আমার জানা মতে IDB তে Ryans Computer সবচেয়ে বড় Computer Accessories এর দোকান। আমার এক বন্ধু গত ফেব্রুয়ারিতে Ryans Computer থেকে ৬৭,০০০/= দিয়ে একটা HP Laptop কিনে। কয়েকদিন আগে কিছু সমস্যার কারণে আর Recovery Disc করে দেয়ার জন্য ওদের Service Center এ Laptop দিয়ে আসি। কিন্তু ভুল করে Adapter নিয়ে যাওয়া হয় নাই। কিন্তু ওরা বলে Recovery Disc করতে হলে Adapter অবশ্যই লাগবে। কিন্তু বাসা অনেক দূরে হওয়ায় ওদেরকে অনুরোধ করি Adapter কোনোভাবে Manage করে Servicing করে দিতে। পরে ওরা আমাকে বলে ৫ টা Blank DVD কিনে দিয়ে আসতে। ওরা কাজ করে রাখবে। আমি দুই দিন পর ওদের Service Center এ ফোন দিই Laptop এর Condition জানার জন্য। কিন্তু কেউ ফোন receive না করায় আমি Laptop আনতে চলে যাই। কিন্তু গিয়ে দেখি ওরা Laptop এর কোনো কাজই করে নাই। কারণ আমি Adapter দিয়ে আসি নাই। এরপর Adapter দিয়ে আসার ৫ দিন পর আমাকে Laptop Delivery দেয়। আমার কথা হলো ওদের এতো বড়ো নামকড়া একটা দোকান। আর ওদের কাছে সামান্য একটা Laptop এর Adapter থাকেনা??? যার কারণে একজন Customer কে চারবার যাওয়া লাগতেছে Servicing এর জন্য। Customer দেরকে কি এইসব Harassment করার জন্যই ওরা ব্যবসা খুলে নিয়ে বসছে??? ওদের কাছে আমার ফোন নাম্বার ও ছিলো। আমাকে ফোন দিয়ে Adapter এর কথা বললে আমি Adapter দিয়ে আসতাম। আর আমাকেও চারবার Service Center এ যাইতে হইতো না। মাঝখানে একদিন ওদের কাছে ফোন করি, Laptop এর কাজ কতটুকু হইছে জানতে আর Laptop টা যেন একটু তাড়াতাড়ি Delivery দেয়। আমাকে ওরা বলে যে, আপনার জলদি লাগলে আপনাকে দেখায় দিব, কিভাবে Recovery Disc করতে হয়। নিজে নিজে করে নেন। পরে আমি ওদেরকে বলি, আমি নিজে নিজে পারলে আপনাদের Service Center এ কি খুশিতে আসছি??? এ কথা বললে ওরা বলে, তাইলে আমাদেরকে আমাদের মত করে কাজ করতে দেন। আমার কথা হচ্ছে, Customer দের কি Urgent কাজ থাকতে পারেনা??? ওদের কাছ থেকে জিনিস কেনার আগে মুখে মধু থাকে, পরে চোখে টিনের চশমা পরে বসে থাকে।
আমি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম…. সবাই আছে টেকার ধান্দায়