মোবাইল প্রযুক্তির বিবর্তনকারী আইফোনের উদ্ভাবক স্টিভ জবস মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মাত্র ৫৬ বছর বয়সে মারা যান।
স্টিভ ছিলেন বিশ্ববিখ্যাত কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেলের অন্যতম প্রতিষ্টাতা। আমেরিকার এ উদ্যোক্তা অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এর সঙ্গে ১৯৭০ সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন।
তিনি ব্যক্তিগত কম্পিউটারও উদ্ভোবন করেছেন। যা মাউসের মাধ্যমে ক্লিক করে স্ক্রিন ইমেজ ধারণ করা যায়।
সম্প্রতি তিনি আইপডে চলমান মিউজিক প্ল্যায়ার উদ্ভাবন করেন। তার উদ্ভাবিত আইফোন ও আইপড ট্যাবলেড ডিজিটাল যুগে আমাদের ব্যবহারের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে।
আধুনিক ক্যাপিটালিজমের উদ্ভাবকও হচ্ছেন স্টিভ জবস।
একাধিক বিশেষজ্ঞ জবসের উদ্ভাবনের প্রশংসা করে তাকে আধুনিক লিওনার্দো দ্য ভিঞ্চি নামে আখ্যায়িত করেছেন।
নিউইয়র্ক টাইমসের কলামিস্ট জো নাসিয়েরা আগস্টে বলেছিলেন, ‘তার চিন্তা চেতনা সবসময় গুরুত্বপূর্ণ উপদান হিসেবে কাজ করে।’
স্টিভ জবস ক্যালিফোর্নিয়ার কাপারটিনোতে জন্মগ্রহণ করেন।
জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মেছিলেন সান ফ্রান্সিস্কোতে। পরে পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং তাকে নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার প্রকৃত পিতা মাতা ছিলেন জোয়ান ক্যারোল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি।
সুত্রঃ banglanews24.com
আমি nayeem.nay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
very sad vai.