আমরা ছাত্র,আমরা পশু না।আমাদেরকে আমাদের মৌলিক অধিকারটুকু অন্তত দেওয়া হোক।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকে মনটা খুব বেশী খারাপ।কিছুই ভাল লাগছে না।তাই আবার টেকটিউনস এ আসলাম মনের কস্টটা আপনাদের সাথে শেয়ার করতে।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর একজন গর্বিত ছাত্র।আর দশজন ছাত্রের মত আমিও এখানে পড়তে এসেছি।অনেক বড় আশা নিয়ে এসেছি।জানি আমার বিশ্ববিদ্যালয় আর দশটা বিশ্ববিদ্যালয় এর মত অতটা ভাল না।তবুও আমি গর্বিত আমার varsity নিয়ে।

যখন আমাদের varsity বাস ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিতর দিয়ে যায় তখন ওদের হলগুলো দেখি।খুব কষ্ট লাগে।আরো কয়েকটা হল নতুন বানাচ্ছে।খুব বেশি কষ্ট লাগে।আর আমাদের জন্য একটাও হল নাই।

জানি কেউ বিশ্বাস করবে না তাও বলি একসময় আমাদেরও হল ছিল।এখন ওইসব হল সরকার তাদের নানা কাজে ব্যাবহার করছে।প্রতিদিন varsity ঢুকার সময় আমাদের পুরান ঢাকার পুলিশ ফাঁড়ী দেখি।একসময় ওটা আমাদের হল ছিল।আর এখন ওটা সরকারী পুলিশ ফাঁড়ি।সাবাস বাংলাদেশ।সাবাস।এই দেশের উন্নতি হবে না তো কোন দেশের হবে।গর্বে আমার বুক ফুলে উঠছে আমি একজন বাংলাদেশি হিসেবে।সেদিন আসতে মনে হয় বেশি দেরি নাই যেদিন শুনব আমাদের varsity বন্ধ করে ওখানে সরকারি অফিস গড়ে উঠবে।

আপনাদের কাছে হয়ত এসব শুনতে হাসি লাগছে।কিন্তু বিশ্বাস করেন এসব আমাদের varsity এর তিরিশ হাজার ছাত্রের বুকের কষ্ট।আমরা কি এমন পাপ করলাম যে আমাদের এতো কষ্ট পেতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর main গেট হতে ওদের প্রথম বিল্ডিং এ যেতে যতটুকু জায়গা আছে,আমাদের পুরো varsity এর ততটুকু জায়গা নেই।কিন্তু বিশ্বাস করেন এই বিষয়ে আমাদের বুকে এতটুকু কষ্ট নেই।কারন জানি আমাদের বুকের কষ্ট বুঝার মত হৃদয় বা সময় সরকারের নেই।

আজকে এই লেখাগুলো শুধু আমাদের বুকের কষ্ট।কিন্তু এখন আমাদের সাথে যা করা হচ্ছে তাতে আমাদের এক পা খোড়া গেছে।আরেক পা খোড়া হতে কতক্ষন???? সেদিন বেশি দেরী নেই।সরকার ঘোষনা দিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয় চালানোর জন্য সরকার আর টাকা দিবে না।varsity কে নিজ খরচ দিয়ে চলতে হবে।এর মানে কি আমার মাথায় ঢুকছে না।আমাদের varsity এখন শুধু নামেই public থাকবে,এর সকল কার্যক্রম বেসরকারি নিয়ম অনুসারে চলবে।

সরকারকে একটা পরামরশ দেই আপনারা আমাদের দেশে যেসব বেসরকারি varsity আছে সবগুলাকে সরকারি ঘোষনা করে দেন।শুধু নাম change হবে আর তো কিছু change হবে না। আর এই সুবাধে যদি পারেন কিছু ইনকাম করে নেন।

বিশ্বাস করেন কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাগুলো লেখি নাই। শুধু বুকের কষ্টে এই কথাগুলো লিখেছি।আমরা যারা এই varsity তে পড়ি তাদের বেশির ভাগ আর্থিক দিক দিয়ে অসচ্ছল।এখন যদি আমাদেরকে সরকার কোন টাকা না দেয় তাহলে আমাদের এখানে পড়া অসম্ভব হয়ে যাবে।

আজকে আমাদের varsity এর ছাত্ররা প্রেসক্লাব এর সামনে বিক্ষোভ করেছে,ভাংচুর করেছে।জানি এটা খুব খারাপ কাজ।কিন্তু কেন এরকম করল তা অনেকেই জানে না।আপনারা জানেন আমাদের varsity এর হল নাই।এই হল এর জন্য আমাদের ছাত্ররা বিগত ৪-৫ বছর ধরে আন্দোলন করে আসছে।এই আন্দোলন আমাদের ক্যাম্পাস এ হয়েছে।আমরা বাহিরে কোথাও আন্দোলন করি নাই।বিনিময়ে আমরা কি পেয়েছি?? কিছুই পাই নাই।শুধু আশ্বাস পেয়েছি।কিন্তু এবার আমাদের পিঠ ঠেকে গেছে।আমাদের আর উপায় নেই।আমাদের নিজেদের পিঠ নিজেদের বাচাতে হবে।

