"এই টিপুকে চিনস??" "না"। "সামু, টেকটিউন্সের নিয়মিত পাঠক তুই তাও চিনস না!" আমার বন্ধুর সাথে ঠিক এইভাবে কথাগুলো আমার হয়েছিল। ওইদিনই বাসায় এসে খুজে বের করলাম টিপুকে। আমার চেয়ে উনি অনেক সিনিওর। কিন্তু মানুষটা অসম্ভব ভাল। কথা বলতেই ভাল লাগে। উনার সামু, টেকটিউন্স এর সব লিখা আমি পড়েছি। একবার তো বিল গেটসকে নিয়ে উনি একটা স্যাটায়ার লিখেছিলেন বলে অই পোস্টের কারনে আমার সাথে তার একটা ছোট খাটো বচসা হয়!! আমার আগের ফেবু আইডিটা একটা বিশেষ কারনে ডিএক্টিবেট করার পর ২ মাস পর যখন আবার তা তখন টিপু ভাইকে রিকোয়েস্ট পাঠালেও অজানা কারণে তিনি তাতে সাড়া দেননি। খুব রাগ হয়েছিল। উনার এই লিখাটা যখন আমি দেখি তখন মন্তব্য করতে গিয়েও পারিনি কারন সামুতে আমি তখন সেফ ছিলাম না, আজো সেফ হইনি। টিপু ভাই খুব সাধারন মানুষ। নিজেকে নোবেলজয়ী নিকটা কার আইডিয়াতে দিয়েছিলেন তা এখনো জানি না আর জানাও হবে না। কারন টিপু ভাই তো আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি উনি জোয়ার সাহারাতে থাকে আর আমি খিলক্ষেতে থাকি। অথচ উনার সাথে দেখা করার মত সময় হয়ে উঠেনি। আজ যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমাদের না জানিয়ে চলে গেলেন, তখন নিজের কাছে নিজেকে এতটাই অপরাধী মনে হচ্ছে। দূরারোগ্য লিউকেমিয়ায় (একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া)ভুগে মাত্র ২২ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন উনি। চলে যাওয়ার আগেও তিনি এক মুহুর্তের জন্য বুঝতে দেননি কি এক দানবের সাথে তিনি লড়ছেন। উনার সাথে হয়ত বেশী হলে এই যুদ্ধে শামিল হতাম। কিন্তু ছোট এই দুনিয়াতে নিজের কষ্ট আরেকজনকে দিতে চান না বলে কাউকে কিছু বলেননি। এই সেই শক্ত মানুষটি, আজ তিনি আমাদের সাথে নেই!!
সামুর রুবেল ভাইয়ের সাথে তার এক মাস আগে চ্যাট হয়েছিল। টিপুভাই বলেছিলেন, "অনেক দূরের ভিসা হয়ে গেছে!!" আজ রুবেল ভাই এর স্ক্রিনশটটা দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি!! রুবেল ভাই এর অনুমতি ছাড়াই আমি স্ক্রিনশটটি দিচ্ছি কারন আমি সামুতে এখনো সেফ হইনি।
আমি বুঝতেছি না মানুষ কিভাবে এতটা শক্ত হতে পারে।
সামুর ব্লগার "একজন ছেলে" এর কাছ থেকে পাওয়া উনার মেডিক্যাল রিপোর্টটাও শেয়ার করলাম।
আসলে রিপোর্ট পাওয়ার পরি তিনি বুঝে গিয়েছিলেন মৃত্যু প্রতিনিয়ত তাকে প্রদক্ষিন করছে। আমি মেডিক্যাল রিপোর্ট বুঝি না। আপনাদের জন্য ব্লগার "একজন ছেলে" এর কথাগুলো তুলে ধরছি, "রিপোর্ট এর পরেই ও আসলে বুঝে ফেলে আর কোনভাবেই সে বাচবে না ,হয়ত আর সপ্তাহ দুয়েক.....কারন রিপোর্ট এ দেখা যায় ওর শরীরে অপরিণত কোষ এখন প্রায় ৭০% আর কিছুদিনের মধ্যেই সেটা ৯০+ হয়ে যাবে আর সে ......"
উনার মত আমারো গলাটা ধরে এসেছে। বিনম্র শ্রদ্ধা তোমার প্রতি। তুমি যেখানে থেকো, ভাল থেকো। মন থেকে সেই দোয়াই করি। আমার অপরাধটা জানার সুযোগ হল না আর ক্ষমা চাওয়াও হল না। পরলোক থেকে আমাকে মাফ করে দিও।
আসুন আমাদের সহযাত্রীর এই মৃত্যুতে আজকে আমাদের সকল প্রোফাইল পিক এ কালো ব্যাজ ধারন করি।
বিশেষ ধন্যবাদ- ব্লগার একজন ছেলে
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
আমরা শোকাহত