এখন আপনার নোকিয়া S40 EDITION এর মোবাইল কাজ করবে আরও দ্রুত আর তাতে চলবে বহু সফটওয়্যার আর গেম খুব সহজেই

আমরা অনেকেই নোকিয়া মোবাইল (S40 Edition) ব্যবহার করি কিন্তু অসুবিধা হল অনেক সফটওয়্যার রান হয়না আবার যেগুলো রান হয় সেগুলোর মধ্যে কিছুগুলো তে "APPLICATION ERROR" দেখা যায় । এছাড়া মোবাইল হ্যাং করা , স্লো হওয়া তো লেগেই রয়েছে । এগুলোর থেকে মুক্তি দিতে আমি আপনাদের জন্য একটা উপায় নিয়ে এসেছি ।
প্রথমে Nokia Suite সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে ।
এরপর ইন্সটল করুন নিচের ছবির মত । 
 
 

ইন্সটল করার পর আপনার মোবাইল কানেক্ট করুন (অবশ্যই Data Cable দিয়ে কানেক্ট করবেন) ।
আপনার মোবাইল এ তিনটি অপশন দেখা যাবে সেগুলোর মধ্যে একটাতে লেখা থাকবে Nokia Ovi Suite সেটা সিলেক্ট করুন । 

এরপর Nokia Suite এর Software Updates অপশন এ ক্লিক করুন । 

এরপর দেখবেন আপনার মোবাইল এর জন্য নতুন সফটওয়্যার চেক করা হচ্ছে ।


 যদি সফটওয়্যার পাওয়া যায় তাহলে সেটা ডাউনলোড করে আপনার মোবাইল এ ইন্সটল করুন দেখবেন আপনার মোবাইল আগের থেকে অনেক বেশি ভালো চলছে । দেখবেন ইন্সটল করার সময় আপনার মোবাইল Automatically রিস্টার্ট নিচ্ছে । ভয় পাবেন না । ইন্সটল হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ।
আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নোকিয়া X2-00 ব্যবহার করি । প্রথম প্রথম বেশ ভালই চলতো মোবাইলটা কিন্তু কয়েকমাস পরে প্রায়ই হ্যাং করতে শুরু করে স্লোও হয়ে যায় , আর তাছাড়া অনেক সফটওয়্যার আর গেম চলতো না ।
এখন আমি সফটওয়্যারটা আপডেট করে দেখলাম আগের থেকে অনেক ভালো চলছে । "Application Error" লেখাটাও আর দেয় না বলতে গেলে । এক কথায় ফোনটা আগের থেকে অনেক ভালো চলছে ।
বি.দ্র যদি সফটওয়্যার আপডেট করতে গিয়ে কারো মোবাইল এ কোন প্রব্লেম দেখা দেয় বা মোবাইল কাজ না করে তাহলে আমি দায়ী থাকবো না । আর ইন্সটল করার সময় ভুলেও মোবাইলটাকে Data Cable থেকে খুলবেন না নাহলে কিন্তু মোবাইল বিকল হয়ে যেতে পারে । 
আমি জাভা সেট ব্যবহার করি তাই জানি না এটা Symbian এ কাজ করে কিনা , আপনারা অবশ্য চেষ্টা করে দেখতে পারেন । 
আজ এ পর্যন্তই সামনে দেখা হবে । ভালো থাকবেন , সুস্থ থাকবেন । ধন্যবাদ ।
 ও আর একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হল কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন , আর কোন অসুবিধা হলে সেটাও বলবেন ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যেভাবে টিউনের শিরোনাম দিয়েছেন, ঠিক ততখানি কাজ কিন্তু করেনা এই আপডেট ! আপডেটের মাধ্যমে নকিয়া চেষ্টা করে কিছু ল্যাগ দূর করবার কিন্তু দেখা যায় প্রতিবার আপডেট করার পর ১ থেক দেড়টি বিষয় তারা ঠিক করতে পেরেছে । আমি বর্তমানে ব্যাবহার করছি X2-02 । ইতিমধ্যেই তিন বার আপডেট করা হয়েছে । কিন্তু, এখনো হাজারটা প্রবলেম রয়ে গেছে এই মডেলটিতে । আর অ্যাপ্লিকেশন এররের কথা বলছেন, অ্যাপ্লিকেশনের মাঝেই যদি ল্যাঙ্গুয়েজ জনিত কোন এরর থেকে থাকে তবে তো ভাই সেটের ফার্মওয়্যার আপডেট করে লাভ নেই, তাইনা ??

আপনার প্রক্রিয়ায় সামান্যতম দ্রুত মনে হয় আসলে সেই সামান্যটা কত সামান্য এটার জন্য যদি কোন বেঞ্চমার্ক করার প্রক্রিয়া আমাদের কাছে থাকতো, তবে ভালো হত …।

    @রুমার: আমার কাজ দিয়েছে তাই আমি টিউনটা করেছি । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

    @রুমার: আমি আপনার সাথে একমত।
    আর এই প্রক্রিয়াটি অনেক আগে থেকেই অনেকেরই জানা।

Level 0

আপনার পদ্ধতি টি সাময়িক, ফোন আপডেট করলেও কিছুদিন পর আবার ওই সমস্যা দিবেই। এর চেয়ে ভাল উপায় হল ফোনের মেমরি ফরম্যাট করা ( internal memory) । *৭৭৮০# এটি হল ফোন মেমরি ফরম্যাট করার পাসওয়ার্ড।

    @n2roy: আমার মোবাইল কিন্তু আপডেট করার পর এখনো পর্যন্ত খুব ভালো চলছে । প্রায় ৮ মাস হয়ে গেল আপডেট করা ।

বেশ কাজের টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি আমার নকিয়া C2-01 দুই বার আপডেট দিয়েছি প্রথমে V11.20 এবং পরে V11.40 এখন অনেক ভাল কাজ করছে।।

Level New

Age theke jani. lav temon akta hoi na… .

    @tunebd: আমার কিন্তু অনেক কাজে দিয়েছে ।