গ্রামীন ফোনের ইন্টারনেট উত্সব আই জিনিয়াস প্রতিযোগিতায় নাম লিখিয়ে ছিলাম, কিন্তু জিনিয়াস হতে পারলাম না, শালারা যে ইন্টারনেট জিনিয়াস এইভাবে বের করে তা আমার জানা ছিল না, ওরা প্রথমে একটা গ্রামীন্ এর নস্ট বাজে Q ১০০ কোয়ারটি ফোন দিয়েছে যেটা দিয়ে তাদের দেওয়া প্রশ্নের উত্তর গুগলে সারচ করে বের করতে হবে, যে আগে বের করতে পারবে সে ই বিজয়ী হবে, এমন কি, কি লিখে সারচ দিতে হবে সেটা ও বলে দিয়েছে, এবার আমি ও আমার সাথে আর ও ১১ জন স্টেজ এর হট সিটে গিয়ে বসলাম তখন আমাদের প্রত্তেকের হাতে ফোন দেওয়া হল, ফোন হাতে পাওয়া মাত্র ই দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা, দেখ্লাম সব ই ঠিক আছে, আর তারপর ই প্রশ্ন করা হল, আমি ও আমারা উত্তর খোজা শুরু করলাম, কোয়ারটি কি বোরডে আমার লেখার গতি ভালই, তারাতারি লিখে সারচ দিলাম আর স্ক্রিনে শুধু একটা লেখাই ভেসে আসছিল, লোড হচ্ছে।।।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
মজা পেলাম তো !