আমরা তো কিছুই চাই নাই।এখন আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিলে আমাদের আর কিছুই থাকবে না।

 

সরকার কিছুদিন আগে বলল শিক্ষাই জাতির মেরুদণ্ড।এই শিক্ষার বিস্তারের জন্য সরকার প্রতিটি জেলাতে একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করবে।এটা যে কত বড় হাসির কথা তা আর বলার অপেক্ষা রাখে না।বাংলাদেশের ছাত্রদের পড়ার জন্য পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় নেই।তার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় যাব।

সবশেষে একটা কথা।অনেক কষ্ট করে ভর্তি যুদ্ধের মাধ্যমে একানে ভর্তি হয়েছি।ভর্তি হয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয় এ পড়ার জন্য,private বিশ্ববিদ্যালয় এ পড়ার জন্য নয়।এই কথাটা যেন সরকার খেয়াল রাখে এই অনুরোধ সরকারকে করলাম।

আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন জয়ী হতে পারি।

 

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাদের জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই আপনারা জয়ী হবেন এই আশা রাখি। হাজার হোক অন্যায়কে মানুষ প্রশ্রয় দিতে পারবেনা, ন্যায়ের জয় হবেই।

Level 0

দুঃখটা বুঝি ।কি করার ভাই !আন্দলোন করার পরিবেশ ও নাই ।দেশটার কথা ভাবলে খুব ই কষ্ট লাগে ।আমাদের এসব কষ্ট গুলোর কোন সমাধান নাই ?

আপনাদের জন্য শুভকামনা।

শুনে খুব কস্ট পাইলাম । এই না হলে ডিজিটাল বাংলাদেশ । আর আপনাদের বিশ্ববিদ্যলয়ের ১০ জনকেতো পুলিশ আটক করছে এটা জানেন না ?

“joubon jar judde jabar somoy tar” don’t worry.amora student.tai bugi apnar kosto.bule jaben na je student pare na amon kichu nei.so rajpothe jehutu nemechi tai golay bigoyer mukut amorai porbo.insallah.

আপনাদের দাবির প্রতি সমর্থন ১০০%।
খবরে দেখলাম এবং দুঃখ পেলাম আমরা এমন একটা দেশে বাস করছি যেই খানে সত্য কথা বলা কিংবা নিজেদের ন্যায্য দাবি গুলু উপস্থাপন করাও অন্যায়।আরেকটা ব্যপার দেখলাম পুলিশতো পেটাল সাধারন ছাত্রদের কিন্তু তাদের সাথে একটা রাজনৌতিক দলের ক্যাডাররাও সাধারন ছাত্রদের উপর হামলা করছে এইটা কোন ধরনের কাজ।
যেইখানে আমাদের প্রধান মন্ত্রি সারা বিশ্বকে শান্তি ফর্মুলা দিচ্ছে সেইখানে নিজের দেশের শান্তি কে দিবে আমাদের?তারই সোনার ছেলেরা সাধারন ছাত্রদের উপর হামলা করে কোন যুক্তিতে?সত্যি আজব আমাদের দেশ এবং দেশের নেতৃত্ব।

এ কেমন সরকার!!!! যে সরকার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এর নাম change করার জন্য ১৮০ কোটি টাকা খরচ করতে পারে,তারা একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য বছরে ২০ কোটি টাকা খরচ করতে পারে না!!!!!! এ কেমন দেশে আমরা থাকি????????????

    @সাবিহা: ভাই দুঃখের কথা কি জানের গত মাসেও আমার এক আত্বীয় দেশে গেছে আর যেই টিকিট খানা কিনেছেন সেই খানে এখনো লেখা আছে জিয়া ই বি ব,তাহা হইলে লাভটা হইল কই।আর এখনো সব দেশেই ঢাকা বিমান বন্দর নামেই চিনে অর্থ কি দারায় রাজনৈতিক নেতারা নিজের প্রতিহিংশা বা স্বার্থ চরিতার্থ রক্ষা করতে সাধারন মানুষকে বাঁশ দিতেও বিবেকে বাধা দেয় না।
    আমার মনে হয় কারো কারো কাছে শিক্ষা জাতির মেরুদন্ড না হয়ে প্রতিহিংসা,সন্ত্রাস আর দুর্নীতিই জাতির মেরুদন্ড ধ্যান-জ্ঞান করেন।

    @সাবিহা: আপনার অবগতির জন্য জানাই, জিয়া বিমান বন্দরের নাম পাল্টাতে ১৪০০ কোটি টাকা খরচ হয়েছে।

Level 0

dukkhojonok. shikkha khate jotodin porjonto budget er shorbochcho boraddo na dea hobe ,totodin porjonto desher prokrito unnoyon hobena

Level 0

আসলেই খুবই দুঃখজনক………..বলার কিছুই থাকে না শুধু চেয়ে থাকতে হয়। এই আমাদের দেশ।
আশা করি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন।

পারলে এই পেইজে সবাই লাইক মারেন এখানে এই সরকারকে বাঁশ দেওয়া হয় http://www.facebook.com/Asif.And.BNP

Level 0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি নৈতিক সমর্থন। যার আছে তাকে আরো বেশি করে দাত্ত আর যার নেই যতটুকু আছে তা কেড়ে নাত্ত।

Level 0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ও আপনাদের নৈতিক সমর্থন করছি ,প্রার্থনা করি আপনাদের আইনসম্মত এই আন্দোলন সফল হোক…আমীন

শুভকামনা রইল।
এখনও আমার ভর্তি হওয়ার ইচ্ছা আছে। যদি চান্স পাই তাহলে আশা করি দেখা হবে আপনার সাথে। 🙂

আজব আজব আজব আজব দেশে বাস করি। এদেশের রাজনীতিবিদদের দ্বারা কিছুই হবে না। তৃতীয় শক্তি দরকার।

best of luck from “Jahangirnagar University”.

Level 0

all the best

Level 0

খবর টা পরে খুব খারাপ লাগল । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনাদের প্রতি নৈতিক সমর্থন এবং শুভকামনা রইল ।

এ দেশের সরকার বিশ্ববিদ্যালয়ের পিছনে অর্থ বরাদ্দ করতে পারে না, আজব

আমরা এক আজব দেশের বাসিন্দা। এখানে সবি সম্ভব। তা পরিস্কার দেখলাম জগ্ন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, দেখলাম জ্বালানী তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে। রাস্তায় প্রতিবাদ করলে সরকারী পোশাক পরা সন্ত্রাসীরা বেধড়ক লাঠি পেটা শুরু করবে। থানায় ধরে নেবে। করবে গ্রেফতার বাণিজ্য। নইলে জামাত, শিবির বলে চিরস্থয়ী বন্ধবস্ত করে দেবে।

Level 0

ডিজিটাল বাংলাদেশ!!??? …. সরকার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এর নাম change করার জন্য 1400 কোটি টাকা খরচ করতে পারে,তারা একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য বছরে 20 কোটি টাকা খরচ করতে পারে না !!
রাস্তায় প্রতিবাদ করলে সরকারী পোশাক পরা সন্ত্রাসীরা বেধড়ক লাঠি পেটা শুরু করবে। থানায় ধরে নেবে। করবে গ্রেফতার বাণিজ্য। শিবির বলে চিরস্থয়ী বন্ধবস্ত করে দেবে!!
আজব এক দেশের বাসিন্দা আমরা !!! আপনাদের দাবির প্রতি সমর্থন 100%। শুভকামনা।

Level 0

সাবিহা@ সহমত ।

Level 0

সাবিহা@ সহমত………।

Level 0

“””ডিজিটাল বাংলাদেশ!!??? …. সরকার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এর নাম change করার জন্য 1400 কোটি টাকা খরচ করতে পারে,তারা একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য বছরে 20 কোটি টাকা খরচ করতে পারে না !!
রাস্তায় প্রতিবাদ করলে সরকারী পোশাক পরা সন্ত্রাসীরা বেধড়ক লাঠি পেটা শুরু করবে। থানায় ধরে নেবে। করবে গ্রেফতার বাণিজ্য। শিবির বলে চিরস্থয়ী বন্ধবস্ত করে দেবে!!
আজব এক দেশের বাসিন্দা আমরা !!! আপনাদের দাবির প্রতি সমর্থন 100%। শুভকামনা।”””” সহমত ।

Level 0

amio Jagannath University’r akjon student….sabiha k thanks for this tune…..apni dekhe nien amra obossoi jitbo….Inshallah

Level 0

এরই নাম ডিজিটাল বাংলাদেশ
এতদিন ধরে এনালগ ছিল দেশেরসবকিছু ।এখন থেকেআমাদের নেতা নেএীদের কথা ওকাজ,সবই ডিজিটাল দেখতে পাব ইনসললাহ্। কারন এটাতো ওনার………দেশ ।না হলে কেউ কি বলতে পারে টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতেন।