গতকাল আমার দেশ-এ প্রকাশিত ‘ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের প্রতারণা : কলম বিক্রেতা নাসেরার ১৪ লাখ টাকা আত্মসাত্’ শীর্ষক রিপোর্ট নিয়ে ভার্চুয়াল জগতে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়ারইনব্লগ-এ প্রতারণার সঙ্গে জড়িত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।
তারা ফেসবুক ও ব্লগে আমার দেশ-এ প্রকাশিত রিপোর্টটির লিঙ্ক অসংখ্যবার শেয়ার করেছেন। রিপোর্টের লিঙ্ক বারবার শেয়ার হওয়ায় সোমবার রাত থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত বাংলা ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এ প্রতারণার খবর। অসংখ্য স্ট্যাটাস, নোট, পোস্ট ও মন্তব্যে অনলাইন ইউজাররা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন। কেউ কেউ বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।
ফেসবুকে জাহিদ রহমান বলেন, ‘মানুষের অসহায়ত্ব নিয়ে আমরা বিজনেস করি!!!!’ ফয়সাল কবির শুভ বলেন, ‘এ-ই আমাদের তরুণ প্রজন্ম!!!! বিশ্বাস করতে পারছি না কিছুতেই...।’
ব্লগারদের মধ্যে মো. শাহরিয়ার কবির (রনি) বলেন : ‘প্রতারণা আজ বাংলাদেশের একটি ভালো ব্যবসা। কিন্তু তাই বলে নতুন প্রজন্ম এভাবে প্রতারণা করবে, তা ভাবা বেশ কষ্টকর। পুরোটাই ডিজিটাল প্রতারণা।’ কুঁড়ের বাদশা বলেছেন, ‘কাকে বিশ্বাস করব? এরা মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছু না।’ এদিকে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতারণার খবর ছাপানোর কারণে একটি মহল আমার দেশ-এর বিরুদ্ধেও প্রচারণায় লিপ্ত হয়েছে। এদের মধ্যে সবাক নামক এক ব্লগার বলেন, ‘দৈনিক আমার দেশ পত্রিকার রেইনবো জার্নালিজমের নিন্দা জানাচ্ছি’ শীর্ষক একটি পোস্ট দিয়েছেন সামহোয়ারইনব্লগে।
মুল লেখা এখানে ছিল
আমরা কয়েকজন মিলে একটি বাংলা community blog করতেচি,আমাদের টিমে কিছু মেম্বার আছে, আমরা চাচ্ছি কিছু নতুন মেম্বার কে আমাদের টিমে এড করতে,কেউ যদি আমাদের বাংলা community blog টিমে থাকতে চান তাহলে আমাকে ফে ই স বুকে (নক) করুন।যারা অবিজ্ঞ তারা আমাকে নক করুন...সাথে মেসেজ দিতে পারেন...
আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i m good,so not bad
I want justice to dear kolom daadu.
The cheaters should be exposed and punished hardly.