সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউন টি শুরু করছি।আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটি খবর নিয়ে।হয়ত অনেকে শুনেছেন অথবা এই খবরটি আগে দেখেছেন।যাই হোক যারা ইতিপুর্বে জানেননি তাদের জন্য আমার এই লেখাটুকু।আমরাতো সবাই জানি নকিয়া একটি পরিচিত জনপ্রিয় ব্র্যান্ড।নকিয়া ঘোষনা দিলো প্রায় ২৯০ ডলার মূল্যে ৪.৭ ইঞ্জি ডিসপ্লেবিশিষ্ট মধ্যম রেঞ্জের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এবছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসব
নোকিয়ার নতুন ফোনের স্ক্রিনটি বেশ বড় হলেও প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনের তুলনায় কিছুটা কম ক্ষমতার। ৮০০ বাই ৪৮০ রেজুলিউশনের স্ক্রিন রয়েছে ফোনটিতে।
এলটিই ও এইচএসপিএ প্রযুক্তি রয়েছে ফোনটিতে। এর ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্প ক্ষমতাসম্পন্ন। পলিকার্বনেট বহিরাবরণের কমলা, হলুদ, উজ্জ্বল সবুজ, সাদা ও কালো মোট পাঁচটি রংয়ে পাওয়া যাবে ডিভাইসটি।
২৯০ ডলার মূল্যের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এ বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
Source Internet
আমি medicalsuggestion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।