প্রথম থেকে শুরু করি। গতকাল আমি এই টেকটিউন এর একটা টিউন(google chromebook সম্পর্কিত) এর কমেন্ট এ একজনকে দেখলাম SD Inc. নামক একটা ল্যাপটপ সম্পর্কে suggest করতে। link: https://www.techtunes.io/computing/tune-id/98359/
বেশ কিছুদিন ধরেই আমার এক বন্ধু আমার কাছে কম দামে একটা ল্যাপটপ কেনার জন্য সাহায্য চাইছিল। তাই আমি এটা সম্পর্কে interested হই। তখনই আমি ওদেরকে ফেসবুকে এটার বেপারে জিজ্ঞেস করি। ওরা বলে ওদের stock এ অল্প কিছু আছে এবং আমাকে 0171 757 6588 এই নাম্বার এ যোগাযোগ করতে বলে। আমি যোগাযোগ করলে ওরা বলে vat সহ ১৬৮০০ এর মত পরবে। ওদের অফিস রামপুরায়। তো আমি ঠিক করি শনিবার যাব। তখন এত কিছু খেয়াল করি নি। কিন্তু আজকে কি মনে করে ওদের ওয়েবসাইট এ ঢুকে দেখি ওদের ওই ল্যাপটপ এর processor মডেল এ বানান ভুল। তারা লিখেছে Duel core. কিন্তু প্রক্রতপক্ষে এটা হবে Dual core. তখন আমার একটু খটকা লাগে, এতবড়ো company যারা world wide service!(according to their website) দিয়ে আসে তারা এই ছোট জায়গায় ভুল করতে পারে! তারপরে একটু investigation start করলাম।
# যেমন ওদের ওখানে লেখা Made in Japan. তারমানে SD Inc. অবশ্যই Japanese হবে। কিন্তু নিচে যেসব ছবি দেওয়া তার মধ্যে কোন জাপানির ছবি নাই।
# তারা যেভাবে লিখেছে তাতে এটা নিশ্চয়ই অনেক বড় company হবে। তাই এটা সম্পর্কে জানার জন্য আমি google এ search করলাম। এখন যে যুগ, কারো নাম google এ সার্চ দিলেও তাকেও google খুজে বের করে। কিন্তু এটার ক্ষেত্রে কিছুই পাই না। বরং SD research না কি যেন আছে। obviously এটা আর আমাদের SD Inc same না।
#এরপর আবার তাদের ওয়েবসাইট এ ঢুকি। নিচের দিকে Headlines এ দেখি ওরা mobile phone & tablet pc ছাড়ছে। নাম দেওয়া ছিল SD has brought Androit 2.3 Tablet PC 'iota'. & SD released Androit 2.2 'iota' Mobile Phone. মজার বেপার হচ্ছে এখানেও বানান ভুল ছিল। আমি এটা সম্পর্কে বলার পরে ঠিক করে দেয়।
#Duel আর Dual এর কথা তো বলেছিই
তো এরপর আমি এ সম্পর্কে ফেসবুকে ওদের ফ্যান পেজর ওয়াল এ জিজ্ঞেস করি। আমি হুবহু আমার মেসেজটা তুলে দিচ্ছিঃ
I have some questions:
#where is your main office in Japan? as you mentioned you have world wide service, then howcum I could not find you on google?? how big your head office is???
#in your website, it is written that the processor is Atom Duel core. But original Intel only invented Atom Dual core* not Duel core
#What about at the bottom headlines of ur website? It says:
*SD has brought Androit 3.0 Tablet PC 'iota'.
*SD released Androit 3.0 'iota' Mobile Phone.
what is Androit 3.0?? as far as I know, there is an OS named Android* by google. but who is the inventor of Androit 3.0??
এই লেখায় কয়েক জন কমেন্টও করে। এটা দুপুরের কথা। রাতে ফেসবুকে ঢুকে দেখি আমাকে ওই গ্রুপ থেকে Ban করে দিয়েছে। আমি Like দিতে পারছি কিন্তু কিছু লিখতে অথবা comment করতে পারছি না। আমার প্রশ্ন হল ওরা যদি এতই সৎ হয় তাহলে আমার প্রশ্ন গুলার উত্তর দিতে কি সমস্যা??? এরপর আমার আরও কয়েকজন friend রাও এটা নিয়ে ওদেরকে জিজ্ঞেস করে ফ্যান পেজ এ। ওদের সবাইকেও ওই গ্রুপ থেকে Ban করে দিয়েছে...... :/
যাইহোক, এতটুকুই আমার "Investigation" বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই সিদ্ধান্ত নিন এই টাকায় Made in Japan ল্যাপটপ কিনবে নাকি খাটি বাংলাদেশি Doel পাখি কিনবেন 😀
তাদের ফেসবুক ফ্যান পেজ : https://www.facebook.com/SDproducts?sk=wall
ওয়েবসাইট এর ঠিকানা : http://sdincbd.com/
যদি আমার সাথে একমত হন তাহলে ফেসবুক এর এই গ্রুপ সম্পর্কে report করতে পারেন "scam" হিসেবে।
এই টিউন এর পর তারা তাদের ওয়েবসাইট থেকে Duel Core এর advertise টা মুছে দিয়েছে। এবার আর ভুল করি নি। ওই পেজ এর একটা screenshot তুলে রেখেছি।
এবং তাদের নতুন ওয়েবসাইটটাঃ (এবার আমি নিজেও confused হয়ে গেলাম আসলেই কি তারা "Androit" নামে কিছু sell করছে!!!)
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai Akta Original Japani Laptop er HDD er dam 13000 er dike. Akta original Made In Japan 12.1Inc Laptop er LCD er dam 28.000/- er kacha kachi. ar por koi gelo motherboad? Koi gelo other accesories? Soyong Japaner dokane giye akta core i 3 laptop er dam giggas korleo tare 80.000/- 90000/- er moto dam bole. Ai laptop Japan theke bivinno hat ghure akdes theke arakdes a giye costing charge+tader lav soho jog hoye dam aro kichu bere jai. To ato sober poreo tara ato dame dei kemne? Keo Jodi bole sonar Dam Rupar cheyeo kom. Tahole amar ar kichu bolarnai. Are ami Grameen Phone er customer care the Sony Ericsson er “MD 300″(Made In Malaysia) Japaner product but assemble holo malaysia er dam nise 12’000/- (jodio japaner market a dam desi takai 9000/-) sei hisebe Ati Jodi “MADE IN JAPAN” hoi dam aro 1-2thousand bere jeto. Sei hisebe 16,000/- takai Japani laptop!!! 🙁 kokhonoi somvhob na.