সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক স্ট্যাটাসপ্রেমীদের জন্য সুখবর। স্ট্যাটাসে কতোসংখ্যক অক্ষর ব্যবহার করা যাবে সে সীমা বাড়িয়েছে ফেসবুক। এখন ফেসবুকের স্ট্যাটাস হিসেবে সব্বোর্চ ৬৩ হাজার ২০৬ অক্ষর ব্যবহার করা যাবে।
মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটারে মাত্র ১৪০ অক্ষরের মধ্যেই টুইট করতে হয়। ২০০৯ সালের মার্চ মাস পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিতে মাত্র ১৬০ অক্ষর ব্যবহারের সুযোগ পেতেন ফেসবুক ব্যবহারকারী। এরপর ধীরে ধীরে অক্ষরের পরিধি বাড়াতে শুরু করে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অক্ষর ব্যবহার করা যেতো মোটেই ৫ হাজার। নভেম্বর মাসে ৫ হাজার থেকে বাড়িয়ে অক্ষর ব্যবহারের পরিধি ৫০ হাজার পর্যন্ত বাড়িয়ে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ডিসেম্বরের শুরুতেই ফেসবুকে সব্বোর্চ ৬৩ হাজার ২০৬ অক্ষর ব্যবহার করা যাচ্ছে।
এদিকে, ফেসবুকের মতোই গুগল প্লাসেও স্ট্যাটাস পোস্ট করা যায়। গুগল কর্তৃপক্ষ, গুগল প্লাসে স্ট্যাটাস আপডেটের জন্য কোনো অক্ষর ব্যবহারের সীমা রাখেনি। যতোখুশি ততো অক্ষর ব্যবহার করা যাবে এমন দাবী করা হলেও হিসেব করে দেখা গেছে ১ লাখ অক্ষর পর্যন্ত ব্যবহারের সুযোগ রয়েছে গুগল প্লাসের স্ট্যাটাস হিসেবে।
তথ্য ও সূত্র
আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020
ভালো খবর, আপনাকে ধন্যবাদ জানানোর জন্য