এই বছর নোবেল পুরষ্কার পেলেন যারা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

১। পদার্থবিজ্ঞান (Physics)

এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন আমেরিকান বিজ্ঞানী সউল পার্লমুটার ,এড্যাম জি রাইস এবং আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্রায়ান পি. স্মিড।" কোটি কোটি আলোকবর্ষ দূরের অতিকায় নক্ষত্রের বিস্ফোরণ দেখে প্রমানিত হচ্ছে মহাবিশ্ব ক্রমেই ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ার গতিটা ক্রমেই বাড়ছে "-এই কথাটা প্রমান করে তারা এবছর নোবেল জিতলেন।পার্লমিউটার কাজ করছেন ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির সুপারনোভা কসমোলজি প্রজেক্টে। স্মিডট গবেষণা করছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। অন্যদিকে রিজ গবেষণা করছেন জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে।পুরষ্কার হিসেবে তারা পাবেন সুইডিশ ১ কোটি ক্রোনার।

২। চিকিৎসা বিজ্ঞান (Physiology or Medicine)

চিকিৎসাবিজ্ঞানে এবছর নোবেল পেলেন আমেরিকান,লুক্সেমবার্গ ও কানাডার তিন বিজ্ঞানী।তারা হলেন যথাক্রমে ব্রুস বয়েটলার, জুলস হফমান ও রালফ স্ট্যানম্যান।এদের মধ্যে ব্রুস বয়েটলার, জুলস হফমান কে "শারিরিক রোগ প্রতিরোধ প্রথমে ক্রিয়াশীল হয়" তা আবিষ্কারের জন্য এবং রালফ স্ট্যানম্যান কে "ড্রেনড্রিটিক কোষ কিভাবে সংক্রমণ প্রতিরোধে কাজ করে সেই প্রক্রিয়া" আবিষ্কারের জন্য এই পদকে ভূষিত করা হয়।

৩।শান্তি (Peace)

নোবেল শান্তি ২০১১ পুরুষ্কারে ভূষিত হয়েছেন তিনজন নারী।এর মধ্যে দুইজন লাইবেরিয়ান এবং একজন ইয়েমেনি।এরা হল লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট "জনসন সারলিফ" ,শান্তিকর্মী লেইমাহ রবার্তো বোউই এবং ইয়েমেনের আল ইসলাহ’র সিনিয়র সদস্য ও ইয়েমেনি রাজনীতিবিদ তাওয়াকুল কারমান।নারী উন্নয়ন ও নারী অধিকার বাস্তবায়নের জন্য অহিংস শান্তিপুর্ন আন্দোলনের অবদানস্বরূপ তারা এই পুরষ্কার পান।

৪। সাহিত্য (Literature)

সুইডিশ কবি, মনস্তত্ববিদ, অনুবাদক টোমাজ ট্রান্সট্রোমার সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৫০ সাল থেকে ট্রান্সট্রোমার সুইডিশ সাহিত্যে প্রভাব বিস্তার করে আসছেন। ইংরেজি ভাষাভাষীদের কাছে সম্ভবত তিনিই সবচেয়ে পরিচিত স্ক্যান্ডিনেভিয় কবি।০৬ অক্টোবর ২০১১ সুইডিশ একাডেমীর স্থায়ী সচিব পিটার ইঙলান্ড এ বছরের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী হিসেবে টোমাজ ট্রান্সট্রোমার-এর নাম ঘোষণা করেন। ইঙলান্ড ৩৫ সেকেন্ডের ঘোষণায় ট্রান্সট্রোমারকে পুরস্কার দেবার কারণ হিসেবে বলেন ‘ঘন, আবছা চিত্রকল্পের মাধ্যমে বাস্তবতায় আমাদের প্রবেশ তরতাজা করে দেন তিনি।’

৫। অর্থনীতি (Economic Science)

এ বছর অর্থনীতিতে নোবেল পুরুষ্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ টমাস সার্জেন্ট ও ক্রিস্টোফার সিমস।"নীতি বা কর্মপন্থা কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করতে পারে" এই সম্পর্ক আবিষ্কারের জন্যই তাঁরা নোবেল পেয়েছেন।রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানায়, তাঁরা পুরস্কার হিসেবে পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার (১ দশমিক ৫ মিলিয়ন ডলার)

----

পুর্বে টেকস্পেট -এ প্রকাশিত।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ.

Level New

বেশিরভাগই দেখি আমেরিকান।বিশ্বে কি আর মেধা নেই?

    @উপল: ওরা সব মেধা কিনে নিয়ে যায়।খেয়াল করলেই দেখবেন বাংলাদেশে কেউ ভাল করলেই সে হাভার্ড বা এমআইটি তে পড়তে ওইখানে চলে যায় এবং খুব কমসংখ্যক দেশে ফিরে আসে।

” কোটি কোটি আলোকবর্ষ দূরের অতিকায় নক্ষত্রের বিস্ফোরণ দেখে প্রমানিত হচ্ছে মহাবিশ্ব ক্রমেই ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ার গতিটা ক্রমেই বাড়ছে ” please tell us about the details .

এখন আর নোভেল কমিটির নিরপেক্ষতার উপর ভরসা নাই সেখানেও দুই নাম্বারি চলে তা না হইলে বারাক ওবামার নোভেল প্রাপ্তিটা এখনো মানুষের কাছে প্রশ্ন বিদ্ধ।আবার শুনতেছি আমাদের দেশের কোন এক নেত্রি লভিং করছেন এই জিনিসটা পাওয়ার জন্য,এর জন্য কমিটি ঘটন করা হইছে এবং অর্থও বরাদ্ধ হইছে অনেক।অভাক হওয়ার কিছু থাকবেনা যদি সত্যি পেয়ে যান।
ধন্যবাদ পোষ্টি শেয়ার করার জন্য।