বই – ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে আরোপিত অভিযোগ ও অপপ্রচারের জবাব

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ডাঃ জাকির নায়েকের সমালোচনার জবাবে বাংলাদেশে সর্বপ্রথম লেখা এক প্রমাণ্য গ্রন্থ

সংক্ষিপ্ত বর্ণনাঃ ডঃ জাকির নায়েক মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত দায়ী। বিশেষ করে যখন আধুনিক শিক্ষিত নাস্তিক-মুরতাদ ও বিধর্মী আলেমগনগণ ইসলামের বিরুদ্ধে নানান প্রশ্ন ও ভিত্তিহীন অভিযোগ দ্বার করিয়েছিল, সেই মুহুর্তে প্রয়োজন ছিল তাদের মতই শিক্ষায় শিক্ষিত একজন সম্ভ্রান্ত ব্যক্তি।

এতোদিন ডাঃ জাকির নায়েক শুধু আলোচনার বিষয় থাকলেও এখন আলোচনার পাশাপাশি সমালোচনার বিষয়ও বটে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের অসত্য এবং ভিত্তিহীন সমালোচনা করা হচ্ছে। মুসলিম উম্মাহর এই করুন সময়ে আমাদের কি করনীয় এবং ডাঃ জাকির নায়েকের সমালোচনার জবাবে এই প্রথম বই “ডাঃ জাকির নায়েক এবং আমরা” বইটি প্রকাশ করা হল। শত সহস্র ফিতনা ফাসাদের সময়ে যদি কেউ যদি সত্যের ওপর থাকেন, সত্য কথা বলেন তাহলে তো তাঁর বিরোধিতা হবেই। তিনি খ্রিস্টান, হিন্দু ধর্মের  ভুল প্রমান করে দিয়ে উগ্র হিন্দু ও খ্রিস্টান ও মুসলিম নামধারী ধর্ম ব্যবসায়ীদের আক্রশের লক্ষ্য বস্তুতে পরিনত হয়েছেন।

এই বইটিতে যে সব বিষয়ে আলোচনা করা হয়েছেঃ

  • ডাঃ জাকির নায়েক ও তার কার্যক্রম
  • ডাঃ জাকির নায়েকের ব্যাপারে অভিযোগ সমূহের গতি-প্রকৃতি
  • সমালোচকদের অভিযোগ ও তার জবাব
  • উত্তর দেওয়া হয়েছে যারা বলেন “জাকির নায়েক আলেম নন।” "তিনি পড়াশোনা করেছেন খৃষ্টান মিশনারী ও হিন্দুদের কলেজে" "(কুরান হাদিস নিয়ে অধ্যয়ন করার জন্য একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন কিন্তু) তার কোন শিক্ষক নেই।" "পর্দার ব্যাপারে ডাঃ জাকির নায়েকের শিথীলতা। তার অনুষ্ঠানে পুরুষ-মহিলাদের অংশগ্রহণ।" “ডাঃ জাকির নায়েকের অপব্যখ্যাঃ প্যান্ট-শার্ট-টাই পড়া জায়েজ”
  • তিনি গায়রে মুকাল্লিদ (আহলে হাদীস) সম্প্রদায়ের লোক হিসাবে এ সম্প্রদায়ের মতাদর্শের প্রছার-প্রশারকে নিজের মানুফেক্ট নির্বাচন করেন
  • বিভ্রান্তি গুলো যেভাবে ছড়ায়।
  • ডাঃ জাকির নায়েক সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

কোন দল মত এর পক্ষে থেকে নয়, বরং একজন সাধারণ মুসলিম হিসাবে চিন্তা করুন, যে বেক্তি কত সুন্দর ভাবে যুক্তি দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, যে বেক্তি কোটি কোটি মুসলিম কে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার জন্য উৎসাহ প্রদান করেছেন,  বিধর্মীদের কাছে ইসলামদের ভুল ধারণা দূর করেছেন, কত  বিধর্মীদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন এবং যারা তার বিরুদ্ধে বলেছেন তারা কতটূকু ইসলামদের জন্য কাজ করেছেন? তাদের কি অধিকার আছে এই ফেতনা সৃষ্টি করার?  প্রশ্নের উত্তর আপনাদের উপর ছেরে দেওয়া হল।

ডাউনলোড 

ডাউনলোড করুন mediafire থেকে

Level 0

আমি Lamisa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tune ti ami aekhane korlam karon, ae website er prai shobai science and technology niye chinta bhabna koren.. aekhane prai shob Muslim bhai rai Dr Zakir Naik er fan. asha kori boiti apnader bhalo lagbe…

    Level 0

    @yourboss: @Lamisa: এই বই টি আমি কিনে পড়েছি। খুবই ভাল লেগেছে। thansk to the writter of this book. please share this book to the Friends and Family.

