“অনেক দূরের ভিসা হয়ে গেছে!!” টিপু তুমি রবে নিরবে……

টিউন বিভাগ খবর
প্রকাশিত

"এই টিপুকে চিনস??" "না"। "সামু, টেকটিউন্সের নিয়মিত পাঠক তুই তাও চিনস না!" আমার বন্ধুর সাথে ঠিক এইভাবে কথাগুলো আমার হয়েছিল। ওইদিনই বাসায় এসে খুজে বের করলাম টিপুকে। আমার চেয়ে উনি অনেক সিনিওর। কিন্তু মানুষটা অসম্ভব ভাল। কথা বলতেই ভাল লাগে। উনার সামু, টেকটিউন্স এর সব লিখা আমি পড়েছি। একবার তো বিল গেটসকে নিয়ে উনি একটা স্যাটায়ার লিখেছিলেন বলে অই পোস্টের কারনে আমার সাথে তার একটা ছোট খাটো বচসা হয়!! আমার আগের ফেবু আইডিটা একটা বিশেষ কারনে ডিএক্টিবেট করার পর ২ মাস পর যখন  আবার তা তখন টিপু ভাইকে রিকোয়েস্ট পাঠালেও অজানা কারণে তিনি তাতে সাড়া দেননি। খুব রাগ হয়েছিল। উনার এই লিখাটা যখন আমি দেখি তখন মন্তব্য করতে গিয়েও পারিনি কারন সামুতে আমি তখন সেফ ছিলাম না, আজো সেফ হইনি। টিপু ভাই খুব সাধারন মানুষ। নিজেকে নোবেলজয়ী নিকটা কার আইডিয়াতে দিয়েছিলেন তা এখনো জানি না আর জানাও হবে না। কারন টিপু ভাই তো আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি উনি জোয়ার সাহারাতে থাকে আর আমি খিলক্ষেতে থাকি। অথচ উনার সাথে দেখা করার মত সময় হয়ে উঠেনি।   আজ যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমাদের না জানিয়ে চলে গেলেন, তখন নিজের কাছে নিজেকে এতটাই অপরাধী মনে হচ্ছে।  দূরারোগ্য লিউকেমিয়ায় (একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া)ভুগে মাত্র ২২ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন উনি। চলে যাওয়ার আগেও তিনি এক মুহুর্তের জন্য বুঝতে দেননি কি এক দানবের সাথে তিনি লড়ছেন। উনার সাথে হয়ত বেশী হলে এই যুদ্ধে শামিল হতাম। কিন্তু ছোট এই দুনিয়াতে নিজের কষ্ট আরেকজনকে দিতে চান না বলে কাউকে কিছু বলেননি। এই সেই শক্ত মানুষটি, আজ তিনি আমাদের সাথে নেই!!

সামুর রুবেল ভাইয়ের সাথে তার এক মাস আগে চ্যাট হয়েছিল। টিপুভাই বলেছিলেন, "অনেক দূরের ভিসা হয়ে গেছে!!" আজ রুবেল ভাই এর স্ক্রিনশটটা দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি!! রুবেল ভাই এর অনুমতি ছাড়াই আমি স্ক্রিনশটটি দিচ্ছি কারন আমি সামুতে এখনো সেফ হইনি।

আমি বুঝতেছি না মানুষ কিভাবে এতটা শক্ত হতে পারে।

সামুর ব্লগার "একজন ছেলে" এর কাছ থেকে পাওয়া উনার মেডিক্যাল রিপোর্টটাও শেয়ার করলাম।

আসলে রিপোর্ট পাওয়ার পরি তিনি বুঝে গিয়েছিলেন মৃত্যু প্রতিনিয়ত তাকে প্রদক্ষিন করছে। আমি মেডিক্যাল রিপোর্ট বুঝি না। আপনাদের জন্য ব্লগার "একজন ছেলে" এর কথাগুলো তুলে ধরছি, "রিপোর্ট এর পরেই ও আসলে বুঝে ফেলে আর কোনভাবেই সে বাচবে না ,হয়ত আর সপ্তাহ দুয়েক.....কারন রিপোর্ট এ দেখা যায় ওর শরীরে অপরিণত কোষ এখন প্রায় ৭০% আর কিছুদিনের মধ্যেই সেটা ৯০+ হয়ে যাবে আর সে ......"

উনার মত আমারো গলাটা ধরে এসেছে। বিনম্র শ্রদ্ধা তোমার প্রতি। তুমি যেখানে থেকো, ভাল থেকো। মন থেকে সেই দোয়াই করি। আমার অপরাধটা জানার সুযোগ হল না আর ক্ষমা চাওয়াও হল না। পরলোক থেকে আমাকে মাফ করে দিও।

আসুন আমাদের সহযাত্রীর এই মৃত্যুতে আজকে আমাদের সকল প্রোফাইল পিক এ কালো ব্যাজ ধারন করি।

বিশেষ ধন্যবাদ- ব্লগার একজন ছেলে

ব্লগার রুবেল

Level 0

আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমরা শোকাহত

কিছুই বুঝলাম না ভাল মানুষগুলো কেন এত তারাতারি পৃথিবী থেকে চলে যায় কিছুই মাথায় আসতেছে না…..

    @হাসিব: এর কোন ব্যাখ্যা নেই। সবাইকে যেতে হবে। তবে এরা মনে হয় একটু আগেই যায়! 🙁 🙁

খবরটা শুনার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে…….

কথাগুলো পড়ে সত্যিই খুবই কষ্ট পেলাম । উনি অনেক উচু মানের একজন ব্লগার ছিলেন ! আমি উনার টিউন দেখে “গুগল ক্রম” “টেক্স রিকভার এডঅনস” ইত্যাদি অনেক কিছুই শিখেছি , সবচেয়ে ভালো লাগতো উনার “পুংটা” নামক শব্দটি শুনে কারন , এই শব্দটি আমার একেবারেই অপরিচিত ছিল । উনার টিউন আমি অনেক মজা করে পড়তাম । দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নতুল ফেরদাউস , দান করেন (আমীন)।।

    @প্রিন্স মাহমুদ: আমরাও সেই দোয়া করি। উনার গুগোল ক্রোম এর লিখাগুলা তো অসম্ভব ভাল। এমন একজন এভাবে যাবে বুঝতে পারিনি ভাই! 🙁 🙁 🙁

Level 0

বিকেলে খবর টা শুনে আর কোন কাজ করতে পারি নাই। দুঃখিত এই মুহুর্তে আর কিছু লিখতে পারছি না

    @rok32: “অনেক দূরের ভিসা হয়ে গেছে!!” এটা দেখে আমি ভাই কোন কথা বলতে পারি নাই!! কিভাবে একজন মানুষ এভাবে………

টিপু ভাইয়ের কথা ধরেই এগোতে চাই, “চিকিৎসায় আমরা অর্থ দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু আমরা রক্ত দিয়ে কিন্তু সাহায্য করতে পারি। একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে প্রচুর রক্তের প্রয়োজন পড়তে পারে। আসুন আমরা নিয়মিত রক্তদান করি, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, কিন্তু একদিন আপনিই এই ভেবে গর্বিত হবেন যে আপানার রক্তে একটি জীবন বেচেছিল।”

টিপু ভাই আমাদেরও একদিন আপনার (‘দের) কাতারে এসে দাড়াতে হবে।

    @রোমান: আসলেই তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসুন অন্তত ৬ মাসে একবার হলেও রক্ত দান করি। এতে উনার মত মানুষেরা যারা এই রোগে ভুগছে তাদের জন্য তো কিছু করতে পারব!!

Level 0

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যেখানেই থাকুক উনি ভালো থাকুক।

Ami take konodin dekhi nai,take ami chini na tobuo ai tune ta porar por amar ato kosto hocche jen amar vhai mara geshen.ami ALLHA ar kase ai prayer kori ALLAH give tipu vhai behast

Level 0

আমরা শোকাহত

সামুতে তার নিক সেফ করা নিয়ে একটা পোস্ট করেছিলেন, সেখানে আক্ষেপ করে একটা মন্তব্যও আছে তার, “আর আমার দিনও বেশি নাই :|” আমি সত্যিই হতবাক, কিভাবে একজন মানুষ মানুসিকভাবে এত ধীর হতে পারে। :/ আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

    @মাখন: কিভাবে একজন মানুষ এভাবে কেমনে নিজেরে………বলার ভাষা নেই…………

সহমত।আল্লাহ-র কাছে এই বৃদ্ধের মিনতি,তিনি যেন এক্ষণ তাকে মুখ দেন।আমিন..।

কানতেই আছি :'(

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই……হয়ত একদিন আমিও হারিয়ে যাব, আপনিও হারিয়ে যাবেন কিন্তু আমাদের নাম নেওয়ার মত কেউ থাকবে না!!! এটাই নিয়তি। তার আত্মার শান্তি কামনা করছি……

খুব ভালো টিউনার ছিলেন।নাম টাও দিয়েছিলেন সুন্দর। আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন।আমীন……।।

😥

কিছু বলার ভাষা নেই…………………………..

আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন। আমীন……।।

জোয়ার সাহারা আর আমি বারিধারা ।এত কাছে থেকও দেখতে পারি নি মানুষ্টিকে। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক আমিন

দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নতুল ফেরদাউস , দান করেন (আমীন)

তার একটা reply -১১ ই জুন, ২০১১ রাত ৯:৫৬

লেখক বলেছেন: আরিফ রুবেল ভাইগো আপনে ধৈর্য্য হারান নাই কারন ২ মাস পরেও আপনার লিখে যাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আমার যতটুকু লিখার তা ইতিমধ্যে বমি করে দিছি, এখনো যদি সেইফ না করে কবে করব? 🙁

আর আমার দিনও বেশি নাই 😐

তার একটা reply samu -১১ ই জুন, ২০১১ রাত ৯:৫৬

লেখক বলেছেন: আরিফ রুবেল ভাইগো আপনে ধৈর্য্য হারান নাই কারন ২ মাস পরেও আপনার লিখে যাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আমার যতটুকু লিখার তা ইতিমধ্যে বমি করে দিছি, এখনো যদি সেইফ না করে কবে করব? 🙁

আর আমার দিনও বেশি নাই 😐

    @nahidrayhan: “আর আমার দিনও বেশি নাই” কি নির্বিকারভাবে বললেন!! 🙁 🙁

কষ্ট পাইলাম 🙁

আমার অভাগ লাগছে উনার মনটা দেখে, নিজের মৃত্যুকে কত সহজে মজা করে বলে দিচ্ছে…
আল্লাহ তুমি উনাকে বেহেশ্ত নসিব কর…

Level 0

rakib ashole ami ekta kotha kothao bolini kintu ekhon na bole partesi na.ami kisudin agei erokom ekta jinish jante parsilam.tipu vai ke chene emon ekta friend ase amar.o amake tipur kotha bolsilo kintu tokhon ami vabini je eitai shei tipu.ami nijeke ki bole shantona dibo ekhon bolo.khub mon kharap lagche.ami chai uni jekhanei thakuk shantite thakuk.

    @S4t4N1C: শোভন আমি তো নিজেই এখনো এইটাকে মানতে পারতেছি না!! উনি অনেক বড় মনের মানুষ ছিল। আর তুমি টিপু ভাইকে দেখছ?

Level 0

আমার অবাক লাগছে উনার মনটা দেখে, নিজের মৃত্যুকে কত সহজে মজা করে বলে দিচ্ছে…
আল্লাহ তুমি উনাকে বেহেশ্ত নসিব কর…

Level 0

আজকেই আমি জানলাম সামুতে। বিশ্বাস করেন খুব খারাপ লাগছে। চলুন, মারা যাবার আগে কিছু আমল করে যাবার চেষ্টা করি। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করন। আমিন।

কি বলব ভাষা খুঁজে পাচ্ছিনা,
মনে হয় পৃথিবীর সবকিছুই মিথ্যা আর মৃত্যুটাই সত্য,যার কাছে সবাইকেই আত্নসমর্থন করতে হয়।
*টিপু ভাইয়ের জন্য রইল আমার দোয়া আল্লাহ যেন উনার উপর রহম করেন।
*আর সবার জন্য বলি আসুন আমরা চিরন্তন সত্য মৃত্যুর জন্য নিজেকে তৈরি রাখি এবং প্রস্তুত করি নিজেকে পরকালের জন্য।কারন টিপু ভাইয়ের মত আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে।

Tipu tumay chinina, tune ta pore etota kharap lagse. mon chaise gola sere ektu kadi. Allah r kase prarthona kori ” He Allah tipu vaike tumi behesto nosib koro. Ami tumar kase vikkkha chai Allah.”

Level 0

আমরা শোকাহত, মর্মাহত… ঈশ্বর তার সদ্গতি করুন…।