বিভিন্ন সরকারী ওয়েবসাইট এর পর এবার হ্যাক হল সুপ্রীমকোর্টের ওয়েবসাইট। দেখুন........................
সাইটটি হ্যাক করেছে Bangladeshi UnderGround Hacker 3xp1r3 Cyber Army। এরা নাকি বাংলাদেশের Underground সাইবার আর্মি। কিভাবে নিজেদের দেশের ওয়েবসাইট নিজেরা হ্যাক করে। এরা তো যে মায়ের পেটে জন্মেছে সেই মাকেই লাত্থি মারছে। এদের মুখে থুথু মারি। ছি! ছি!! এমন কেন এরা। আসলে এদের জন্মের ঠিক নেই। দেখুন ছবিতে চিহ্নিত অংশটা। তাহলেই বুঝবেন এদের জন্ম নর্দমার নালায়।
আবার Bangladesh Cyber Army কে এরা ঘৃণা করে। অথচ BCA বাংলার অনলাইন মুক্ত রাখার শপথ নিয়েছে। নিয়েছে দেশের ওয়েবসাইটগুলোকে নিরাপদে রাখার ব্রত। অথচ Bangladeshi UnderGround Hacker 3xp1r3 Cyber Army এই কুত্তাগুলা নিজেদের কে ধ্বংস করতে চাইছে। এদের কি করা যায়।?? এরা তো পশুর চেয়েও অধম। আমি অতি ক্ষুদ্র মানুষ। হয়ত আমার এই লিখাটাও Bangladeshi UnderGround Hacker 3xp1r3 Cyber Army এর কেউ পড়বে। হয়ত আমার অ্যাকাউন্টও হ্যাক করা হতে পারে। কিন্তু আমি ভয় পাই না কাউকে। BCA এর প্রতি আমার সবসময় সমর্থন ছিল, থাকবে। সবশেষে বলব BCA তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। যতদিন আমার এই দেশ সুরক্ষিত থাকবে, ততদিন আমিও থাকব BCA এর সাথে।
জয়তু BCA।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
ভাইয়া কিছুক্ষণ আগে এই পোষ্টটা আমি করলাম। Duplicate করে লাভ কি।
পূর্বের পোস্ট https://www.techtunes.io/news/tune-id/96678/