জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি (শেষ ভরসা)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই  ভালো আছেন।

গত কয়েক মাস ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনেকেই খুশি , আবার অনেকেই টেনশনে আছেন। এতো ভাল রেজাল্ট করেও অনেকেই পছন্দের ভার্সিটিতে চান্স পায় নাই।

আজকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে।

ভর্তির জন্য এই লিঙ্কে যেতে হবে- http://www.nuadmission2011.org.bd/

ভর্তি পরীক্ষা: ২৩ ডিসেম্বর ২০১১, শুক্রবার

সকাল ১১টা থেকে দুপুর ১২টা।

প্রার্থীকে অবশ্যই সকাল ১০.৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কলেজের

পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।

২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পর্কিত সময়সূচী: 

ক্রমিক

ভর্তি কার্যক্রমের ধারাবাহিক বিবরণী

তারিখ, সময় ও স্থান

১।

২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা:

২৩ ডিসেম্বর, ২০১১।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

২।

Online-এ ভর্তি পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা:

১৬ নভেম্বর, ২০১১ তারিখ রাত ১০.০০ টা থেকে ০৪ ডিসেম্বর, ২০১১ তারিখ রাত ১২.০০ টার মধ্যে ছাত্র/ছাত্রীদের Online (http://www.nuadmission2011.org.bd) এ ভর্তি পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে হবে।

 

৩।

ভর্তি পরীক্ষার আবেদন ফর্মের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার

সর্বশেষ তারিখ:

 

০৫ ডিসেম্বর, ২০১১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

৪।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তি পরীক্ষার ফিসহ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ) ডি.ডি জমা দেয়ার তারিখ:

৮-১২ ডিসেম্বর, ২০১১।

৫।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স অধিভুক্ত কলেজে

OMR বিতরণের তারিখ:

১৮-২০ ডিসেম্বর, ২০১১।

৬।

ভর্তি পরীক্ষা পরবর্তী সংশ্লিষ্ট কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ে

OMR জমা দেয়ার তারিখ:

২৩-২৪ ডিসেম্বর, ২০১১।

স্থান: ঢাকাস্থ্থ ভাইস-চ্যান্সেলর এর আবাসিক কার্যালয়

(বাড়ী নং-  ৮৬, রোড নং- ১১/এ, ধানমন্ডি, ঢাকা)

৭।

১ম মেধা তালিকা প্রকাশ:

৩১ ডিসেম্বর, ২০১১।

৮।

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংশ্লিষ্ট কলেজে

ভর্তির সময়সীমা:

০১-১৫ জানুয়ারী, ২০১২।

৯।

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের Online-এ বিষয়

পরিবর্তনের ফর্ম পূরণের তারিখ:

১৬-২০ জানুয়ারী, ২০১২।

১০।

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের Online-এ

বিষয় পরিবর্তনের তালিকা প্রকাশের তারিখ:

২১ জানুয়ারী, ২০১২।

১১।

১ম মেধা তালিকায় বিষয় পরিবর্তন হলে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে Online-এ বিষয় পরিবর্তনের ফর্ম প্রিন্ট করে ফিসহ কলেজে জমা দেয়ার তারিখ:

২২-২৪ জানুয়ারী, ২০১২।

১২।

২য় মেধা তালিকা প্রকাশ:

২৫ জানুয়ারী, ২০১২।

১৩।

২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংশ্লিষ্ট কলেজে

ভর্তির সময়সীমা:

২৬-৩১ জানুয়ারী, ২০১২।

১৪।

২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের Online-এ বিষয়

পরিবর্তনের ফর্ম পূরণের তারিখ:

১-৫ ফ্রেব্রুয়ারী, ২০১২।

১৫।

২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের Online-এ

বিষয় পরিবর্তনের তালিকা প্রকাশের তারিখ:

ফ্রেব্রুয়ারী, ২০১২।

১৬।

২য় মেধা তালিকায় বিষয় পরিবর্তন হলে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে Online-

বিষয় পরিবর্তনের ফর্ম প্রিন্ট করে ফিসহ কলেজে জমা দেয়ার তারিখ:

৭-১২ ফ্রেব্রুয়ারী, ২০১২।

১৭।

৩য় মেধা তালিকা প্রকাশ:

১৩ ফ্রেব্রুয়ারী, ২০১২।

১৮।

৩য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংশ্লিষ্ট কলেজে

ভর্তির সময়সীমা:

১৪-১৯ ফ্রেব্রুয়ারী, ২০১২।



Level 0

আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টিউনের প্রথমে আমি কমেন্ট করে যারা ভর্তি হবে তাদের জন্য উপদেশ দিতে চাই।

যদি সারা জীবন কাদতে না চান তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দয়া করে ভর্তি হয়েন না।আমি ২০০৫ এ এইচ এস সি দিয়ে ২০০৬ এ অনার্স এ ভর্তি হয়ে বের হলাম ২০১১ তে।আর ফলাফল দিবে ২০১২ এর মার্চ অথবা এপ্রিল এ।

এখানে ১৮ মাসে বছর হয়।তার উপর বর্তমান সিলেবাস অনেক কঠিন করেছে।সাথে আছে MCQ.

এর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে BBA তে যে কোনো ইন্সটিটিউট থেকে পড়া লেখা করুন।সেখানে সেশন জট নাই।

টিউনের জন্য ধন্যবাদ।আমার কমেন্ট এ কেউ আহত হলে দয়া করে ক্ষমা করে দিবেন,

    Level 0

    @Mukut:
    chrom bastob kothai bolsen Mukut Vai..

    National univ er BBA te ki session jot nai ??
    ami jetuku jani previous year gula te 2-3 bocor session jot Silo

@muku bro , অত্যন্ত মূল্যবান একটা কাজের কথা বলেছেন ।

national univ bba form kobe sarbe ?

Level 2

আমি National এর ছাত্র । আমি বুঝি কি ফ্যাসাদে পড়সি !! mukut ভাই একদম ঠিক কথাই বলসে 🙁 🙁

Level 2

Thanks………………………