      Level 0

      @Sharif: He is the most bravo man in the running world

Level 0

vai kaw jodi amake thappor mare mene nebo, ghusi mare mene nebo,
ar kaw jodi amar shamne Dr Zakir Naik ar name bod nam kore tahole take khun kore felbo
Because I am biggest fan of Dr Zakir Naik. sudhu posondo na. tar kothai ami driro biswas kori.

আরেকটি ধর্মটিউন!!!

    Level 0

    @রাজিব: bhai TT te aage onek Islam niye tunes hoyeche.. Download section a jekono kichu dewa jai? tahole Islami Boi download section e dile shomosha kothai?

      Level 0

      @Lamisa : apnar budhita khub sundor,

      apnara 1 ta blogspot ba wordpress e website korun “muslimdharma.blogspot.com” setai sob cheye bhalo, TT ke dusito korben na

      @ Jonty –
      kisu mone korben na……apni mone hoi maloooo bhai…

    @রাজিব: লেখককে অনুরোধ করছি এই সাইট শুধুমাত্র টেকি লেখার জন্য। আপনি বরং সামহোয়্যার অথবা টেকি সাইটেই যদি দিতে হয় তাহলে টেকস্পেট -এর অফটপিক বিভাগে দিতে পারেন।

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ posti করার জন্য।আর বলতে চাই এটি কোন নন টেকি টিউন নয়।এটি একটি ebook download link।again 1000000000000000000000000000 thaks

Level 2

ধন্যবাদ।

Level 0

আমরা মুসলিমরা গুনীর সম্মান দিতে জানি না। যেকারনে মধ্যযুগের পরে বড় কোন মুসলিম বিজ্ঞানী জন্ম নেননি।

শেয়ার করার জন ধন্যবাদ। লোড করে নিলাম। অবশ্যই পড়ে দেখব।

আমি ডঃ জাকিরের অনেক অনেক লেকচার শুনেছি। আজ মিডিয়ার কল্যাণে তা আবার বাংলাতে ডাবিং করা হয়। কিন্তু ডঃ জাকির নায়েক এ পর্যন্ত কোন লেকচারে কোন ধর্মকে ছোট করেছে আমি শুনিনি। তিনি বরং বিভিন্ন ধর্মের মধ্যে কি ভুল ভ্রান্তি আছে তা তুলে ধরেন, বিভিন্ন ধর্মের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। এর ফলে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের হিংসা করা থেকে দূরে থাকার অনুপ্রেরণা পায়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

Level 2

তিনি খ্রিস্টান, হিন্দু ধর্মের ভুল প্রমান করে দিয়ে উগ্র হিন্দু ও খ্রিস্টান ও মুসলিম নামধারী ধর্ম ব্যবসায়ীদের আক্রশের লক্ষ্য বস্তুতে পরিনত হয়েছেন।-যার যার ধর্ম তার তার কাছে।অনেয়ের ধর্মকে ভুল প্রমান করার কাজ না করে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরার মাধ্যমেই ইসলামকে তুলে ধরা উচিত। আপনি যদি অন্য কারো ধর্মকে ভুল বলে তুলে ধরেন, তারা নিশ্চয় আপনাকে কদমবুছি করবে না।

কত বিধর্মীদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন এবং যারা তার বিরুদ্ধে বলেছেন তারা কতটূকু ইসলামদের জন্য কাজ করেছেন?-যারা তার পক্ষে বলছেন, তারাইবা কোন কাজটা করে ফেলেছেন?আর ইসলাম ধর্মের পক্ষে যতগুলো দলই কাজ করে তাদের মাধ্যমে যে কেউ ইসলাম গ্রহন করছেননা, সে কথা আপনাকে কে বললো?

আশা করি উত্তর পেয়েছেন।

অন্যের ধর্মকে যুক্তি দিয়ে আঘাত করে উনি ইসলামের চেয়ে নিজের প্রচার ই বেশি করছেন।এইভাবে ইসলাম কেউ গ্রহন করে নাঅন্য ধর্মের গুরু, যারা উনার কাছে তর্কে হেরেছেন, তাহলে তারাই আগে ইসলাম গ্রহন করতেন।হেদায়াত আল্লাহপাকের হাতে। নবীজি আপন চাচাকেও ইসলাম গ্রহন করাতে পারেন নাই, এক্ষেত্রে জাকির নায়েকের সাফল্য দেখছি ঈর্ষনীয়।সুভকামনা।

Level 0

বিশ্বে প্রথম একসাথে দুই ফোনের সাথে সংযুক্ত হওয়ায় সক্ষম হেডফোন বানালো নকিয়া।
http://m.usatoday.com/article/tech/50841742

Ami shaonx vy er sathe sohomot . Quran sorif e bola hoyeche karo dhormo nia bara bari na korte kintu uni ta korechen.uni jodi karo dhormo nia bara bari na kore islam dhormer adorsho gulo tule dhorten tahole aro anek manush islam dhormer proti akorshito hoto. .

Level 0

Dr. jaker nayek ke ami hajaro salam janai…… We need more this types of man…

Level 2

ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ভুল প্রমান করা এক কথা না।

কুরআনে বলা হয়েছে “তোমরা তাদেরকে (আমুসলিম) আল্লাহর পথে আনো হিকমত ও সদুপদেশ দারা তাদের সাথে তর্ক কর ও যুক্তি দেখাও সবচে ভাল ও গ্রহণযোগ্য পন্থায়” @hijack newton ধর্ম নিয়ে বারাবারি ঠিক না এটা ঠিক কিমতু ভুল ধরিএ দেয়া বারাবারি না।

Level 0

Dr. jaker nayek এর লেকচার সবাই শুনলে অন্যান্য ধর্ম ব্যবসায়ীদের লেকচার কে শুনবে, আর তাদের ব্যবসা চলবে কি করে ………এই জন্য কতিপয় ধর্ম ব্যবসায়ীরা Dr. jaker nayek এর নামে অপপ্রচার চালাচ্ছে। আর এ সকল ধর্ম ব্যবসায়ীদের ইন্ধন দিচ্ছে অন্যান্য মিথ্যা ধর্মের লোকেরা।

Level 0

খুব সুন্দর টিউন চালিয়ে যান আমি আছি আপনার সাথে

In chapter 2, verse 256 of the quran, it says, “There is no compulsion in religion”. @m.h.riad

Level 0

কতো মা সন্তান প্রসব করে। আমরা চাই একজন ওমার বা খালেদ বিন অলিদ (রাঃ) এর মত এক জনের জন্ম হোক। বর্তমানে ইসলামের এহেন অবস্থায় একজন ইসলামি নেতার বিশেষ প্রয়জন। যে আমাদেরকে সঠিক ইসলামের পথে নিয়ে যাবে। ডঃ জাকির নায়েকের মত মানুষের বর্তমানে বিশেষ প্রয়োজন। আল্লাহ উনাকে দিরগজিবি করুন। আমীন ।।

Level 0

@Everyone Shotti apnader positive comment dekhe ato bhalo lagche.. Allah apnader shobaike hedayat dik. Ameen

Level 0

এই ধর্মটিউনটি কেন ও কী উদ্দেশ্যে তা কি পরিষ্কার করবেন? আমরা কেউ এখানে ধর্ম বা ধর্ম্বিরোধি কিছুই এখানে দেখতে চাই না। এগুলো এই ব্লগের সাথে মোটেও সংগতিপূর্ণ নয়। তারপরেও অনেকে একে উৎসাহিত করছেন দেখে অবাক লাগছে।

ধর্মটিউন করলে ধর্মবিরোধিরাও আসবে আর তখন এ ব্লগও পরিণত হবে ধর্ম ক্যাচাল ব্লগে। আমরা কেউ তা চাই না। এর জন্য ব্লগের অভাব নাই।

এ ধরণের পোস্ট কেউ দিলে নিরুৎসাহিত করেন, প্রয়োজনে ব্যান করেন।

    @shjb:

    সহমত।এইসব জিনিস নিয়ে কেন মানুষ টিউন করে।কতগুলা ফালতু মানুষ টেকটিউন্স এর বারটা বাজানর জন্য উঠে পড়ে লেগেছে।যতসব।

    Level 0

    @shjb: shobar ki r apnar moton nichu chinta bolen? r fake id diye comment koren keno? ae topic ti niye kono debate hoche nah.. download section e shob kichui dewa jai.. Jodi apni hacking er book download section e dite paren, tahole Islami boook dile problem ta kothai?

    Level New

    @shjb: tomi banned !!!!!

ডঃ জাকির নায়েক এর লেখা বাংলায় প্রকাশিত বইগুলো ডাউনলোড করুন এই সাইট থেকে- http://www.edunews4u.com/admission/index.php/dr-zakir-naik

খুব ভাল লাগল

Level 0

ভাল লাগল

Level 0

movie er download link daoa jai…soft er download link daoa jai…to dr zakir naik er book download link e daoa jabena kano??? @ যারা এই পোস্ট এর বিরোধিতা করছেন।

jajakallah khairan….

bi tunes chi

ইদানিং ইসলাম নিয়ে কোন পোস্ট করলে বা কমেন্ট করলে কিছু লোক উঠেপড়ে লাগে । এখানে তো একটি e-book ই শেয়ার করা হয়েছে রে ভাই । এটা নিয়ে এতো খেপার কি আছে ? নাকি বই মেলার রুল এখানেও আপনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ? No islamic book stalls !!
কেউ কেউ বলছেন , এই পোস্ট এর জন্য কেচাল হবে । আপনিই তো কেছাল করার মত পোস্ট দিচ্ছেন ।
Please learn how to appreciate something. morons

@Lamisa. আপনাকে অনেক ধন্নবাদ এত সুন্দর এবং প্রয়জনিয় একটি টিউন করার জন্য।

@Jonti. আপনি এত সাহস কোথায় পেলেন ইসলাম নিয়ে একটি পোস্ট কে দূষিত বলার জন্য? এটা একটা প্রজুক্তি ব্লগ থিক আছে কিন্তু এখানে ত প্রজুক্তি বিসয় ছারা অ আর অন্নেক বিসয় নিয়ে টিউন করা হয় তখন সেইটাকে দুসিত বলেন না কেন? আর এইটা ই বুক ডাওনলোড বিসয়ে একটা পোস্ট অ বলা যায়। so be careful about ur tongue. :@

@hijack newton. আপনি কুরআন শরিফ সম্পরকে কতোটুকু জানেন ? কুরআনে ধর্ম নিয়ে বারাবারি এর বেপারে কাফিরদের ততকালিন আজেবাজে মন্তব্ব এবং কিছু ভন্ড দের কথা বলা হয়েছে।কোনো কিছু সম্পরকে বিস্তারিত না জেনে কিছু বলতে জাবেন না। প্রোয়জনে ছুপ থাকবেন।অল্প বিদ্দার বাহাদুরি দেখাতে জাবেন না।। ডঃ নায়েক ধর্ম নিয়ে কখন বারাবারি করেন না। উনি সুধু প্রতি টা ধর্মের বেপারে তার সত্য তা সম্পরকে তুলে ধরেন । এবং তা পুরোপুরি যুক্তি সম্পন্ন। নিজের ভাল সবাই বুঝে । ইসলাম আমাদের ধর্ম। আমাদের নবী(সাঃ) কাফিরদের কে যদি না বলতেন যে তাদের ধর্ম ভুল এবং ইসলাম ই সত্যি ধর্ম তবে তবে আজ প্রিথিবির বুকে ইসলাম এর অস্তিতি থাকতো না। তাই কেও যদি যুক্তি দিয়ে বুঝাতে পারে যে তার ধর্ম টা ই সত্য তবে তাকে ভুল বলবেন কেন? প্রশ্ন রইল।

@শরিফ আহমেদ জনম। এখানে ধর্ম নিয়ে কেও কিছু বলতে আসে নাই। এখানে সুধু একটা ই বুক এর বেপারে বলা হয়েছে যাতা ধরমিয় বই। এটা অ টেকি পোস্ট। তবে আপনাদের মত উগ্র মতবাদিদের কেন এতো মাথা বেথা বোধগম্ম নয়।আল্লাহ আপনাদের হেদায়াত করুন। আমিন।

techtunes আমি নিয়মিত ই পরি । আমার খুব ভাল লাগে। এইটা যে কার পোস্ট এ আমার প্রথম কমেন্ট। বানানে প্রচুর ভুল রয়েছে spelling mistake এর কারনে। অভ্র দিয়ে লিখেছি তাই থিক্মত লিখতে পারি নাই।মাফ করবেন ভুল করলে। জুমার নামাজে জাব এখন। সবাই ভাল থাকবেন।

Level 0

Bhai Lamisa Aapnake Thanks, Aai Rokom Sundor Post Korar Jonno.

Jajakallah Khair.

R Jara Aai Post Er Birodhita Korte Sen Tader Khub Valo Answer Diyasen Bhai Emur Dhumketo, Tai R Kisu Bolar Nai.

@Emur Dhumketu Bhai Thanks.