ্য, প্রধান প্রধান প্রোগ্রামগুলো ইনস্ট্যান্ট অ্যাঙ্েেসর জন্য ফ্লটিং মেন্যু ব্যবহার সুবিধা। এ ছাড়াও অ্যাপলিকেশনটির সাহায্যে দ্রুত ও বিশ্বস্ততার সঙ্গে কোনো ফাইল মুছে ফেলা, স্থানান্তর, নাম পরিবর্তন ও কপি করা সম্ভব। অ্যাপলিকেশনটির আইকনের মাধ্যমে সময়, ফ্রি মেমোরি, সিপিইউ ব্যবহারের পরিমাণ, ব্যাটারি লেভেল ও ড্রাইভ ব্যবহারের পরিমাণ জানা সম্ভব। রয়েছে কি-প্রেস শর্টকাট, যার মাধ্যমে নির্দিষ্ট কি চেপে কোনো প্রোগ্রাম এক ক্লিকেই নিয়ন্ত্রণ করার সুবিধাও। এ ছাড়া সম্প্রতি ব্যবহৃত প্রোগ্রামগুলো দেখার জন্য রয়েছে রিসেন্ট লিস্ট। প্রায় সব ফিচারই কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। সিমবিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমের সব মডেল ছাড়াও এটি নকিয়া ও স্যামসাংয়ের বেশ কয়েকটি টাচ-স্কিনের সেলফোন সমর্থন করে এই অ্যাপলিকেশনটি।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ!

Level 0

আমি techtips। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মোবাইল সফট লাগলে আমাকে বলুন এম এম এস করে এখনি পাঠিয়ে দিব। ফ্রি বলে কথা
মেইল করুন সাথে মোবাইল নাম্বার দিন: [email protected]
নকিয়া ৩০০ কেবি চায়না ৯০০ কেবি ফ্রি গেমস সফট ইত্যাদি ইত্যাদি । ভাল থাকুন: