বাংলাদেশ সাইবার আর্মি নিয়ে সম্প্রতি তৈরি হওয়া কিছু ষড়যন্ত্রের জবাব

টিউন বিভাগ খবর
প্রকাশিত
কেমন আছেন সবাই? বাংলাদেশ সাইবার আর্মির খবর নিয়ে আবারো হাজির হলাম। আসলে এই গ্রুপটা নিয়ে আমার প্রচন্ড গর্ব হয়। তাই যখনি কোন খবর পাই সবাইকে ঢোল পিঠিয়ে জানিয়ে দিতে ইচ্ছা করে। যেকোন ভালো কাজ করতে গেলে প্রতিনিয়ত বাঁধা আসে। বাংলাদেশ সাইবার আর্মির ব্যাপারেও তার ব্যাতিক্রম নয়। স্বরযন্ত্রকারীরা স্বরযন্ত্র করেই যাচ্ছে। আর এডমিন প্যানেল থেকেও জবাব আসে। কয়েকদিন আগে এডমিনের সাথে একজন সদস্যের চ্যাট হিস্টোরির একটা ছবি ছড়িয়ে দেওয়া ফেসবুকের গ্রুপে। যেখানে দেখানো হচ্ছে যে, বাংলাদেশ সাইবার আর্মির এডমিন সাদমান তানজিম গ্রুপটি বন্ধ করে দিচ্ছেন। সাথে এও বলছেন যে গ্রুপটি বন্ধ করে তিনি নিজেই সব বাংলাদেশি সাইটে ধশ চালাবেন। এই নিয়ে ভয়ানক Confusion তৈরি হয় সবার মাঝে। অবশেষে, গ্রুপের অন্যতম এডমিন সাদমান তানজিম নিজেই এই ব্যাপারটাসহ আরো কিছু ব্যাপার পরিস্কার করার জন্য একটা চিঠি প্রকাশ করেন। নিচে তা হুবুহ উল্লেখ করা হল। আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি, বাংলাদেশ সাইবার আর্মি নিয়ে কোন সন্দেহ থাকলে সরাসরি এডমিনের সাথে যোগাযোগ করবেন। শুধু শুধু নিজেদের মধ্যে কোন দ্বিধা তৈরি করবেন না। ভালো থাকবেন সবাই।

বাংলাদেশ সাইবার আর্মি এর সকল মেম্বার, মডারেটর এবং এডমিনদের কে আমার সালাম। আমি গত ২ দিন ফেসবুক এ ছিলাম না, এবং এই পোস্ট দেয়ার পর আমি আগামি ২৪ ঘন্টা এর মধ্যে আবার  ID Deactivate করে ফেলব। কিছু Personal সমস্যা আর  হাতে অতিরিক্ত কাজ থাকার কারনে আমি কিছুদিন id deactivate রাখব। কারন আমি ফেসবুক এ সময় দিতে পারতেছি না। আপনারা সবাই জানেন ফেসবুক কেমন Time Kill করে। 😛  আর অনেক এই আমাকে Message Send করেন, আর বিভিন্ন প্রশ্ন ও করেন। আমি দুঃখিত আমি আপনাদের এই কয়দিন Help করতে পারবো না 🙁 তবে কারোও যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার অবর্তমানে Script Kiddie এর কাছে জানাতে পারেন, আশা করি সে আপনাদেরকে সাহায্য করতে পারবে, আর আমার কাছে কোন প্রশ্ন থাকলে ওকে বলবেন, তার সাথে আমার প্রায় এ কথা হয়, সুতরাং সে আমাকে আপনাদের কথা জানাইতে পারবেন। তবে এই কয়দিন ফেসবুক এ না থাকার কারনে বেশ কিছু ঘটনা ও এখন দেখতে পারলাম। এর মধ্যে পেলাম আমার আর রহিত এর Chat  History যা কিনা রিতিমত বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আর বেশ কিছু জিনিশ ই এখানে দেয়া হয় নাই, যা কিনা এর সম্পুর্ণ অর্থ কে পরিবর্তন করে দিয়েছে। আরও কিছু কথা বলছে তারা যা কিনা রিতিমত মিথ্যা কথা, যাই হোক এই গুলার কারনে অনেক এর মনেই বেশ কিছু প্রশ্ন জাগছে, যা এই প্রেক্ষাপট এ সাভাবিক। আর ওই সকল প্রশ্নের উত্তর এর জন্যই এই পোস্টটা দেয়া। যাতে সবার মনের বিভ্রান্তি দূর হয়।

আপনারা সবাই গতকাল সাদা বাসক এর একটা পোস্ট দেখেছেন, ঐ পোস্ট দেখার পর অনেক এই Confused হয়েছেন, অনেক এ আবার প্রশ্ন তুলেছেন যে এটা, আমরা নিজেরা কিভাবে দেশ এর ধংশ করবো। সত্য বলতে আমাদের দেশ এর ১২ টা বাজ়ানোর কোন ইচ্ছা নাই। আর যদি তাই থাকতো তাহলে আমি সাদমান তানজিম বাংলাদেশ সাইবার আর্মি বানাতাম না, আমরা আরও আগেই ১২ টা বাজ়াতাম, কারন যখন আমি বিসিএ ওপেন করছি তখন আমার ওই Capacity ঠিক ই ছিলো। সুতরাং অমন ইচ্ছা থাকলে আমি ওই সময় এ বিসিএ ওপেন না করে বাংলাদেশ এ Show Off করতে নামতাম। এখানে কিছু কথা আসে যা ঝোক এর বশে Emotional Mood এ বলা, যেমন রহিত বলছে Black Hat হবে, আবার লাস্ট এ বলছে Productive হওয়া, এর কি ব্যক্ষ্যা ? Black Hat আবার কবে Productive ছিলো? আসলে এখানে মাঝখানে এর পরে অনেক কথা ছিল যা কিনা দেয়া হয় নাই। Maybe এটা উদ্দেশ্য প্রনদিত ভাবেই করা হইছে। যেমন আমি বলছি বিসিএ বন্ধ হয়ে গেলে আমি ফাটায়া দিব। এর মানে কিন্তু আমি বাংলাদেশ এর ক্ষতি করবো তা কিন্তু না। আমাদের Plan ছিলো বাইরের কিছু TOP সাইট, যা অনেক সারা ফেলতে পারে। এর ব্যাক্ষা ছিলো পরে, আর আমি ওকে আরেকটা কথা ও বলছিলাম তা হলো Productive হও, এমন কিছু বানাও যা মানুষের উপকারে লাগে। ওই কথাও এখানে নাই। আর আমি কেন চাইবো যে বিসিএ বন্ধ হোক? আমি বলছি হইলে, আরে ভাই মানুষ অনেক কিছুই বলে এটা হইলে ওইটা হইলে, কিন্তু তাই বলে কি সব কিছু হয়? আর সত্য বলতে আমি বিসিএ এর Founder ঠিক আছে কিন্তু আমি বিসিএ এর Owner না। বিসিএ এর মালিক বাংলাদেশ এর সব মানুষ যারা কিনা নিজ দেশ এর Cyber জগত কে নিরাপদ আর শক্তিশালি করতে চায়। যাই হোক এখানে আসল কথা কে Hide করে রিতিমত Fake ভাবে উপস্থাপন করা হয়েছে। আর এটাকে বলা হইছে এটা নাকি আমাদের Plan, lolzz 😛 😛 ।
তবে এই কথা গুলাকে ব্যবহার করে 3xp1r3 অনেক এর মধ্যে Confusion সৃস্টি করেছে, তাই তাদের কিছু কথা যা কিনা মানুষ আমাদের ও Ask করছে আর তাদের বেপারে বলছে ওইগুলা তুলে ধরতেছি। 😉

See those Screenshots:

এখানে বলছে আমরা নাকি নিজেরা ই হ্যাক করে মজার নিজেরাই Recover করি। lolzz =)) ।মজার বিষয় হলো আমরা ওদের হ্যাক করা সাইট ও Recover করছি আর কিছু বিদেশি হ্যাকারদের টাও করছি। আর এটা যদি হয় তাইলে তো 3xp1r3 দের কোন অস্তিত থাকার কথা না। কারন ওরা তো হ্যাক করে না হ্যাক নাকি আমরা করি 😛 । তার মানে কি? ওরা আমাদের হ্যাক নিয়ে লাফালাফি করে???? আর ওইটাই যদি হয় তাহলে আমরা World এর সেরা দেশ, কারন Khantastic Haxor, Iskorpitix, Hime7, 1923turk এরা সবাই বাংলাদেশ এর সাইট হ্যাক করছে, সুতরাং ওরা যদি আমাদের সাথেই হইতো তাইলে আমরাই World এর সেরা কারন, ওরা সব আমাদের সাথে কাজ করে, আর Khantastic Haxor পাকিস্তানি না, Hime7 ইন্দোনেশিয়ান না, Iskorpitix তুরস্ক এর না।ওরা বাংলাদেশী আর বিসিএ এর সাথে কাজ করে ( 3xp1r3 এর মতে)। আর বলছে বিসিএ কি সবাই কে বোকা ভাবে নাকি, নাহ!, আমরা সবাইকে সম্মান করি, আর সত্য কথা বলতে Fake দিয়ে বেশিদিন টিকা যায় না, এটা সামনে এসেই যায়, আর  তখন চরম লজ্জাতে পরতে হয়, তবে কারোও যদি লজ্জা না থাকে তাইলে আলাদা ব্যাপার :P।  তবে আমার ধারনা Ethical BD Haxor এর পোস্ট এর হ্যাক টা ওরা নিজেরা করছে, তবে এটা আমার নিজস্ব মতামত। সবার কাছে ঠিক মনে নাও হইতে পারে। 😀 আর অনেক এ বলে এখন সাইট কেন Restore হয় না এতো? আসলে এর প্রধান কারন হইল ওরা সাইট এর সব কিছু Delete করে দেয়। তবে তার পরেও আমরা Admin কে জানাই কিভাবে কি করতে হবে, আর কিভাবে Restore করতে হবে। তবে এর পরেও দেরি হয় এর কারন পরে বলতেছি।

See this Screenshot again:

এখানে Mr. Showaib Nazrul বলেছেন, আমরা নাকি 3xp1r3 এর নামে কেস করছি? এই কথা কই পাইলেন?? আর সত্য বলতে আমরা কেন কেস করবো? যে সকল সাইট হ্যাক হইছে ওইগুলা কি আমাদের? ওই গুলার Admin কি আমরা? ওই গুলার মালিক কি আমরা? মোটেও না। আমরা Just কিছু help করি, আর এর জন্য আমরা কোন Money Benefit ও নেই না। এর ফলে যদি কেউ উপকৃত হয় এটাই আমাদের প্রাপ্তি। সুতরাং আমাদের কেস করার প্রশ্নই আসে না, কেস যদি হয় ওইটা যাদের Website হ্যাক হইছে তারা করলে করতে পারে।

এবার আসেন আমরা এই Screenshot দেখিঃ

এখানে No PM বলেছেন যে এই পোস্ট নাকি উনি সব NewsPaper এ Send করবেন। 😉 কিন্তু কেন জানি করলেন না। করলে ভালো হইতো আমি এই সাথে বাংলাদেশ এর কিছু দুর্নিতিবাজদের EXPOSE করে দিতাম। যাই হোক আমি সামনে এমনেও মানুষের সামনে তুলে ধরবো। 🙂 তবে আমার মনে হইয় উনি ঠিক এ চাইছিলেন, কিন্তু পারেন নাই। 😛

Now See this Screenshot:

এখানে NO PM বলেছেন আমরা নাকি বাংলাদেশ সরকার এর কাছ থেকে টাকা পকেট এ ভরতে চাইছি, হা হা হা আমরা যদি তাই চাইতাম তাহলে আমরা কোন দিন ই বাংলাদেশ গভ কে এইভাবে সাহায্য করতাম না আর Training Zone বানায়া অন্যদের শিখাইতাম না। আমরা Direct IT Company এর নাম নিতাম, আর Tender এ Bid করতাম। আর Sohel ali বলেছেন এটা নাকি বিটিভি এর কাছে পাঠাবেন। 😛 😛 কই ভাই? আপনার Report কই? Send করলে মন্দ হয় না, আমরাও আপনার কাজ গুলা একই সাথে দেখানর জন্য দিয়া দিতাম। 😛 lolzz.

Well এবার আসি পরবর্তী মিথ্যা কথা, যা কিনা অনেক কেই confused করছে। তা হলো বিসিএ এর OLD Group.  সত্যি বলতে ওইটা মোটেও আমাদের OLD group না। আপ নারা যদি ওই গ্রুপ এর শেষ পোস্ট দেখেন আর এই গ্রুপ এর শেষ পোস্ট দেখেন তাহলে দেখবেন ওই গ্রুপ এর লাস্ট পোস্ট হলো ৩০, জানুয়ারি, আর আমাদের বর্তমান গ্রুপ Create হয়েছে ৭, ডিসেম্বর। এছারা আপনারা ২ গ্রুপ এর সব পোস্ট দেখলে এটা বুঝতে পারবেন। এখন কথা হইলো ওই গ্রুপ কেন হইছিল? আসলে এর কারন ছিলো Facebook এর একটি Bug. এর ফলে পুরা গ্রুপ হ্যাং হয়ে যাইতো। এটা মুলোত হইতো Doc এ Script পোস্ট এর কারনে। বেশি Script পোস্ট করলে এই সমস্যা টা হইতো। আর এই সমস্যা ই হইছিল আমাদের বর্তমান গ্রুপ এ। আর এই কারনে আমরা আমাদের ২য় গ্রুপ টা Open করি। তবে ২ দিন পরেই ওই গ্রুপ এও Same সমস্যা হয়। তবে এটা থেকে বের হও্য়ার একটা পথ ছিলো, আর ওইটার মাধ্যমে আমি আমাদের গ্রুপ পুনরায় ফিরে পাই। তবে মাঝখানে ২ দিন এর জন্য যেটা Open করা হয়েছিলো ওইটা থেকে আমরা Leave করি আর ওইটা থেকে বাকিদের ও Leave করতে বলি, আর যেহেতু ওই গ্রুপ পুরাই হ্যাং অবস্থায় ছিলো, সুতরাং গ্রুপ Delete করা ও সম্ভব হয় নাই। আর সত্য বলতে আমরা ওই গ্রুপ কে Dustbin এ ফেলে দিয়েছিলাম। আর যেহেতু ওই সময় এ এমন Lamer ছিল না সুতরাং আমাদের কে লেমারদের নিয়ে ভাবতে হয় নাই। তবে এখন কিছু মিথ্যাবাদি আর লেমাররা আমরা সেই ডাস্টবিন এ ফেলে দাওয়া জিনিষ নিয়ে লাফাইতেছে। যেমন কিনা, কুকুর লাফায় ডাস্টবিন এ পরে থাকা মাংশের হাড্ডি নিয়ে। 😛 😛 😛 =)) =))

এবার আসি কিছু কথা নিয়ে যা অনেক কেই Confused করেছে, যেমনঃ http://www.bdcyberarmy.net
কিছুদিন আগে আমরা পোস্ট দিয়েছিলাম এটা আমাদের না। এই পোস্ট আপনারা আমাদের পেইজ এ পাবেন। https://www.facebook.com/BDCyberArmy 🙂 . অনেক এই আমাকে প্রশ্ন করছে কারা এই Domain কিনেছে। আসেন দেখি কে কিনলো এই domain. See this link: http://network-tools.com/default.asp?prog=whois&host=www.bdcyberarmy.net
এখানে আছে ডোমেইন এর মালিক এর ইনফো আছে।
Registrant:
BD Cyber Army
Shadman Tanjim
mirpur 10
dhaka,   1206
BD
Phone: +880.5712956054
Email: [email protected]

হা! হা!, মজা না? আমার নাম ই এখানে আছে। তবে মজার বিষয় হলো তারা আমার নাম এ Fake ডোমেইন তো কিনছে কিন্তু তারা সব কিছু ঠিক মতো ফেক করতে পারে নাই। দেখেন এখানে Mobie no. কি দেয়া আছে?
+880.5712956054 , 57 দিয়া বাংলাদেশ এর কোন Mobile company আছে? যার Number কিনা 57 দিয়ে শুরু হয়? আসলে এটা হলো USA এর Number. এর মানে হলো এটার ব্যবহারকারী usa থাকে। এবার এটা দেখেন,

এখানে mobile number যে দেয়া হয়েছে, তার শেষ এর Number আর Domain এর info number same. তার মানে মোবাইল নাম্বারটা ঠিক আছে।  আর আসেন এবার দেখি এখানে যেই email দেয়া হইছে এটা কার। এই screenshot টা দেখেন

এই নাম এ আগে domain কেনা হয়েছিলো আর এটা কিনেছিলো 3xp1r3 গ্রুপ। এখানে গুগল মামা তা জমায় রাখছে। সুতরাং এই থেকে বুঝা যায় আসলে domain টা কে কিনেছে। এবার আসি তাদের কেনার কি উদ্দেশ্য। 😉
See this Screenshot:
এখানে বলা হইছে তারা জানতে পারছে যে bdcyberarmy domain open হইছে। আর তারা ওইটা হ্যাক করতেও নাইমা গেছে। :p হা হা হা , নিজেরা সাইট কিনে নিজেরাই হ্যাক করতে বসছে আবার বলছে Welcome বানান ভুল 😛 . আর আমাদের কে বলছে মহা শিক্ষিত। হাসান তারিক ভাই, কত নিচে নামবেন? যে নিজেরাই সাইট করে আবার এই কথা বলতেছেন? আর s1r 3xp1r3 দেখেন আপনার বানান ভুল নিয়ে আপনার মেম্বার রাই গালি দেয়, এবার তো বানান এর দিকে নজর দেন ;)। আর rayhan rax দেখলাম রাতারাতি সাইট এ bug ও বের করে ফেলেছেন। 😛 , হা! হা! হা! ভাই আপনাদের প্রধান এডমিন কে বলেন সাইট ঠিক করতে কারন উনি ইএর মালিক কিনা। তবে একটা জিনিষ আপনারা হয়ত না জ়েনে আপনাদের এডমিন কে গালি দিয়েছেন, ভাবছেন ওইটা আমি লিখছি।  কিন্তু গালিটা নিজ এডমিন কেই দিছেন। আর তারা বলছিল এই সাইট নাকি তারা deface  করবে। বাহ! নিজে সাইট বানায়া নিজেই deface. আপনারাতো ভাই laming এ world record করবেন।

এবার আসি আপনাদের কিছু কথার উত্তর দিতে 😉
see this:

এখানে তারা বলছে আমাদের টাকা নাই, আর তাদের এতো টাকা আছে যে Server কিনে দিবে। তাহলে আমার প্রশ্ন হলো তাহলে তাদের নিজেদের সাইট কেন share host এ থাকে?? 😛 😛 আপনারা নিজেরা কেন, dedicated server নিতেছেন না?? আর ওনারা বলছে আমাদের নাকি Domain কিনার Money নাই, আরে ভাই দুনিয়ায় ১৪৩ ধরনের tld আছে, সবগুলা কিনে রাখে এমন গাধা কয়টা আছে? এটা দেখেন, http://www.facebook.info । এটা http://www.facebook.com এর Fake । Facebook এর মতো বড় company যেখানে সব Domain কিনার মতো গাধামি করে না, সেখানে আমাদের মতো একটা গ্রুপ যা কিনা সম্পূর্ন non profit, তারা কেন সব Domain কিনার গাধামি করবে? আর আপনাদের জন্য ভালো খবর আছে, বিসিএ কে যেভাবে deface করতে চাইছিলেন, সেইভাবে http://www.facebook.com.bd ও deface করতে পারবেন। 😛 😛 😛  এটা Sell করা হবে, buy it and deface it, lolzzz =)) =))

এবার সবাই এই Screenshot দেখেন। 

এখানে ওরা বলছে আমরা নাকি বাংলাদেশ এর সরকার এর টাকা মারতে চাইছি, আরে ভাই আমরা যদি তাই চাইতাম তাহলে আর মানুষকে হ্যাকিং শিখাইতাম না, বরং নিজেরা ১ম এই বাংলাদেশ এর সাইট হ্যাক করতাম, আর এই কথা বলতাম, তবে কারা টাকা মারতে চায় তা কিন্তু সবাই জানে, আপনারাতো আপনাদের forum এ VIP ও রাখছিলেন, এর জন্য টাকা ও নিতেন। আর আমরা কিন্তু আমাদের কাজের জন্য কোন টাকা নেই না। আর এটার ইচ্ছা ও আমাদের নাই। we work for our country.  তবে একটা জিনিষ 3xp1r3 রা  নিজেদের মেম্বার আর যারা VIP ছিলো তাদের সাথেও বেইমানি করছে, তারা তাদের forum এ অনেক fake user বানাইছে, আর এটা দেখেন http://www.multiupload.com/QCSLQG5SXD  এখানে ওদের ডাটাবেইস আছে, যার মধ্যে দেখবেন অনেক fake user বানায় রাখছে, বুঝেন তাহলে তারা এমন ই বেইমান যারা ওদের বিশ্বাস করে Money দিতেছে এরা ওদের সাথেও বেইমানি করছে। আর বাকিদের সাথেও সব মিথ্যা কথা দিয়ে চলতেছে।

এবার আসি এদের আরেকটা মিথ্যা কথার দিকে, এরা বলে এরা নাকি আমাদের হ্যাক শিখাইছে আর আমরা নাকি IIS, DNN Hacker. 😛

সবাই এই ভিডিও টা দেখেন।

এখানে যেই video টা ছিলো তা 3xp1r3 রা বিসিএ তে যোগ দেয়ার আগে এটা দেখলেই বুঝা যায় ওরা বিসিএ তে আসার আগে কি ছিলো, আর এখন বিসিএ এর কাছ থেকে হ্যাকিং শিখে কিছু করতেছে, তবে যেহেতু বেইমানি মনে আছে তাই এখন সেই পথেই গেছে। তারা ওই সময় শুধু flash chat room এ দৌড়াতো, আর Flash Chat কিভাবে হ্যাক করতো এটা আপনারা আগেই জানেন, এটা ফাস হওয়ার পর তারা বিসিএ তে নিজের Activity ও কমায়, কারন কথা বলার মুখ ও ছিলো না। তার পর শুরু করেছে তাদের world class laming. 😛 😛 😛

আরেকটা কথা না বল্ললেই নয়, তা হলো 3xp1r3 রা আমাদের থেকে কোন দিকে এগিয়ে আছে? ওরা আমাদের থেকে Skill গত দিক থেকে এগিয়ে না থাকলেও গালি আর মিথ্যা কথা বলায় অনেক এগিয়ে আছে। আর লামিং আর ষড়যন্ত্র করায় ও তারা অনেক ভালো। এছারা কেউ যদি কাজ, Skill এই গুলা Ask করেন তাহলে তারা আমাদের থেকে বহু দূরে আছে। 😉

অনেক হইলো 3xp1r3 এর কথা, এবার আসি কিছু লেমার এর ব্যাপারে বলতে, যারা বিসিএ এর কাছ থেকে শিখে নিজের দেশ এর সাইট হ্যাক করতেছে, আর নিজের নামের সাথে 3xp1r3 লাগাইছে, আমরা ঠিক করছি ওদের কে Ban করা শুরু করবো আর কি কারনে Ban করলাম তাও তাকে জানাবো এবং ওই গুলার প্রমান ও দিবো। সুতরাং যারা এমন কিছু করতেছেন তারা সাবধান হয়ে যান ;)। তবে আমি বেশ কিছু কথা শুনেছি আমাদের মডারেটর এবং এডমিন দের বিরুদ্ধে, আপনাদের মধ্যে যাদের এই কমপ্লেইন আছে তারা আমাকে অবশ্যই জানাবেন। আর মেইল করবেনঃ [email protected]

এবার আমি বেশ কিছু কথা বলবো যা এখানে অনেক এর কাছে হয়ত ভালো লাগবে না, তবে তাও বলবো, অনেক এই বলেন বিসিএ ত্যিবাংলাদেশ এর সাইট গুলা কেন Secure করতে পারতেছে না? সত্যি বলতে আমরা কিন্তু ঠিক ই আমাদের কাজ করছি, আপনারা ব্লগ এ পোস্ট দেখছেন যে আমরা প্রায় ১০০ সাইট এ মেইল করছি ওদের Security Problem জানিয়ে আমরা মেইল করছি, আর এর পর আরোও ৫০ টা সাইট এও এই কাজ করা হইছে, এখানে আমাদের অনেক এই সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা তাদের নাম ও ওই পোস্ট গুলাতে দিছি, আপনাদের মধ্যে অনেক এ অবাক হইছে যে,  এখানে নিরব এর নাম কেন আসলো? সেও আমাদের কে help করছে, কিছু সাইট দিয়ে সেগুলাতেও আমরা মেইল করছি, অনেক এর সন্দেহ ছিল এই ব্যপারে এই কারনে আমি এখানে Screenshot ও দিলাম .
সে ছারাও অনেক এই সাহায্য করেছেন তাদেরকেও আমার আবারও ধন্যবাদ।
কিন্তু মজার বিষয় হলো গভ এর কাছ থেকে তেমন ভালো কোন reply পাওয়া যায় নাই। এর কারন টা ও অনেক মজার, খজ নিয়ে জানলাম এই গভ সাইট এর contract আর এর business সম্পরকে, এখানে প্রতিটা contract এটা দেখা হয় না, যে কাজ নিতেছে সে কি কাজ পারে, এখানে সবচেয়ে বর ব্যাপার হইলো কে কত ঘুষ দিতেছে। পুরা কাজ এর টাকার বড় অংশ যায় এই ঘুষ এর পিছনেই। আর আমরা যাদের মেইল করবো? তাদের মধ্যেও একই অবস্থা, এখন আপনারাই বলেন আমরা কাদের জন্য কাজ করব?? ওই সকল ঘুষখোর এর জন্য?? যারা কিনা এইটা কে পুজি করে টাকা কামাইতেছে, আর দেশ এর ১২ টা বাজাইতেছে??? অবশ্যই না। আমরা কাজ করি নিজ দেশ এর জন্য নিজ জাতির জন্য, আমরা কাজ করি সেই সকল Honest মানুষের জন্য, যারা দেশ কে কিছু দিতে চায়, যারা দেশ এর ভালো চায়। আমরা তাদের জন্য যারা দেশ এর জন্য কিছু করতে চাইছে এবং করে যাইতেছে, দেশ সেই সকল আইটি প্রেমি মানুষের জন্য যারা কিনা নিজ দেশ কে আইটি তে উন্নত একটি দেশ হিসাবে দেখতে চায়, আমরা ঠিক তাদের সাথেই আছি। আর আমার এই কথায় অবশ্যই বুঝে গেছেন এদের কে সাইট ঠিক করে বা restore করে দিলে লাভ নাই, এরা আবার হ্যাক হও্য়ার জন্য বসে থাকবে আর চিন্তা করবে এখান থেকে কিভাবে টাকা কামানো যায় আর কত টাকা ঘুষ খাওয়া যায়। শুতরাং এখন থেকে যারা আমাদের কে মেইল করবে তাদের কে আমরা সরাসরি help করবো, আর অন্যদের ও আমরা মেইল করবো, কিন্তু তারা কোন reply না করলে ওইটা আর আমাদের দায়িত্ব না। কারন আমরা দূর্নিতিবাজদের জন্য কাজ করি না।

সব শেষে একটা কথা বলতে চাই অনেক এ দেখলাম বলছেন, এই কাজের জন্য নাকি আমাদের কোন লাভ আছে, সত্য বলতে আমরা আমাদের কাজের জন্য কোন দিন কোন লাভ চাই নাই। আমরা আমাদের কাজের জন্য কোন দিন ১ পয়সা ও নেই নাই। আমরা যা করি সব ই দেশে এর জন্য, আর সে সকল মানুষের জন্য যারা আমাদেরকে প্রয়োজন। আমরা কোন রাজনৌতিক দল এর পক্ষে কাজ করি না, আমরা কোন দূ্র্নিতিবাজ দের জন্য কাজ করি না, আমরা এমন কারো জন্য কাজ করি না, যারা কিনা মানুষ কে ঠকিয়ে টাকা উপার্জ়ন করে, আমরা কাজ করি নিজ দেশ এর জন্য আর আমরা দেশ কে ভালোবাসি, আমরা কাজ করি তাদের জন্য যারা আমার দেশ এর জন্য কাজ করে, আমরা সাহায্য করি তাদের কে যারা আমার দেশ এর জন্য  কিছু করতে চায়। আর আমরা তাদের কে সাহায্য করব যে কিনা সত্য এর পথে চলে। আর অনেক এ বলছেন আমি কি বিসিএ বন্ধ করতে চাই কিনা, তাদের কে বলবো আমি বিসিএ এর Founder ঠিক আছে, তবে আমি বিসিএ এর মালিক না, বিসিএ এর মালিক বাংলাদেশ এর মানুষ যারা কিনা দেশ কে ভালোবাসে, বিসিএ কে ভালোবাসে। সুতরাং আমার বিসিএ বন্ধ করার ক্ষমতা বা ইচ্ছা কোনটাই নাই। আমি চাই এটা যেন চিরকাল থাকে, আমরা এক সময় থাকবো না কিন্তু আমাদের পরের প্রজন্ম ঠিক ই থাকবে, আমরা এমন চাই। সুতরাং আমি বিসিএ leave করলেও বিসিএ চলবে। আর আপনারা সবাই এই পোস্ট অন্যদের Tag করেন, যাদের কিনা বিসিএ এর কাজ নিয়ে কোন সন্দেহ আছে, আর যারা উপরের সেই সকল ষড়যন্ত্র এর শিকাড় হয়ে বিসিএ কে ভুল বুঝেছেন। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এতো বড় পোস্ট পড়ার জন্য। যদি কোন ভুল থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Shadman Tanjim
Admin of
Bangladesh Cyber Army

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

আপনি চাইলে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন এই টিউনটি

বিসিএ এডমিনের ই-মেইলঃ [email protected]

ফেসবুক গ্রুপের ঠিকানাঃ https://www.facebook.com/groups/bdcyberarmy

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা উচিত জবাব দিলেন ভাই।

Shahee Mirza ভাই BCA থেকে কেনো চলে গেছে??
এই বিষয়ে জানেন?

    @InTroverT Moazzam: আসলে উনি একটু ব্যাক্তিগত সমস্যায় আছেন। আশা করি খুব শীঘ্রই তিনি আবার ফিরে আসবেন।

অনেক ধন্যবাদ মাখন ভাই শেয়ার করার জন্য অনেক কিছু জানলাম আপনার এই পোস্ট থেকে ।

অনেক কিছু জানলাম। ধন্যবাদ মাখন 🙂

ন্যবাদ মাখন ভাই শেয়ার করার জন্য

মাখন ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

Thanks

শেয়ার করার জন্য ধন্যবাদ

আমি দুঃখিত যে আমরা খুবই নির্বোধ । ( বাংলাদেশ সাইবার আর্মি এর কাছে আমার দুঃখ প্রকাশ )

উপর দিকে থুথু দিলে যে নিজের মুখেই পরে। ওরা এইটা এতই মূর্খ যে এটাই জানে না।

Level 0

Bangladesh,tumi egiye cholo ononter pothe,
tomay joyojatra hok surjer mto sthayi!
Sotti,
BCA ke vabte valo lage!ekta team kivabe kaj korche nijer deser jnne!
Amader sob chaite boro dos(indian der) amra notun kichu sikhle onno der sekhate kuntha bodh kori.
R apnara,nijeder oikker karone kotota boliaan hoye uthchen.
Dhonno apnara:)

Level 0

মাখন ভাই, ওদের নিয়ে এত লখে টেখের দরকার নাই। আমার মনে হয় ওরা চাইতাছেই এইডা। ওদের সব পস্ট পড়লাম। বুঝতে পারছি, একদল বাচ্চা পোলাপাইন হাভজি নিয়া Show Off এ নামছে। বাংলাদেশ সাইবার আর্মির যোগ্যতা সবাই জানে। এবং শুরু থেকেই বিসিএ অসাধারন কাজ দেখিয়ে যাচ্ছে। এবং আমাদের মত শিক্ষার্থী হ্যাকার দের শ্রদ্ধা বিসিএ পাচ্ছে এবং পাবে। শুধু শুধু কয়েকটা Sqli Kiddle দের কে গুরুত্ত দিবেন না প্লিজ।

এক্সপায়ার দের কি কোন ওয়েবসাইট আছে??

সবশেষে, আমাদের ফোরাম http://fs20.org আপনাদের উপস্থিতি কামনা করছি।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য করার জন্য

Level 0

post ta dekhe onek khushi holam.. coz oidin sada basok ar post ta dekhe mejaj ta kharap hye gecilo.. cz tanjim bro emn kicu bolar kotha na. . ar “sada basok” id ta new. .makhon bro post tar jonno onek dhonnobad.. expire jai koruk ora Expired!!!!………..:P

Level 0

ভাই বানানটা ঠিক করেন.
প্রচন্ড চোখে লাগছে.

”স্বরযন্ত্র” নয় হবে ”ষড়যন্ত্র”.