ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতারণা : বিচার দাবি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গতকাল আমার দেশ-এ প্রকাশিত ‘ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের প্রতারণা : কলম বিক্রেতা নাসেরার ১৪ লাখ টাকা আত্মসাত্’ শীর্ষক রিপোর্ট নিয়ে ভার্চুয়াল জগতে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়ারইনব্লগ-এ প্রতারণার সঙ্গে জড়িত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।
তারা ফেসবুক ও ব্লগে আমার দেশ-এ প্রকাশিত রিপোর্টটির লিঙ্ক অসংখ্যবার শেয়ার করেছেন। রিপোর্টের লিঙ্ক বারবার শেয়ার হওয়ায় সোমবার রাত থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত বাংলা ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এ প্রতারণার খবর। অসংখ্য স্ট্যাটাস, নোট, পোস্ট ও মন্তব্যে অনলাইন ইউজাররা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন। কেউ কেউ বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।

ফেসবুকে জাহিদ রহমান বলেন, ‘মানুষের অসহায়ত্ব নিয়ে আমরা বিজনেস করি!!!!’ ফয়সাল কবির শুভ বলেন, ‘এ-ই আমাদের তরুণ প্রজন্ম!!!! বিশ্বাস করতে পারছি না কিছুতেই...।’
ব্লগারদের মধ্যে মো. শাহরিয়ার কবির (রনি) বলেন : ‘প্রতারণা আজ বাংলাদেশের একটি ভালো ব্যবসা। কিন্তু তাই বলে নতুন প্রজন্ম এভাবে প্রতারণা করবে, তা ভাবা বেশ কষ্টকর। পুরোটাই ডিজিটাল প্রতারণা।’ কুঁড়ের বাদশা বলেছেন, ‘কাকে বিশ্বাস করব? এরা মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছু না।’ এদিকে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতারণার খবর ছাপানোর কারণে একটি মহল আমার দেশ-এর বিরুদ্ধেও প্রচারণায় লিপ্ত হয়েছে। এদের মধ্যে সবাক নামক এক ব্লগার বলেন, ‘দৈনিক আমার দেশ পত্রিকার রেইনবো জার্নালিজমের নিন্দা জানাচ্ছি’ শীর্ষক একটি পোস্ট দিয়েছেন সামহোয়ারইনব্লগে।
মুল লেখা এখানে ছিল

আমরা কয়েকজন মিলে একটি বাংলা community blog করতেচি,আমাদের টিমে কিছু মেম্বার আছে, আমরা চাচ্ছি কিছু নতুন মেম্বার কে আমাদের টিমে এড করতে,কেউ যদি আমাদের বাংলা community blog টিমে থাকতে চান তাহলে আমাকে ফে ই স বুকে (নক) করুন।যারা অবিজ্ঞ তারা আমাকে নক করুন...সাথে মেসেজ দিতে পারেন...

আমার ফে ই স বুক

Level 0

আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i m good,so not bad


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I want justice to dear kolom daadu.
The cheaters should be exposed and punished hardly.

    @newboy: আপনার মত আমি য় চাই অপরাধীদের যেন শাস্তি দেয়া হয় বা যেন তারা উপযুক্ত শাস্তি পাই…
    ভাল থাকবেন – প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ

সামহয়্যারইন এ ব্লগার “সবাক” একজন অত্যন্ত নিন্ম রুচির ও গালিবাজ ব্লগার। সামহয়্যারইন তাকে নিয়মিত প্রশ্রয় দিয়ে থাকে, তার গালাগালির কোন প্রতিকার তারা নেন না। পাশাপাশি অন্যান্য ব্লগারদের কঠোর হস্তে দমন করে থাকে। তদপরি ইসলাম সম্পর্কে যে কোন কুরুচিপূর্ন বক্তব্য সামহয়ার ইন প্রমোট করে থাকে। ব্লগার “সবাক” সামহয়্যারইন কতৃক নিয়জিত এটা বোঝার কারো বাকি থাকার কথা না…

“কলম দাদির” টাকা মেরে দেবার ঘটনাটাকে ভিন্ন খাতে মোড় ঘোরাবার জন্য এটা রাজাকাদরে বলে “সবাক” প্রচারের চেষ্টা করে, পরবর্তীতে সেটা সবাক ঘরনার একজন নাস্তিকের বলে প্রমান হয়। “সবাক” হটাত কেন ঘটনাটা রাজাকারদের ঘাড়ে দায় চাপানের চেষ্টা করল, বিষয়টা রহস্যজনক..

    @রবিন: কারন সামহয়্যারইন এ আমাদের মত ব্লগের লোকজনেরা ব্লগ লেখ তে পারে না,তারা বেশ জামেলা করে থাকে – যারা নতুন তাদের ক্ষেত্রে…
    যাক আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য…
    https://www.facebook.com/borhan.shaker

হুম! সামহয়্যারে এ ব্যাপারে আমি পোস্ট দিয়েছিলাম। আর সবাকের ব্যাপারে কি আর বলবো? রেসিডেন্ট ব্লগার ও। সামহয়্যার ওকে ভরণপোষণ দেয়।

    @নেট মাস্টার: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য…
    https://www.facebook.com/borhan.shaker

    @নেট মাস্টার: কয়েকদিন আগে একটা লেখা পড়েছিলাম যেখানে নাস্তিকরা যে ধর্মবিদ্বেষী লেখার জন্য পেমেন্ট পায় তা লেখক সোর্সসহ দিয়েছিলেন। কোন নাস্তিক সেখানে কমেন্ট পর্যন্ত করেনি ল্যাঞ্জা বের হওয়ার ভয়ে।

      @নিশাচর নাইম:
      নাস্তিকেরা সংঘবদ্ধভাবে যেভাবে আক্রমণ করে ব্লগে, বিশ্বাসীরা সেরকম সংঘবদ্ধ নয়। যদি বিশ্বাসীরা সংঘবদ্ধ থাকতো তবে ওদের দৌরত্ব কমানো যেত। আমার মনেহয় বিশ্বাসীদের সংঘবদ্ধ হওয়া উচিত।

এর কি কোন বিচার নাই?

একেবারে মুল ঘটনাটা কি কেও জানাতে পারেন, কোন লিঙ্ক দিলেই চলবে ।

Level 0

অপপ্রচার চালাচ্ছেন কেন? একটিভিস্টরা বলতে আপনি কাদের কাদের বলছেন। আপনি ঘটনার কিছুই না বলে ‘‘একটি সংগঠনকে কলংকিত করতে চাচ্ছেন কেন? যে প্রজাতির ব্লগাররা এটাকে নিয়ে ‘‘ব্লগার ও অনলাইন একটিভিস্ট’’ কে নিয়ে উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে আপনিও তাদের মতোই আচরণ করছেন না।
ধারণা করা যাচ্ছে যে, একজন নন ব্লগার যার নাম তাপস-সে এই টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা বলে দেয়নি। এই কলমদাদীর পক্ষে প্রথম যার লেখাটি সামুতে স্টিকি করা হয়েছিল তিনি অসামাজিক007007, তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন, কেউ তার কাছ থেকে টাকা পেলে তিনি তা পরিশোধ করবেন। এখানে তাপসকে যারা টাকা সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে, তারাই এর দায়বহন করবে। প্রয়োজনে তাপসকে ধরার জন্য সহযোগিতাও করার কথা বলা হয়েছে। এখানে সবাক-এর প্রতি আগের ঝাল মেটানোর চেষ্টা করছেন। যদি সাহস ও তথ্য থাকে তাহলে সামুতে এই পোস্টটি দেন-দেখি কিভাবে নিজেকে ডিফেন্ড করেন। নিজেরে খুব চালাক ভাবার কিছু নেই। সামুতে কোন নিকে আছেন? এসব জামাতি ফন্দি বাদ দিয়ে ব্লগিং করেন। এখানে নিজের বিজ্ঞাপন দিতে এসে একটু চুলকানির চেষ্টা না করলেই পারতেন।
ধন্যবাদ ভালো থাকবেন। স্ক্রিণশট রাখলাম।

    @Swadhikar:
    সবাক ও ”মদারু” জাতীয় স্বার্থে অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি আপনার বেশ মমতা দেখা যায়। জাতীয় স্বার্থে অনলাইন অ্যাকটিভিস্টদের ফেইসবুক পেজে ঢুকে যে ছবিটা আমার নজরে এসছিল তা হল বোতল হাতে এক কীর্তিমানের ছবি।
    আর এই ঘটনায় তেনারা কিভাবে ডিফেন্ড করতেছেন, তা সকলেই জানে। আমার পোষ্টে আসিয়েন-
    http://www.somewhereinblog.net/blog/colonel/29472349