Steve Jobs’ last days and last words

টিউন বিভাগ খবর
প্রকাশিত

স্টিভ জবস এর বোন তার ভাইকে আখ্যা দিল "Idealistic" বলে।"For decades, I'd thought that man would be my father" , মোনা সিম্পসন বলেন। তিনি আরও বলেন তার এই ভুল ভাঙ্গে ২৫ বছর বয়সে , তার ভাষায় " ২৫ বছর বয়সে আমি লোকটির সাথে দেখা করলাম এবং জানলাম সে আমার ভাই।"

নিউ ইয়র্ক টাইমস এর আজকের সংখায় মোনা সিম্পসন , অ্যাপেল এর প্রয়াত কো ফাউন্ডার স্টিভ জবস এর একটি ছবি তুলে ধরেন- যে ভাইয়ের সাথে ২৫ বছর বয়সে তিনি প্রথম ১৯৮৫ সালে দেখা করেছিলেন।  তাদের বাবা-মা জবসকে দত্তক দেয়ার পরে তাদের এই দেখাটি হয়েছিল  মোটামোটি ৩ দশক পরে।মোনা তার ভাইয়ের সাথে সেদিন প্রথম দেখা হওয়ার কাহিনী, তার ভাইয়ের সাস্থের কথা সব কিছুই তুলে ধরেন আজকের সংখায়।মোনা আরও জানান ১৯৮৫ তে জবস তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল কে ছেড়ে দেয়ার  সিদ্ধান্তের সময় তার কষ্টের কথা  যানান। মোনার ভাষায়, "When he got kicked out of Apple, things were painful,"।জবস তারপরও তার কাজের প্রতি একাগ্র ছিল।জবস সে সময় মোনা কে জানায়, "এক ডিনারে ৫০০সিলকন ভ্যালি নেতাদের আমন্ত্রন জানানো হয়, সেই ডিনার এর পরেই নির্বাচন করা হবে তাদের পরবর্তী সভাপতি।কিন্তু এই ডিনার টিতেই স্টিভ জবস কে আমন্ত্রন জানানো হয় না।এতে জবস কষ্ট পেলেও  পরের দিন সে ঠিকই অফিস এ যায় এবং তার কাজ করে যায়।"

অসুস্থ হওয়ার পরে জবস এর জীবন যাত্রার পরিবর্তন এর কথাও এই লেখায় মোনা জানায়।"তারপর স্টিভ অসুস্থ হয়ে গেল এবং আমরা তার জীবন যাত্রাকে একটি ছোট গন্ডির ভিতরে বেধে ফেলতে দেখলাম।প্রতিদিনের আমোদ প্রমদ স্টিভকে তখন আর আকর্ষণ করত না।" মোনা বেপারটিকে এভাবে বলেন যেটা আমি মোনার  ভাষাতেই লিখতে চাই। মোনা বলে, "Yet, what amazed me, and what I learned from his illness, was how much was still left after so much had been taken away."

মোনা জবস এর এই মৃত্যুকে অপ্রত্যাশিত বলে । জবস এর সাথে মোনার শেষ দেখার সময় জবস এর শেষ কথাটি ছিল,"OH WOW. OH WOW. OH WOW."

স্টিভ জবস অক্টোবর এর ৫ তারিখে মারা যান অগ্ন্যাশয় ক্যান্সারের সঙ্গে এক দীর্ঘ সংগ্রাম করে ।তার মৃত্যুর কিছু দিন পরে তাকে দাফন করা হয় সান্তা ক্লারা কাউন্টিতে একটি ব্যক্তিগত ও অ-শ্রেণীগত সত্কারের  পরে।

আমার  লেখা ব্লগগুলো পাবেন এই লিঙ্কেঃ http://blog.comjagat.com/

আমার লেখা ব্লগটি একটুও  লাগলে আমাদের সাথে যোগ দিন এবং প্রতিদিনের ব্লগপোস্ট দেখুনঃhttps://www.facebook.com/comjagat

Level 0

আমি কমজগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Jagat has been involved with the ICT movement here in Bangladesh for more than a period of two decades. During this period we have been able to create a set of records for which we feel proud of.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পড়ে ভাল লাগলো
শেয়ার করার জন্য ধন্যবাদ

thanks

ধন্যবাদ । ভুলে যাওয়ার মত মানুষ না স্টিভ জবস।

সত্যিই স্টিভ জবসকে ভুলার মত না। উনি যে পৃথিবী চেন্জ করে দেয়া কয়েকজনের একজন।

Level 0

আলোর পথ যাত্রী , ভবিষ্যৎ দ্রষ্টা , মানুষ কে সত্য ও ন্যায় এর পথে আকর্ষণ করে চলেছেন আজ ও। রক্ত মাংসের সুপার হিরো ।