১৫৯৯৯ টাকায় “Made in Japan” ল্যাপটপ! নাকি…….

টিউন বিভাগ খবর
প্রকাশিত


প্রথম থেকে শুরু করি। গতকাল আমি এই টেকটিউন এর একটা টিউন(google chromebook সম্পর্কিত) এর কমেন্ট এ একজনকে দেখলাম SD Inc. নামক একটা ল্যাপটপ সম্পর্কে suggest করতে। link: https://www.techtunes.io/computing/tune-id/98359/
বেশ কিছুদিন ধরেই আমার এক বন্ধু আমার কাছে কম দামে একটা ল্যাপটপ কেনার জন্য সাহায্য চাইছিল। তাই আমি এটা সম্পর্কে interested হই। তখনই আমি ওদেরকে ফেসবুকে এটার বেপারে জিজ্ঞেস করি। ওরা বলে ওদের stock এ অল্প কিছু আছে এবং আমাকে 0171 757 6588 এই নাম্বার এ যোগাযোগ করতে বলে। আমি যোগাযোগ করলে ওরা বলে vat সহ ১৬৮০০ এর মত পরবে। ওদের অফিস রামপুরায়। তো আমি ঠিক করি শনিবার যাব। তখন এত কিছু খেয়াল করি নি। কিন্তু আজকে কি মনে করে ওদের ওয়েবসাইট এ ঢুকে দেখি ওদের ওই ল্যাপটপ এর processor মডেল এ বানান ভুল। তারা লিখেছে Duel core. কিন্তু প্রক্রতপক্ষে এটা হবে Dual core. তখন আমার একটু খটকা লাগে, এতবড়ো company যারা world wide service!(according to their website) দিয়ে আসে তারা এই ছোট জায়গায় ভুল করতে পারে! তারপরে একটু investigation start করলাম।
# যেমন ওদের ওখানে লেখা Made in Japan. তারমানে SD Inc. অবশ্যই Japanese হবে। কিন্তু নিচে যেসব ছবি দেওয়া তার মধ্যে কোন জাপানির ছবি নাই।
# তারা যেভাবে লিখেছে তাতে এটা নিশ্চয়ই অনেক বড় company হবে। তাই এটা সম্পর্কে জানার জন্য আমি google এ search করলাম। এখন যে যুগ, কারো নাম google এ সার্চ দিলেও তাকেও google খুজে বের করে। কিন্তু এটার ক্ষেত্রে কিছুই পাই না। বরং SD research না কি যেন আছে। obviously এটা আর আমাদের SD Inc same না।

#এরপর আবার তাদের ওয়েবসাইট এ ঢুকি। নিচের দিকে Headlines এ দেখি ওরা mobile phone & tablet pc ছাড়ছে। নাম দেওয়া ছিল SD has brought Androit 2.3 Tablet PC 'iota'. & SD released Androit 2.2 'iota' Mobile Phone. মজার বেপার হচ্ছে এখানেও বানান ভুল ছিল। আমি এটা সম্পর্কে বলার পরে ঠিক করে দেয়।
#Duel আর Dual এর কথা তো বলেছিই

তো এরপর আমি এ সম্পর্কে ফেসবুকে ওদের ফ্যান পেজর ওয়াল এ জিজ্ঞেস করি। আমি হুবহু আমার মেসেজটা তুলে দিচ্ছিঃ

I have some questions:
#where is your main office in Japan? as you mentioned you have world wide service, then howcum I could not find you on google?? how big your head office is???
#in your website, it is written that the processor is Atom Duel core. But original Intel only invented Atom Dual core* not Duel core
#What about at the bottom headlines of ur website? It says:

*SD has brought Androit 3.0 Tablet PC 'iota'.

*SD released Androit 3.0 'iota' Mobile Phone.

what is Androit 3.0?? as far as I know, there is an OS named Android* by google. but who is the inventor of Androit 3.0??

এই লেখায় কয়েক জন কমেন্টও করে। এটা দুপুরের কথা। রাতে ফেসবুকে ঢুকে দেখি আমাকে ওই গ্রুপ থেকে Ban করে দিয়েছে। আমি Like দিতে পারছি কিন্তু কিছু লিখতে অথবা comment করতে পারছি না। আমার প্রশ্ন হল ওরা যদি এতই সৎ হয় তাহলে আমার প্রশ্ন গুলার উত্তর দিতে কি সমস্যা??? এরপর আমার আরও কয়েকজন friend রাও এটা নিয়ে ওদেরকে জিজ্ঞেস করে ফ্যান পেজ এ। ওদের সবাইকেও ওই গ্রুপ থেকে Ban করে দিয়েছে...... :/
যাইহোক, এতটুকুই আমার "Investigation" বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই সিদ্ধান্ত নিন এই টাকায় Made in Japan ল্যাপটপ কিনবে নাকি খাটি বাংলাদেশি Doel পাখি কিনবেন 😀

তাদের ফেসবুক ফ্যান পেজ : https://www.facebook.com/SDproducts?sk=wall

ওয়েবসাইট এর ঠিকানা : http://sdincbd.com/

যদি আমার সাথে একমত হন তাহলে ফেসবুক এর এই গ্রুপ সম্পর্কে report করতে পারেন "scam" হিসেবে।

এই টিউন এর পর তারা তাদের ওয়েবসাইট থেকে Duel Core এর advertise টা মুছে দিয়েছে। এবার আর ভুল করি নি। ওই পেজ এর একটা screenshot তুলে রেখেছি।

এবং তাদের নতুন ওয়েবসাইটটাঃ (এবার আমি নিজেও confused হয়ে গেলাম আসলেই কি তারা "Androit" নামে কিছু sell করছে!!!)

 

Level 0

আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai Akta Original Japani Laptop er HDD er dam 13000 er dike. Akta original Made In Japan 12.1Inc Laptop er LCD er dam 28.000/- er kacha kachi. ar por koi gelo motherboad? Koi gelo other accesories? Soyong Japaner dokane giye akta core i 3 laptop er dam giggas korleo tare 80.000/- 90000/- er moto dam bole. Ai laptop Japan theke bivinno hat ghure akdes theke arakdes a giye costing charge+tader lav soho jog hoye dam aro kichu bere jai. To ato sober poreo tara ato dame dei kemne? Keo Jodi bole sonar Dam Rupar cheyeo kom. Tahole amar ar kichu bolarnai. Are ami Grameen Phone er customer care the Sony Ericsson er “MD 300″(Made In Malaysia) Japaner product but assemble holo malaysia er dam nise 12’000/- (jodio japaner market a dam desi takai 9000/-) sei hisebe Ati Jodi “MADE IN JAPAN” hoi dam aro 1-2thousand bere jeto. Sei hisebe 16,000/- takai Japani laptop!!! 🙁 kokhonoi somvhob na.

    Level 0

    @জাপানের প্রোডাক্ট বেশি ভালবাসি: আমিও সেটাই বলছি। হয়তও কোন ভাবে তারা দিতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন গুলার উত্তর না দিয়ে আমাকে Ban করল কেন এটা বুঝতে পারলাম না। সৎ থাকলে, সত্যি বললে তো এরকম করত না তাই না?

Avro diye bangla likhte parchilam na tai ai vhabe likhte baddo holam. R Laptop er beparti sokole market jachai kore dekhben, tahole amnitei sob clear hoye jabe, Dhonnobad.

Level 0

উহা মেড ইন জিন্জিরা ল্যাপটপ। :p

মেড ইন জাপান ল্যাপটপগুলোর কোনোটার দামই ৯৯হাজার এর নিচে নেই।

সচেতন করার জন্য সবাইকে ধন্যবাদ।

made in jinjira

vai ami SD Laptop kinsi ei offer tai. Laptop ta valo service disse. SD laptop na kinle hoyto apnar kothe bissas kortam. jehetu kinsi tai apnar sate ekmot hote parsina. SD je laptop 16000 takay disse sei same quality r laptop dokane 10/12 hajar taka beshi te sell korse. r ami airtel office e job kori kenar age ami amar friend soho laptop jachai bachai korei kinsi. oder mother company ke ki or ota ki seta ki eto kisu ami janina r eto vul dhorar somoyo pai na. oder bebohar valo, product valo, replacement warranty o disse. oder service e client hishabe ami khushi tai ami oder pokkhei likhbo. apni oder product dekhe tarpor onno manush der geyan din. andaje emn onk tune korai jay. apnake nieo emn onk tune post kora jabe andaje tai bole ki oi tune gulo sotto hobe ? R jedin SD laptop kinesi oidin oder 1st distribution chilo, onk vir chilo police o chilo. apni ki eto gulo manush, proshashon ke gadha bolben ? apnar sate argument korar somoy nei. eirokom birodhita korle shob company r biruddhei kora jay. r ora kom dam e product die manush er upokari korse. mon porishkar korun amar kotha bissas na hole nije gie dekhe ashun.

    Level 0

    @sumon_ahmed: ভাল হলে তো ভাল। আর আমি তো ওদের সম্পর্কে খারাপ কিছু লিখি নি। শুধু ওদেরকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। ওরা উত্তর না দিয়ে আমাকে সহ আমার সব friend দের Ban করে দিল, আমি সেটাই লিখেছি। প্রশ্ন গুলার যথাযথ উত্তর পেলে আমি নিজেও একটা কিনব। আপনার বরং লেখা পোস্ট করার আগে আরেকবার চেক করে নেওয়া দরকার ছিল

      @tech_no:

      apni ba apnar jesob frnd post koresilo bujai jasse tara keo oder laptop dhorei dekheni. kono kisu na jene andaje comment kora ki thik. sobai sobar fan page e page er biruddhe kisu likle ban kore. amaro page ase fb te keo biruddhe likhle ban kori. emn keo nai je kore na. r apni ei post e sudhu oder question korle ami kisu boltam na kintu apnar likhar attitude ta te oderk fraud proman korar jonno likha tai ami er birodhita koresi. r ektu age oder fan page visit korlam okhane apnar ei question er answer o ora diese. amader deshe keo valo kisu korle je birodhitay pore etar chakkhush proman deklam sorry to say

    @sumon_ahmed: Vaijan ora ki dicche seita hoito valo. kintu akta kotha mone rakhben ora jai dicche ta ora lav korai 16000/- takai dicche loss kore na. Ai Jinistar mullo e aita. Hote pare tara kono vhabe manage kore 16000/- diye apnake 22000/- takar mullomaner hardware dicche!!! Kintu ar cheye besi kichu? kohonoi na. Tai bole ki tara Atake “MADE IN JAPAN” er sathe tulonana korbey??? Ata kotuku juktisongoto!!!!!!!!!

      @জাপানের প্রোডাক্ট বেশি ভালবাসি:
      Laptop e fixed made in japan er seal royese. not only laptop, packet, even laptop er vitor japanese kisu application o ase. ami computer science er student chilam ami nischoi etota boka noi je amak thokabe. r ota ami use koresi r apni chokhei dekhen ni. tahole ke thik ?

      Level 0

      @জাপানের প্রোডাক্ট বেশি ভালবাসি: কথাটা সত্যি। আর সুমন ভাইকে বলছি। ওদের authority’r মুখের ভাষা এত খারাপ যে ওরা সবার সামনে “asshole” বলে গালাগালি করে! আর আপনি এক কথা নিয়া হুদাই বার বার পেঁচাল পারতিসেন। আমার প্রশ্নগুলার ভদ্রভাবে উত্তর দিলে বরং ওদের আরও লাভ হত। আমি নিজেও কিনতাম। আর ওরা এত বড় company যে ওদের website এখনও under maintenance! আর ওরা সাথে সাথে ওদের Dual Core ল্যাপটপ এর offer টা ওয়েবসাইট থেকে change করে ফেলল কেন? আর আপনার মাথায় যদি একটু ঘিলু থাকে তাহলে আপনি আরেকটা জিনিস বুঝতে পারতেন যে যারা (যেমনঃ Sohan Jaman এবং Supriyo Chakma) ওদের ফ্যান পেজ এ ওদেরকে support করেছে এইগুলা একেবারে Brand New ID! এখনও এগুলা incomplete! please আর বারতি কথা বলে ঝামেলা কইরেন না। আপনার ইচ্ছা হইলে আপনি কিনেন। আমি আপনাকে নিসেধ করছি না

      Level 0

      @sumon_ahmed: জাপানি seal আমি আপনাকে নীলক্ষেত থেকে বানায় এনে দিতে পারব। আর অ্যাপ্লিকেশান এর কথা বলছেন! আপনি তাহলে CSE ভালভাবে complete করেননি এবং আপনার techtunes ওয়েবসাইট এ আশাও ঠিক হয় নি। এখন তো সন্দেহ হচ্ছে আপনিই ওদের কেউ কিনা……

      @জাপানের প্রোডাক্ট বেশি ভালবাসি: “আর আপনি চোখে দেখেননি” computer science এর স্টুডেন্ট হয়ে এটা কোন ধরনের কথা বললেন?
      আমি ও Physics এর স্টুডেন্ট ছিলাম। আপনি কি চোখে দেখেই আসল হিরা আর নকল হিরার মাঝে তফাত করতে পারবেন? আপনি বললেন আপনি science এর স্টুডেন্ট তো science এর ভাষায় আপনাকে বলি, Physics কখনো চোখে দেখা বস্তুকে সর্বদা সত্য হিসেবে গণ্য করেনা, উদাঃ মরীচিকা। আবার চোখে না দেখা অনেক বস্তুকেও এর অস্তিতের স্বীকৃতি দেয়, উদাঃ বাতাস।
      অনেক বড় বড় Importer এর সাথে আমাদের উঠা বসা আছে। International Market এ কোন policy তে hardware Business চলে তা আমি খুব ভাল করেই জানি এবং তা কোন computer science এর স্টুডেন্ট এর কাছ থেকে অন্তত আমাকে জানতে হবেনা। এই বেপার নিয়ে এইটাই আমার শেষ কথা। আর এই ভাবে কয় page লিখেও আপনাকে এসব বুঝান সম্ভব না। আপনার চেয়ে আমার গণ্ডি শতগুন বড়। বই এ পরা বিদ্যা আর বাস্তব দুনিয়ার মধ্যে অনেক তফাত আছে। আমি কে? কি করি? আমি কোন stage এর মানুষ তা জানলে আপনি আমার সাথে তর্ক করতে আসতেন না। আমি পরিচয় ও দিতে ও চাইনা। শুধু এতটুকু আমি বলতে পারি আমি অনেক দেশে business করে শেসে জাপানে এসে স্তির হলাম। ওদের কাজের ধরন আমার ভাল লাগে। যত টাকা লাগাই না কেন, তাদের কাজে ১৯-২০ হলেই প্রোজেক্ট cancel. আমি Europe এ business এ দেখসি এক Importer তাদের অরিজিনাল DELL Laptop এর RAM খুলে china এর নিন্মমানের RAM লাগাত তাদের Business এর ফায়েদার জন্য, পরে ধরা খেয়ে License সহ হারাল। মাজখানে দেখলাম কিছু জাপানি CHARGE LIGHT দেশে Import করার সময় এর অরিজিনাল ব্যাটারি এবং টিউব গুলা change করে china ব্যাটারি এবং টিউব লাগিয়ে দিতে বেশি লাভের আশাই। তখন তো এর Body & sticker অরিজিনাল ছিল কিন্তু duplicate হয়েছিল ভিতরে তো এর পর ও কি আপনি চোখে স্তিকার দেখে বলবেন RAM change করা Dell এর ল্যাপটপ এবং CHARGE LIGHT টি অরিজিনাল। আমি আপনার মেধা কে আমি সম্মান করি কিন্তু আমাদের stage এ তো সবাই আস্তে পারেনা যদি পারেন ওইদিন ই বুঝবেন কত ধানে কত চাল? ধন্যবাদ।

মজা পাইলাম

Level 0

Lekhok apnar ques gula sd dibe ki dibe seta janina apni amar ei ques gula r answer din-

I agree wid sumon. yesterday ami oder kas theke tab kinlam. kono kichu accurate proman chara tader biruddhe blog e likha thik na. lekhok ki kono topic khuje pachilen na naki free laptop khujchilen naki apnak ban korar protishodh nichen ?

jekhane sob company double price ney tader pa chumbon koren r ekta company matro bangladesh e eshe same quality warranty soho kom dame disse seta shojjo hosse na ?

r apni jegula nie khub lafasses segula site e post kora r bujai jasse keo iche kore android ke androit likhbena. er jara site develop korse tader typing mistake. koyekdin agei apple er site e macbook air ke mocbook likha chilo. apnar kotha dekhe mone hosse apni jiboneo banan vul kore ni. tai na ?

r sd r site visit kore dekhlam sob kisu thik ase. oder jodi site e ei vul gula shotti chilo tahole bolbo ora thik kore niese eto olpo somoy. tahole bolbo SD r bichokkhonota ase jeta apnar nai ?

sob sese arekta kotha bolbo apni SD nie eto boro boro bani dissen manush ke shotorko korsen apni nije ki SD r kono product dhore deksen ? jodi na kore thaken tobe apnar mukhe manay na jekhane SD kretara khushi sekhane apni oder laptop chokhe na dekheo oder upor naraj abar manush ke shotorko korsen. bishoyta khotka laglo. mar theke mashir dorod beshi mane ki janen ? daini !

    Level 0

    @just_rafi:
    # নাহ আমি কারো কোন প্রতিশোধ নেই না এত সামান্য reason এ। atleast techtuners রা যেন কেনার আগে যাচাই করে কেনে সেজন্যই এটা করা।
    # সহ্য তো হচ্ছেই যদি আসল এবং ভাল হয়। বললাম না ঠিক উত্তর পেলে আমি নিজেও একটা কিনব?
    # SD এর মত এতোবড়ো company’r homepage এ তিনটা বানান ভুল। আর আপনি যে apple এর যে ভুল এর কথা বলছেন ওইটা ছিল slip oh hand. আর এক্ষেত্রে ওরা জানতই না যে কারনে দুইজায়গায় androit লিখেছে। নিশ্চয়ই apple দুইজায়গায় mocbook লেখে নি। লিখেছে কি?
    # হুম ওদের সাইট টা তো ঠিক করতেই হবে নাহলে ওদের business এর ক্ষতি হবে না??? আর বিচক্ষনতার কথা বলছেন, আমি তো আপনার পোস্টটা Ban করি নি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। আপনার সুবিধার জন্য আগের অবস্থার screen shot দিয়ে দিলাম।
    # আমি সবার ভালোর জন্য লিখেছি। কাউকে কেনা থেকে বিরত থাকতে বলি নি। শুধু কেনার আগে যেন যাচাই করে কেনে। আর “mar theke mashir dorod beshi” এর মানে তো জানি না। একটু কষ্ট করে বুঝায় বলবেন কি?

      Level 0

      @tech_no:
      mar theke mashir dorod beshi jar thake take daini bole. apnar uttor gulo aacurate na jeno batash er upor die mosha ure gelo !!

      Level 0

      @tech_no:

      apnar sate torko korar moto vai somoy ba ruchi amar nei. manush je kemne eto bekar time pay !! abar kottheke pic tule ansen ! chalai jan ! apnarai parben bekar der poth dekhate. apni apnar kaj chalai jan. bye

Level 0

amar mone hoy lekhok kono computer dokan or protishthan er sate jorito. SD kom dame product disse ei karone onekei nijeder bebsa kharap hobe tai sd r upor naraj thakte pare. lekhok o hoyto tader ekjon. ami mone kori lekhok nijer porichoy aral rekhe SD r biruddhe gujob choranor chesta korse karon lekhok nijei SD product haat die dhore dekhenni sekhane uni eto kisu janen. lekhok er onuman dekhi 4G par kore disse. obak holam

    Level 0

    @just_rafi: নাহ আপাতাতো কোন প্রতিষ্ঠান এর সাথে যুক্ত নাই। আপনি আছেন নাকি??? থাকলে যে এরকম লিখতে হয় সেটা আপনার কাছ থেকে জানলাম। ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে 😛

    Level 0

    @just_rafi: check your answers downward

Level 0

সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে :

১. Dual Core Processor হল Intel এর, আর “Duel” Core হল SD Inc. এর নিজস্ব বানানো Processor… এ জন্যই এত কম খরচে ওরা সাপ্লাই দিতে পারছে।

2. Android না, আসলে Androit ই হবে, এটা SD এর প্রোগ্রামার রা অনেক কষ্টে কোড করেছেন। শোনা যাচ্ছে Laptop এর জন্য তারা WinDOOOS নামে আরেকটা OS এর পেছনেও কাজ চালিয়ে যাচ্ছেন।

3. বানানে প্রচুর ভুল। আমি আগেও দেখেছি Delivery কে ওরা লিখেছে Delivary. এবার লিখেছে Light than your thought না কি, যা কিছু কিছু English জানা লোকজনও ধরতে পারবে। এটাই হল প্রমাণ, এরা কিছু জাপানি লোক যারা ইংরেজি জানে না।

4. গুগল তাদের বানানো Duel Core আর Androit নিয়ে ক্রোমবুকে ঢুকিয়ে দিতে পারে, তাই তারা গুগল এর কাছ থেকে লুকিয়ে আছেন। তাই গুগল সার্চে তাদের খুঁজে পাওয়া যায় না।

5. ছবির লোকগুলোকে জাপানি না লাগার কারণ হল তাদের ল্যাপটপের উন্নত প্রযুক্তি “Face Changing Webcam” দিয়ে ছবিগুলো তোলা. এতে আপনি Brunette হলেও, Blonde Image Setting করে ছবি তোলা সম্ভব।

৬. Ban করার জন্য ওদের দোষ নেই। ওদের ল্যাপটপের মাঝে এমনভাবে Artificial Intelligence Design করা, আপনার পোস্ট কে ভাইরাস অ্যাটাক ভেবে আপনাকে ব্যান করে দিয়েছে। অসাধারণ Top Level Unbreakably Solid Security System.

😛 😛 😛 😛

    Level 0

    @Wildchild: হাহাহাহা technology একেবারে 4G cross করেছে আর price -4G হয়ে গেসে 😛

চরম মজার বিতর্ক হচ্ছে , আর আমরা অনেক কিছু ই জেনে নিচ্ছি , তো ভাই যে যাই বলেন আমি অদের একটা ল্যাপটপ কিনে তারপর ভিতরের সব খুলে ছবি গুলো সহ একটা টিউন করব , যা এত দিনে করি নাই , এইবার সাহস হইতাছে , হেহেহে 😛

Level 0

ara ganja khaya mathe namse ghada gula valo moto ad o dite jane na abar laptop sell kore

    Level 0

    @misbah129: right you are! এটাই mean করসি। ওরা যদি বড় কোম্পানি হত তাহলে নিশ্চয়ই এরকম silly mistake করতো না….