ফাঁস হয়ে গেল নকিয়া তাদের লুমিয়া সিরিজে একটি ফ্যাবলেট আনতে যাচ্ছে।

সর্বপ্রথম বড় ভাইয়েরা আমার সালাম নিবেন এবং ছোটদের জন্য রইলো আমার স্নেহ । গতকাল আমি একটি টিউন করার পর আজ আমার এই টিউনটি ২য় নম্বর। আমি আজ আপনাদের কাছে এটি গোপন তথ্য দিনে  হাজির হয়েছি তা হলো নকিয়া লুমিয়া সিরিজের ফ্যাবলেট। আর কথা না বাড়িয়ে দেখে নিই এই গোপন তথ্য।

ফ্যাবলেটের সাথে আমরা প্রায় অনেকেই পরিচিত। সাধারণত ৫-৬.৮ ইঞ্চির ডিসপ্লে মধ্যকার মোবাইল গুলোকে ফ্যাবলেট বলা হয়ে থাকে। বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে নকিয়া তাদের মোবাইল সিরিজে আরও একটি প্লাটফর্ম যোগ করতে যাচ্ছে আর সেটি হল ফ্যাবলেট।

 

সম্প্রতি চায়নার একটি মোবাইল প্রস্তুতকারী ফ্যাক্টরী থেকে নকিয়ার ফ্যাবলেটের ফ্রন্ট কাভারের একটি ছবি ফাঁস হয়েছে।

ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট কাভারটিতে নকিয়ার লোগো এবং এর ডিসপ্লে হল ৬ ইঞ্চি। ফ্রন্ট ক্যামেরার জন্য স্লটটিও আমরা দেখতে পাচ্ছি। আপাতত এর চেয়ে বেশি আর কিছু জানা যায়নি।

 

আশা করা হচ্ছে নোকিয়া তাদের এই ডিভাইসটিতেWindows Phone GDR3 আপডেট সহ রিলিজ করবে। এই আপডেটের মাধ্যমে ডিভাইসটিতে1080p FULL HD রেজুলেশন সাপোর্ট করবে এবং টাইলসের সংখ্যা ডিসপ্লেতে নতুন করে কাস্টোমাইজ করা যাবে। 


ভবিষ্যতে এই ব্যাপারে নতুন কোন তথ্য ফাঁস হলে আমরা আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব। আজ তবে এতটুকুই থাকছে।

আমার এই টিউনটি কেমন লাগলো আপনারা জানাবেন।

ধন্যবাদ আবার দেখা হবে।

Level 0

আমি LoveR Boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস